তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি মেনে কাজ করছেন। এই নীতিতে কোনও বৈষম্য করা হয় না।’ উধমপুর এবং জম্মুতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং যুগল কিশোরের সমর্থনে বক্তৃতা দেওয়ার ফাঁকে সংবাদ মাধ্যমকে একথা জানান শাহনওয়াজ।
বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৈয়দ শাহনওয়াজ হুসেন।
বিজেপিকে মুসলিম বিরোধী বলে প্রায়ই অভিযোগ তোলেন বিরোধীরা। তবে সেই অভিযোগ উড়িয়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এনিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৈয়দ শাহনওয়াজ হুসেন। তিনি বলেছেন, মুসলিমদের জন্য কাজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও মুসলিম সম্প্রদায়ের মাত্র কয়েকজন নেতাকে প্রার্থী করেছে বিজেপি। সেই পরিস্থিতিতে বিজেপি নেতার এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি মেনে কাজ করছেন। এই নীতিতে কোনও বৈষম্য করা হয় না।’ উধমপুর এবং জম্মুতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং যুগল কিশোরের সমর্থনে বক্তৃতা দেওয়ার ফাঁকে সংবাদ মাধ্যমকে একথা জানান শাহনওয়াজ। বিজেপিতে মুসলিম প্রার্থী কম হওয়ার বিষয়টিতে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ তিনি।
শাহনওয়াজ জানান, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পদ ধর্ম বা বর্ণের ভিত্তিতে নির্ধারিত হয় না। তিনি জানান, সবকা সাথ সবকা বিকাশ নীতির অধীনে আগের মতোই সব সম্প্রদায়ের হয়ে কাজ করবে বিজেপি। দলে মুসলিম প্রার্থী প্রসঙ্গে পিভি নরসিমা রাওয়ের সরকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ লোকসভা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় পিভি নরসিমা রাওয়ের আমলে মুসলিমদের সর্বোচ্চ প্রতিনিধি ছিল। কিন্তু, মুসলিমরা তাঁকে সম্মানের চোখে দেখে না।’ তাঁর মতে, ‘বিজেপি হিন্দু-মুসলমানদের মধ্যে বৈষম্য করে না। আমাদের সংবিধান আমাদের ভাগাভাগির অনুমতি দেয় না।’