প্রকাশ ঝা-এর ওয়েব সিরিজ 'আশ্রম ৩'। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই ওয়েব সিরিজের জন্য। বাবা নিরালা আবার ৩রা জুন MX প্লেয়ারে জপ করবেন। সিরিজের তৃতীয় সিজনে অনেক নতুন মুখও দেখা যাবে, যার মধ্যে একজন অভিনেত্রী এষা গুপ্তা। ‘আশ্রম ৩’-এ এশাকে সোনিয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, তিনি বাবা নিরালাকে নিজের মতো করে প্রলোভন দেখানোর চেষ্টা করবেন।
এশা গুপ্তা ছাড়াও এই সিরিজে অভিনয় করছেন ত্রিধা চৌধুরী। ত্রিধা আগের দুটি সিজনেই ববিতার ভূমিকায় অভিনয় করেছেন, যিনি বাবা নিরালার বিশেষ দাসী। ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’ মুক্তির আগেই দুই অভিনেত্রীকে সাহসী মেজাজে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে বোল্ড অবতারে ধরা দিয়েছেন তাঁরা। আরও পড়ুন: স্ত্রীর গালে গাল ঘষে আদুরে চুমু, ২৬ বছরের বিবাহবার্ষিকী উদযাপনে রোম্যান্টিক ববি
সাধারণ নীল-সাদা পোশাকে একটি ছবি শেয়ার করেছেন ত্রিধা চৌধুরী। অভিনেত্রী ব্যাক ক্যামেরা আয়নার সমানে রেখে ছবি তুলেছেন। ছবিটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, 'পিছন ফিরে তাকাতে নেই।' ত্রিধার এই পোস্ট দেখে লক্ষ লক্ষ লাইক ও কমেন্টের বন্যা।