1 মিনিটে পড়ুন Updated: 15 Mar 2023, 09:28 PM ISTSatyen Pal
বিজেপি এবার ৩২টি আসন পেয়েছে ত্রিপুরা বিধানসভায়। একটি আসন পেয়েছে তারই সহযোগী আইপিএফটি। এবার তিপ্রা মোথা ১৩টি আসন পেয়েছে। সিপিএম পেয়েছে ১১টি আসন। কংগ্রেস পেয়েছে ৩টি আসন। গত ৮ মার্চ মুখ্য়মন্ত্রী ডাঃ মানিক সাহা সহ ৯জন মন্ত্রী শপথ নিয়েছিলেন।
কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক(PTI Photo)
প্রিয়াঙ্কা দেববর্মন
ত্রিপুরা বিধানসভা থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। বিনয় ভূষণ দাস প্রোটেম স্পিকার হিসাবে হিসাবে শপথ নেওয়ার পরেই প্রতিমা ভৌমিক বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। গত ১৬ ফেব্রুয়ারি প্রতিমা ভৌমিক ধনপুর আসন থেকে ভোটে জিতেছিলেন। তবে তিনি তার আগেই কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।
প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস জানিয়েছেন, প্রতিমা ভৌমিক তাঁর পদত্য়াগপত্র জমা দিয়েছেন। তিনি ইস্তফা দিয়েছেন কারণ তাঁর কাছে দুটো পদ রয়েছে। একই সঙ্গে তিনি দুটি পদ রাখতে পারবেন না।
তবে এবার প্রশ্ন তবে প্রতিমা ভৌমিক পদত্যাগ করার পরে ধনপুর আসনটি ফাঁকা হয়ে গেল। সেটার এবার কী হবে? এনিয়ে বিনয় ভূষণ দাস জানিয়েছেন, এনিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
বিধানসভা থেকে পদত্যাগ করার পরে প্রতিমা ভৌমিক জানিয়েছেন, (সংসদ ও বিধানসভা) দুজায়গাতে আমার সদস্যপদ রয়েছে। তবে দুটি জায়গায় পদ রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমি ধনপুর আসনে লড়াই করেছিলাম দলের নির্দেশে। ধনপুর আসনে যারা আমাকে জয়ী করেছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। আমি নিশ্চিত ধনপুর আসনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা পূরণ করা হবে।