তীব্র আক্রমণের মুখে পড়ে পাল্টা টুইটে সাফাই দিয়েছেন গদর-২ পরিচালক অনিল শর্মা। লেখেন, ‘হাই অল.. আমি আসলে অক্ষয়ের টুইটকে রিটুইট করতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে কমেন্ট সেকশনে অন্য একজনের মন্তব্যকে রিটুইট করে ফেলেছি। @ অক্ষয়কুমারের জন্য সর্বদা ভালবাসা এবং শুভেচ্ছা.. শিল্প জিতেছে.. সবাইকে অভিনন্দন’
অক্ষয়-অনিল শর্মা-সানি দেওল
১১ অগস্ট, ২০২৩, একই সঙ্গে মুক্তি পেয়েছে সানি দেওলের গদর-২ এবং অক্ষয় কুমারের OMG-2। দুটি ছবিই পাশাপাশি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে। আর তাই সম্প্রতি গদর২-র গান গেয়ে, তার সঙ্গে OMG-2 -এর দৃশ্যয়ান যোগ করে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অক্ষয়। #OhMyGadar ক্যাপশানে দুটি ছবিকেই ভালোবাসা দেওয়ার জন্য দর্শদের শুভেচ্ছা জানাতে ভোলেননি আক্কি। অন্যের ছবিকে এভাবে সম্মান দেখানোর জন্য অক্ষয় কুমারকে 'প্রকৃত নায়ক' বলে উল্লেখ করেছিলেন তাঁর অনুরাগীরা।
সে তো নাহয় হল। অক্ষয়ের এই টুইটের উত্তরে এ কী লিখলেন গদর-২ পরিচালক অনিল শর্মা! অনিল যা লিখেছেন, তাতে জোর বিতর্ক শুরু হয়েছে। কিন্তু কী লিখেছেন তিনি?
অনিল শর্মা লেখেন, ‘অভিনন্দন আক্কি স্যার, কিন্তু আপনি আক্ষরিক অর্থে দর্শকদের বিভক্ত করে গদর 2-র আরও অনেক রেকর্ড আটকে দিলেন। তবুও অভিনন্দন।’ আর অনিল শর্মার এমন টুইটের পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে। অনিলকে একহাত নেন নেটপাড়ার বহু নাগরিক। বেজায় চটে যান অক্ষয় অনুরাগীরাও। অনিল শর্মাকে কটাক্ষ করে একজন লেখেন, ‘আপনি এমনভাবে কাজ করছেন যেন আপনি একটি মাস্টারপিস তৈরি করেছেন!’ কারোর মন্তব্য, ‘আপনি আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন।’ কেউ লিখেছেন, ‘লোক না দেখলে গদর-২ হিট হত না।’ কারোর কটাক্ষ, ‘আসলে SRK বিরোধীরা গদর-২ কে সফল করেছেন। নাহলে এই ছবি সফল হত না’