মে মাসে পুত্র সন্তানের জননী হয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। এখন একরত্তিকে নিয়েই কাটছে শ্রেয়ার সারাটা দিন। মায়ের ভূমিকা পালনে ব্যস্ত দেশের অন্যতম জনপ্রিয় ও সফল এই কন্ঠশিল্পী। ইতিমধ্যেই ছেলের বয়স ২ মাস পার করেছে। একটু একটু করে চোখের সামনে বড় হয়ে উঠছে দেবয়ান। হ্যাঁ, শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায় তাঁদের প্রথম সন্তানের নাম রেখেছে দেবয়ান।সোশ্যাল মিডিয়া থেকে ছেলেকে আড়ালে রাখেননি শ্রেয়া। মাঝেমধ্যে ছেলের দেবয়ানের মিষ্টি ঝলক অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। সোমবার 'মাম্মা' শ্রেয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে দেবয়ানকে কোলে নিয়ে নতুন একটি ছবি পোস্ট করলেন। সেখানে দেখা গেল ছেলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন গায়িকা, ছেলের নজরও আটকে মায়ের মুখে। এ বড়োই প্রশান্তির ছবি! এই আদুরে ছবির ক্যাপশনে মনের ঝাঁপি উজার করে দিয়েছেন শ্রেয়া ঘোষাল।ছেলের উদ্দেশে তাঁর বার্তা, 'তুই আমার বাহুডোরেই আছিস কিন্তু তাও যেন তোকে দেখে মন ভরে না। এই হৃদয়টা এখন শুধু তোর, সারাজীবনের জন্য। কী সরলভাবে তুই আমার জীবনে এসে ভালোবাসার মানেটাই পালটে দিলি পুরোপুরিভাবে। আমার ছোট্ট সোনামণি, দেবয়ান... মাম্মা লাভস ইউ'। গত ২২ মে ছেলে হওয়ার সুখবর ভাগ করে নিয়েছিলেন শ্রেয়া। এরপর জুন মাসের শুরুতেই ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দেন গায়িকা। একটি পারফেক্ট ফ্যামিলি পিকচার শেয়ার করে শ্রেয়া লিখেছিলেন ‘আলাপ করিয়ে দিই, দেবয়ান মুখোপাধ্যায়ের সঙ্গে। ২২ মে ও এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ও জন্মনোর পর ওকে প্রথমবার দেখে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। এটা কেবল একজন মা-বাবাই সন্তানের জন্য অনুভব করতে পারে। এখনও এটা স্বপ্নের মত মনে হয়। শিলাদিত্য আর আমি আমাদের জীবনের সেরা উপহারটা পেয়েছি।’ মার্চ মাসে নিজের প্রেগন্যান্সির খবর সকলকে জানিয়েছিলেন গায়িকা। ২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন শ্রেয়া। বিয়ের ছয় বছরের মাথায় প্রথম সন্তানকে স্বাগত জানালেন দুজনে। শ্রেয়ার স্বামী শিলাদিত্য পেশায় তথ্য প্রযুক্তি কর্মী, একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা। বিয়ের আগে দশ বছর চুটিয়ে প্রেম করেছেন শ্রেয়া-শিলাদিত্য।