শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় সিবিআই তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। শুক্রবার মামলাটি দায়ের করেছেন তিনি। সঙ্গে নিহতদের ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন কংগ্রেস নেতা।
অধীরের দাবি, শীতলকুচি কাণ্ডের তদন্ত করার এক্তিয়ার নেই রাজ্য পুলিশের CID-র। গুলি যেহেতু চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তভার সিবিআইকে দেওয়া উচিত। তবেই প্রকাশ্যে আসবে প্রকৃত সত্য।
এছাড়া ওই দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে যে ৪ জনের মৃত্যু হয়েছিল তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তিনি।
গত ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে ১২৬ নম্বর বুথে ভোটগ্রহণ চলাকালীন গুলি চলে। গুলিতে মৃত্যু হয় ৪ গ্রামবাসীর। এই নিয়ে বিতর্ক শুরু হলে ঘটনার তদন্তভার CID-কে দেয় রাজ্য সরকার। সঙ্গে নিহতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও ঘোষণা করে তারা।