টলিউডের হার্টথ্রব অভিনেতা জিৎ। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পর্দায় ঝড় তোলেন তিনি। ‘রাবণ’-এর পর ফের একবার নতুন অবতারে ধরা দিলেন জিৎ। এবার বড়পর্দায় তিনি ‘চেঙ্গিজ’। শ্যুটিং সেট থেকে নিজের লুক প্রকাশ্যে আনলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় চেঙ্গিজ লুকে ছবি শেয়ার করলেন অভিনেতা।
জিতের পরবর্তী ছবি 'চেঙ্গিজ'। ছবির বেশিরভাগ শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ফের একবার চেনা সমীকরণেই ফিরবেন তিনি! ‘অসুর’ ও ‘রাবন’ ছবির পরই জিৎ-এর ঝুলিতে নয়া চমক। পরবর্তী ছবির কাজ নিয়ে তাঁর ব্যস্ততা তুঙ্গে। আরও পড়ুন: ‘ছবিটা দেখে নিয়েছি আর…’, ‘ডার্লিংস’-এর হামজা চরিত্রকে ঘৃণা করেন, ফাঁস করলেন বিজয়
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির পর জিৎ-এর ছবি একটিমাত্র ছবি মুক্তি পয়েছে প্রেক্ষাগৃহে, রাবণ। বক্স অফিসে সেইরকম ফল করতে পারেননি এই ছবি। রিয়ালিটি শো ‘স্মার্ট জোড়ি’র মঞ্চে সঞ্চালকের আসনে দেখা গিয়েছে তাঁকে। আরও পড়ুন: কালো কাট-আউট পোশাকে বোল্ড লুকে খুশি কাপুর, বলিউডে পা রাখতে একেবারে প্রস্তুত
জোর গুঞ্জন, বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে নতুন একটি ছবিতে কাজ করতে পারেন জিৎ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, দু'জনে স্ক্রিন শেয়ার করবেন। সেই সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন জনপ্রিয় পরিচালক সঞ্জয় সমদ্দার। যিনি ‘দ্বিতীয় পুরুষ’ নামের ছবিটি পরিচালনা করেছিলেন। আরও পড়ুন: সানা থেকে নুপূর, শোবিজের দুনিয়া ছেড়েছেন এই তারকারা! স্টারডম থেকে দূরে কী করছেন?