ভোট ময়দানে ভাষায় শালীনতার সীমা বহুদিন আগেই ছাড়িয়েছে রাজনৈতিক দলগুলি। ব্যতিক্রম নন শাসকদলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার ISF –এ কর্ণধার আব্বাস সিদ্দিকিকে নাম না করে ‘ফুরফুরার চ্যাংড়া’ বললেন তিনি। পালটা আব্বাস বললেন, ‘মুসলমান ওর সঙ্গে নেই বুঝে ভুলভাল বকছেন।’শনিবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে এক সভায় মমতা বলেন, ‘হায়দরাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসেছে। সঙ্গে ফুরফুরার এক চ্যাংড়াকে নিয়েছে। ওরা কয়েক কোটি টাকা দিয়ে মুসলিম ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। ওদের কেউ ভোট দেবেন না। ওদের ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।’ বিধানসভা নির্বাচনে বাম – কংগ্রেসের সঙ্গে জোট করে লড়ছে আব্বাসের দল। দক্ষিণ ২৪ পরগনায় ৪টি আসনে প্রার্থী দিয়েছে তারা। পালটা আব্বাস বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছর ধরে মুসলমানদের বোকা বানাচ্ছেন। উনিই বিজেপিকে পশ্চিমবঙ্গে ঢুকিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের মারার পরিকল্পনা করেছেন। কিন্তু রাজ্যের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল সব একজোট হয়ে মুসলিমদের পাশে রয়েছে।’এর পরই ভয়ঙ্কর অভিযোগ করেন আব্বাস। বলেন, ‘বাংলাকে বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য বড় টাকার চুক্তি করেছিলেন মমতা। সেটা না হওয়ায় ভুলভাল বকছেন।’ এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক স্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে তাঁকে ‘চ্যাংড়া’ বলায় ব্যথিত নন আব্বাস তিনি বলেন, ‘আমি কোন ছার। উনি বড়দেরও তুই তোকারি করছেন।’