
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
দিনকয়েক আগেই ৮০ বছরের জন্মদিন পালন করলেন অমিতাভ বচ্চন। এখনও সেই একই উৎসাহে কাজ করে চলেছেন বলিউডে। আপাতত তিনি ব্যস্ত কেবিসি-র শ্যুটে। সম্প্রতি সেই শো-তেই এক প্রতিযোগীর সঙ্গে কথাপ্রসঙ্গে অমিতাভ খোলসা করলেন কৌন বনেগা ক্রড়োরপতি-র শ্যুট শেষ হলে তাঁকে করতে হয় অনেকগুলো কাজ, যা করতে লেগে যায় ঘণ্টাদুয়েক। আর তিনি যদি এগুলো না করেন, তাহলে অনেকেই অসন্তুষ্ট হয়।
সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো শেয়ার করেছে সোনি। আর তাতে, অমিতাভকে বলতে শোনা যাচ্ছে, ‘যেই এই খেলা শেষ হয়, আমাকে সবার সঙ্গে ফোটো তুলতে হয়। কারণ আমরা জানি না কাল এরা আদৌ আসবে কি না। আর এরা আমার গ্রাহক, এদের ছাড়া আমাদের দোকান অচল।’
তিনি আরও যোগ করেন নিজের কথায়, ‘তারপর এরা নিজেদের সঙ্গে যা এনেছে সব আমায় দান করে দেবে। এরপর আমি নিজের মেকআপ রুমে যাব। তারপর সব জিনিসে অটোগ্রাফ করতে হবে। যা করতে আমার ১-২ ঘণ্টা লেগে যায়। আর আমি যদি এটা না করি এখানে সবাই আমার উপরে রেগে যাবে, আর ভাববে, এই লোকটা নিজেকে কী মনে করে!’
এরপর বিগ বি জানান, ‘কেউ কেউ যখন দ্বিতীয়বার আসেন আমাকে প্রশ্ন করেন, আপনাকে ওই যে উপহারটা দিয়েছিলাম সেটা ব্যবহার করেছেন?’
অমিতাভকে শেষ দেখা গিয়েছে ‘উঁচাই’-তে। ছবির বিষয়বস্তু একটু হটকে হওয়ায় অনেকেরই তা মনে ধরেছে। মৃত বন্ধুর ইচ্ছেপূরণ করতে বয়সের বাধা অতিক্রম করে ট্রেকে যাবে বন্ধুরা দল বেঁধে। প্রেম রতন ধন পায়ো-র পর এই ছবি দিয়ে পরিচালক হিসেবে কামব্যাক করলেন সুরজ বরজাতিয়া।
৳7,777 IPL 2025 Sports Bonus