
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বলিউডের পাশাপাশি এবার যে হলিউডেও দেখা যেতে চলেছে আলিয়া ভাট-কে, সে খবর আর নতুন নয়। 'ওয়ান্ডার ওম্যান' ছবি খ্যাত বিখ্যাত হলি-অভিনেত্রী গ্যাল গ্যাডটের সঙ্গে সেই ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। এবার সেই ছবি প্রসঙ্গে মুখ খুললেন আলিয়া নিজেই। জানালেন, স্রেফ হলিউডের অভিনেতা-অভিনেত্রীদের পাশে নিজের নাম তোলার জন্য মোটেই এই ছবিতে কাজ করার প্রস্তাবে রাজি হননি তিনি।জানিয়ে রাখা ভালো, ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে 'হার্ট অফ স্টোন' নামের সেই ছবি। নেটফ্লিক্সের তরফে জানানো হয় তাদের ‘হার্ট অব স্টোন’ নামের ছবিতে কাজ করতে চলেছেন আলিয়া। সেই ছবিতে রয়েছেন গ্যাল গ্যাডট এবং ডেমি ডরন্যান।
প্রসঙ্গত, মঙ্গলবার ১৫ মার্চ ২৯-এ পা রেখেছেন এই বলি-সুন্দরী। সাম্প্রতিক সময় 'ব্রহ্মাস্ত্র'-র নায়িকা জানিয়েছেন যে যদি তিনি বোঝেন যে সেই ছবিতে কাজ করে মজা পাবেন, আনন্দ পাবেন তবেই সেই প্রজেক্টের প্রস্তাব তিনি গ্রহণ করেন নচেৎ নয়।
এ প্রসঙ্গে নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, 'শুধুমাত্র হলিউড ছবিতে কাজ করতে হবে বলেই এই ছবির প্রস্তাব লুফে নিয়েছি, এমন ভাবাটা ভুল হবে। যেকোনও ছবি বাছাইয়ের আগে দেখি সেই ছবিতে একজন পারফর্মার হিসেবে আমার কাজের সুযোগ ঠিক কতটা। আমার সেই চরিত্রটি কতটা ইন্টারেস্টিং। নতুন কোনও ব্যাপার আছে কি না যা আগে কখনও ফুটিয়ে তুলিনি পর্দায়, ইত্যাদি।'
উল্লেখ্য, 'বাহুবলী' ছবির সিরিজ খ্যাত পরিচালক এস এস রাজামৌলির আগামী ছবিতে দেখা যাবে আলিয়াকে। চলতি মাসেই মুক্তি পাবে সেই ছবি। এইমুহূর্তে সেই ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন আলিয়া।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports