কিছুদিন আগেই দিদিমাকে হারিয়েছেন অনুরাগের ছোঁয়ার মিশকা ওরফে অহনা দত্ত। এদিকে কিছু বছর প্রেম করার পরই ২০২৩ সালে চুপিচুপি আইনি মতে তিনি রূপটান শিল্পী দীপঙ্কর রায়কে বিয়ে করে নিয়েছেন। সদ্যই প্রকাশ্যে এনেছেন সেই কথা। মেয়ের সম্পর্কের মতো বিয়েও মেনে নেননি অহনার মা চাঁদনী। কিন্তু জীবনের সেসব জটিলতা ভুলে এদিন তাঁকে মহাদেবের আরাধনায় মেতে উঠতে দেখা গেল। নিষ্ঠা ভরে পালন করলেন মহাশিবরাত্রির ব্রত।
আরও পড়ুন: ইঙ্গিতবহ বার্তা পুবের ময়নার নির্ঝরের! গৌরব কেন লিখলেন, 'একবার গেলে আর ফিরব না, জানি মুক্তির মানে'?
অহনা দত্তের শিবরাত্রি ব্রত পালন
এদিন অহনা দত্ত একাধিক ছবি প্রকাশ্যে এনেছেন শিবরাত্রি ব্রত পালনের। সেখানে তাঁকে সুসজ্জিত শিবলিঙ্গের ছবি পোস্ট করতে দেখা যায়। অভিনেত্রী এদিন লাল পাড় নীল শাড়ি, ম্যাচিং লাল ব্লাউজ করে মন্দিরে যান পুজো করতে। নো মেকআপ লুকেই দেখা গেল 'সন্তান' খ্যাত অভিনেত্রীকে।
অহনার হাতে থাকা পুজোর থালায় ঘট সহ ফুল, ধুপ, ইত্যাদি সহ নানা পুজোর সামগ্রী দেখা যায়। এদিন তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন শিবের মাথায় জল ঢালার। ছবিগুলো পোস্ট করে এদিন অহনা নমস্কার এবং লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন ক্যাপশনে।
আরও পড়ুন: বিয়ের পর প্রথম শিবরাত্রিতে উপোস করেও কাজে শ্বেতা! রুবেল পত্নী বললেন, ‘আমি শিবকে…’
অহনার দিদিমার প্রয়াণ
কিছুদিন আগে অহনার মা চাঁদনী তাঁর ফেসবুকের পাতায় লেখেন, 'যারা জীবনের বেশিটায় ঠকে,তারা অন্যদের কোনদিন ঠকায় না,শুধু বিশ্বাস করতে ভুলে যায়।' তার কিছুদিনের মধ্যেই জানা যায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তাঁর মা। দিদিমা যে অভিনেত্রীর খুব কাছের ছিল সেটা বলার অপেক্ষা রাখে ন, কারণ মা-বাবা আলাদা হয়ে যাওয়ার পর, তাঁকে নিয়ে বাপেরবাড়ি চলে আসেন তাঁর মা চাঁদনী। তারপর থেকে মায়ের পাশাপাশি দিদা-দাদুও আগলে রেখেছিল তাঁকে।। দিদিমার প্রয়াণে এদিন অহনা একটি পোস্টেও করেন। তাঁর মা, চাঁদনী লেখেন, 'যে যন্ত্রণা নিয়ে তুমি চলে গেলে, আমি সেই যন্ত্রণা নিয়েই তিলে তিলে বাঁচব। কারণ আমি নিশ্চয়ই খুব পাপ করেছি, তা না হলে বিনা কারণে বাঁচতে হতো না।'