অবস্থা স্থিতিশীল নয় ঐন্দ্রিলা শর্মার। মঙ্গলবার দুপুর পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী, ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হয়েছে অভিনেত্রীর। রক্তচাপ ওঠানামা করছে। সোমবার সন্ধায় সব্যসাচীর ফেসবুক পোস্টের পরই উদ্বেগ বেড়েছে ঐন্দ্রিলা-অনুরাগীদের। ‘জিয়ন কাঠি’ নায়িকার সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন সকলে।
ব্যক্তিগত ভাবে ঐন্দ্রিলা-সব্যসাচীর সঙ্গে কোনও চেনাশোনা নেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায়ের। কিন্তু অভিনেত্রীর সুস্থ হয়ে ওঠবার খবর আসার অপেক্ষায় তিনিও। ফেসবুকে ঐন্দ্রিলা-সব্যসাচীর একটি ছবি পোস্ট করেন পরমব্রত। কোনও এক অনুষ্ঠানে হাসিমাখা মুখে সেলফি এই জুটির।
আরও পড়ুন: 'দেখে অবাক হয়ে যাই...', ঐন্দ্রিলা-সব্যসাচীকে নিয়ে কলম ধরলেন অভিনেতা অনিন্দ্য
ছবি পোস্ট করে ঐন্দ্রিলা এবং সব্যসাচীর উদ্দেশে পরমব্রত লেখেন, ‘এই ছোট্ট মেয়েটির জন্য সকলে প্রার্থনা করি। ওর সঙ্গীর জন্যও প্রার্থনা করি, যে এই কঠিন সময়ও ওঁর পাশে ঢালের মতো দাঁড়িয়ে রয়েছে।’