
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এ যেন শেষ হয়েও হচ্ছে না শেষ। গত ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়েছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। তাও এখনও মাঝে মধ্যেই প্রকাশ্যে আসছে তাঁদের বিয়ের বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো। এদিন ঠিক তেমনই ভাইরাল হয় তাঁদের গায়ে হলুদের অনুষ্ঠানে একটি ক্লিপ।
এদিন ফিল্মফেয়ারের তরফে অনন্ত রাধিকার গায়ে হলুদের অনুষ্ঠানে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে উপস্থিত সকলেই হলুদ মেখে একেবারে স্নান করেছেন। মা নীতা আম্বানিকে রীতিমত ডলে ডলে হলুদ মাখাচ্ছেন অনন্ত। বাদ দেননি বাবা মুকেশ আম্বানিকেও। হার্দিক পান্ডিয়ার মাথা থেকে একেবারে হলুদ ঢেলে স্নান করান তিনি। জমিয়ে নাচ করেন স্ত্রী রাধিকা মার্চেন্টের সঙ্গে।
আরও পড়ুন: পাশাপাশি বসে করণ অর্জুন দেখছেন শাহরুখ - সলমন! ভিডিয়ো ভাইরাল হতেই নস্টালজিয়ায় ভাসলেন অনুরাগীরা
একই সঙ্গে এই ভিডিয়োতে দেখা যাচ্ছে রণবীর সিং সারা গায়ে হলুদ মেখে কখনও ঢোল বাজাচ্ছেন, কখনও আবার নাচ করছেন। বাদ দেননি হার্দিককে পাশে নিয়ে ড্রাম বাজাতে। মানে তাঁদের গায়ে হলুদের অনুষ্ঠান যে মজা আনন্দে একেবারে জমে উঠেছিল সেটা স্পষ্ট এই ভিডিয়ো থেকে। ইতিমধ্যেই এই ভিডিয়োটি ৫০ হাজারের বেশিবার দেখা হয়ে গিয়েছে এক দিনের মধ্যে।
আরও পড়ুন: 'আমায় নিয়ে লিখলে টিআরপি বাড়ে...' মহানায়ক পুরস্কার নিয়ে সাফাই নচিকেতার, নিন্দুকদের 'অশিক্ষিত' বলে কটাক্ষ
আরও পড়ুন: 'আদালতে গিয়ে প্রমাণ করুক...' প্রেমিকাদের থেকে টাকা হাতানোর অভিযোগ, সাফাই দিয়ে কী বললেন রণজয়?
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট গত ১২ জুলাই বিয়ে করলেন। গত শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলল বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর ১৩ জুলাই অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হয় ১৪ জুলাই।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports