ধর্ম, বয়স, লিঙ্গ, সমাজ এগুলো কখনওই ভালোবাসার মাপকাঠি হতে পারে না। আবার যেন সেই বার্তাই দিতে আসছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। নতুন করে প্রেমে পড়েছেন নায়িকা! জানেন তাঁর প্রেমিক কে? সেই প্রশ্নের উত্তর দেবেন পরিচালক বাপ্পা। ভাবছেন হচ্ছেটা কী? অনন্যা প্রেম করছেন আর উত্তর দেবেন বাপ্পা! না না অবাক হওয়ার কিছু নেই আসলে বাস্তবে নয়, পর্দায় তাঁর জীবনে এসেছে প্রেম। আর নায়িকার সেই প্রেমিকের হদিশ মিলবে বাপ্পার নতুন ছবি 'সারাহ মিটস সাহির'-এ।
'সারাহ মিটস সাহির' ছবিতে এক সাহিত্যের শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়কে। তাঁর চরিত্রের নাম 'সারাহ'। সাহিত্যের সঙ্গে পাঠকের যে নিবিড় প্রেম তা এখন অনেকেই ভুলতে বসেছেন। আর এই ছবির মাধ্যমে আরও একবার সেই বিষয়টিকেই সকলের সামনে তুলে ধরা হবে। তবে কেবল বই নয়, রিমি দেব অভিনীত চরিত্রটি পর্দার 'সারাহ'র জীবনের ভালোবাসার আশ্রয়স্থল।
আরও পড়ুন: মানসী সিনহার পরিচালনায় আসছে নতুন ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'! ছবির কাস্টিংয়েও রয়েছে বিরাট চমক
অনন্যা চট্টোপাধ্যায় ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মানসী সিনহা, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, রানা বসু ঠাকুর, রিমি দেব-সহ আরও অনেকে। তাছাড়াও মানসী সিনহা ও শুভঙ্কর মিত্রের সহায়তায় ধাগা প্রোডাকশন এই ছবিটির প্রযোজনা করছে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্য ঋত। সম্পাদক হিসেবে থাকছেন সায়ন্তন নাগ।
ছবিতে নিজের চরিত্র নিয়ে অনন্যা বলেন, 'সারাহ একজন সাহিত্যের অধ্যাপিকা। ঘটনাচক্রে তিনি প্রেমে পড়েন সাহিরের, যে শুধু অন্য ধর্মেরই নয়, বয়সেও অনেকটা ছোটো। এই অসমবয়সী প্রেমের কাহিনী, তার সঙ্গে জুড়ে সাহিত্যের প্রেক্ষাপট। স্ক্রিপ্ট শুনে আমার বেশ মনোগ্রাহী লেগেছিল। নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতেও খুবই ভালো লাগে। তাঁদের কাজের ধারাও বেশ প্রাণবন্ত হয়, সঙ্গে জাগায় নতুন প্রত্যাশাও। আর তাছাড়া এই ছবিতে আমার চেনা মানুষেরাও থাকবে, মানসী দি, সুজয়, রানা। আর বাপ্পার সঙ্গে আমার প্রথম কাজ। ফলে সবটা মিলিয়ে আমি আগ্রহের সঙ্গে ছবির কাজ শুরু করার অপেক্ষায় রয়েছি।'
আরও পড়ুন: শ্রেয়ার থেকে আসে গানের কথা বদলানোর আর্জি! বাংলায় ‘সামি’ লেখার অভিজ্ঞতা ভাগ শ্রীজাতর
এই ছবি ও নিজের চরিত্র নিয়ে মানসী বলেন, 'বাপ্পা বলেছে যখন আমি নিশ্চয়ই করব, তাছাড়া স্ক্রিপ্টটাও আমার পছন্দ হয়েছে। ইন্টারেস্টিং একটা চরিত্র আর অনন্যা আমার খুবই প্রিয় অভিনেত্রী ওঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করব আরও ভালো লাগবে আমার। ছবিটা খুব ভালো হবে। সেই কামনা করি।'