প্রাক্তন প্রেমিক তথা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে কথা বলতে কখনও দ্বিধা বোধ করেন না অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। প্রাক্তন প্রেমিককে নিয়ে প্রায়শই খোলামেলা কথা বলতে শোনা যায় তাঁকে। আপাতত আসন্ন সিনেমা ‘স্বতন্ত্র বীর সাভারকর’-এর প্রোমোশন নিয়ে ব্যস্ত অভিনেত্রী। বিগ বস ১৭-র সময় প্রাক্তন সম্পর্ক নিয়ে একাধিক বার কথা বলতে দেখা গিয়েছিল অঙ্কিতাকে।
বিগ বস ১৭-র ঘরে সুশান্তের নাম ব্যবহারের জন্য দর্শকেরা সমালোচনা করেছিলেন অঙ্কিতার। দাবি করেছিল, গেমে থাকার জন্য এটি করছেন অঙ্কিতা। আসলে 'পবিত্র রিসতা' ধারাবাহিকের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুত। এই সিরিয়ালের সেটেই কাছাকাছি আসেন তাঁরা। অঙ্কিতার জীবনে সুশান্ত না থাকলেও বিভিন্ন সময় পুরনো প্রেম নিয়ে কথা বলতে দেখা যায় অঙ্কিতাকে।
আরও পড়ুন: ‘জানি না আমার মাথায় কী ঢুকেছিল’, আরবাজের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন মালাইকা
আরও পড়ুন: ‘রূপঙ্করের নাম ব্যবহার করে জনপ্রিয় হতে চাইছেন’, বিতর্কিত পোস্ট নিয়ে মুখ খুললেন গায়ক-পত্নী চৈতালি
সদ্য জুমকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্ত সিং প্রসঙ্গে মুখ খুলেছেন ভিকি ঘরণী। অঙ্কিতার সাফ মন্তব্য, সুশান্ত সিং রাজপুত সম্পর্কে কথা বলা থেকে তাকে ‘কেউ আটকাতে পারবে না’। অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় এটা আমার জীবন। যদি আমি কাউকে ব্যক্তিগতভাবে জানি, কারও সম্পর্কে ভালো কিছু আমার জানা থাকে আমি তো সেটা নিয়ে কথা বলতেই পরি। এই ব্যাপারে কেউ আমাকে আটকাতে পারবে না। বাকিটা যাঁর যাঁর ব্যক্তিগত বিষয়।’