Akshay Kumar-Vikramaditya Motwane: 'আমার অফিস থেকে বেরিয়ে যাও', এটাই বলতে বাকি রেখেছিলেন অক্ষয়: বিক্রমাদিত্য মোতওয়ানে
1 মিনিটে পড়ুন Updated: 28 Apr 2023, 01:20 PM ISTবিক্রমাদিত্য মোতয়ানে বলেন, ‘আমিরকে আমি এই চরিত্রে জন্য প্রস্তাব দিই নি, জানতাম এটা ও করবে না। অক্ষয় কুমারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওর সঙ্গে আলোচনা বেশ আকর্ষণীয় ছিল।’ মোতওয়ানে হেসে বলেন, ‘আমার অফিস থেকে বের হয়ে যাওয়া, এই কথাটা অক্ষয় আমায় বলেননি ঠিকই, তবে যা বলেছে, সেটা এর কাছাকাছিই ছিল।’
বিক্রমাদিত্য মোতওয়ানে-অক্ষয় কুমার