চলছে IPL ২০২৫। চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স (MI) এর একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন আনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। স্টেডিয়ামে তাঁদের উপস্থিতি ধরা পড়েছে বেশ কিছু ছবি ও ভিডিয়োতে। তার মধ্যে অনন্ত-রাধিকা একটি বিশেষ মুহূর্ত দর্শকদের মনে গেঁথে গেছে। সেখানে তাঁদের স্টেডিয়ামে বসে মধুর ও রোম্যান্টিক এক মুহূর্ত দেখা গিয়েছে।
কী আছে সেই ভিডিয়োতে?
ইন্সটাগ্রাম ফ্যান পেজে উঠে আসা সেই ভিডিওটি শেয়ার করে ক্য়াপশানে লিখেছে, ‘আনন্ত-রাধিকার ম্যাচের মাঝে রোমান্টিক মুহূর্ত।’ ক্লিপে রাধিকাকে MI জার্সি ও জিন্স পরে দেখা যাচ্ছে। অন্যদিকে আনন্ত আম্বানিকেও নীল রঙের পোশাক পরে থাকতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে তাঁরা দুজনে একে অপরের সঙ্গে হাসি-ঠাট্টা করছেন ও কথা বলছেন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিতে নানা ধরনের কমেন্ট করেছেন অনন্ত-রাধিকা। অনেকেই এই জুটিকে ভালোবাসা জানিয়েছেন। আবার কেউ কেউ তাঁদের ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছেন। অনেকে আবার শুধুই হার্ট ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন-কপালে তিলক, পরনে ধুতি, স্ত্রী কোয়েলকে পাশে নিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অরিজিৎ সিং
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রেম কাহানি
মুকেশ ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র হলেন আনন্ত আম্বানি এবং বীরেন ও শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। অনেক ছোট থেকেই তাঁদের বন্ধুত্ব। পরে সেই বাল্য বন্ধুত্বই বদলে যায় প্রেমে। বর্তমানে তাঁরা বিবাহিত দম্পতি।
অনন্ত-রাধিকার বিয়ে
২০২৪ সালের জুলাই মাসে সাতপাকে বাঁধা পড়েন। সে বিয়ে ছিল গোটা বিশ্বের অন্যতম আলোচিত বিয়ে। সেই বিয়েতে দুই পরিবার, তাঁদের বন্ধুবান্ধব ও আত্মীয় সহ বিশ্বের নামীদামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। কে না ছিলেন সেখানে! তাঁদের প্রি-ওয়েডিং পার্টি শুরু হয়েছিল ২০২৪ সালের মার্চ মাসে, যেখানে ছিল রিহানা, কেটি পেরি-র মতো বিশ্বখ্যাত শিল্পীদের পারফরম্যান্স। দ্বিতীয় প্রি-ওয়েডিং ইভেন্টেটি বিলাসবহুল চার্টার্ড জাহাজে চার দিনের জন্য ইউরোপে অনুষ্ঠিত হয়েছিল।
২ জুলাই, এই দম্পতি ‘সম্মুখ বিবাহ’ একটি গণবিবাহে উপস্থিত ছিলেন। এর কয়েক দিন পর ৮ জুলাই তাঁদের বিয়ের আগে হলদি অনুষ্ঠান সম্পন্ন হয়। ১২ জুলাই তাঁদের বিয়ের পরও উৎসব শেষ হয়নি, পরের দিন ছিল পরিবারের তরফ আয়োজিত হয় ‘শুভ আশীর্বাদ’ অনুষ্ঠান। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। ১৪ জুলাই ঘটনা করে আয়োজিত হয় তাঁদের রিসেপশন পার্টি বা ল সংবর্ধনা অনুষ্ঠান।