Diwali 2023: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে দীপাবলি একটি গেট টুগেদারও আয়োজন করেছিলেন। বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন সেই পার্টিতে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দীপাবলি পার্টিতে অক্ষয়, ট্যুইঙ্কেল, প্রীতি
১০ ডাউনিং স্ট্রিট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন। সেখানে প্রাক দীপাবলি পার্টি থ্রো করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে দীপাবলি উপলক্ষে একটি গেট টুগেদারও আয়োজন করেছিলেন তাঁরা। দেশ-বিদেশের নানা রথী-মহারথীরা আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উদযাপনের ঝলক শেয়ার করেছে। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ব্রিটেনের মসনদে বসে ইতিহাস তৈরি করেছেন ঋষি সুনক। তবে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য এখনও তাঁর রন্ধ্রে রন্ধ্রে। দীপাবলির দিন কয়েক আগেই আলোর উৎসবে মেতেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। ১০ ডাউনিং স্ট্রিটে আমন্ত্রণ জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের অতিথিদেরও।
একসঙ্গে একটি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ঋষি সুনক এবং অক্ষতা মূর্তি। প্রচুর অতিথি এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ২০২২ সালেও প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরের দিনই নিজের বাসভবনে দীপাবলি উদযাপন করতে দেখা গিয়েছিল ঋষি সুনককে। আরও পড়ুন: সিদ্ধার্থ, ভিকি থেকে জাহ্নবী, করণ জোহরের ধনতেরাস পুজোয় হাজির আর কারা
চলতি বছর ব্রিটিশ প্রধানমন্ত্রীর পার্টিতে বলিউড থেকে অক্ষয় কুমার, ট্যুইঙ্কল খান্না এবং প্রীতি জিন্টার মতো তারকারা যোগ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে অক্ষয়, টুইঙ্কল এবং প্রীতিকে ঋষি সুনকের সঙ্গে কথোপকথন করতে দেখা গিয়েছে।