জম্মু ও কাশ্মীরে ইন্ডিয়া জোট বিশ বাঁও জলে গিয়েছে। আজ, রবিবার জোট সম্ভাবনায় জল ঢেলে দিলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। আজ উপত্যকার তিনটি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে পিডিপির পক্ষ থেকে। সেখানে অনন্তনাগ–রাজৌরি কেন্দ্রে নিজেকেই প্রার্থী হচ্ছেন মেহবুবা মুফতি। যার জেরে দুই শরিক দল ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি এখন প্রতিদ্বন্দ্বী। আজ এই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন পিডিপি সংসদীয় বোর্ডের প্রধান সারতাজ মাদনি। মেহবুবা মুফতি প্রার্থী হওয়ায় নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন গুলাম নবি আজাদ।
সম্প্রতি নয়াদিল্লিতে বিরোধী জোটের মহামঞ্চে একত্রে দেখা গিয়েছিল ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপিকে। আর জম্মু ও কাশ্মীরে ফিরেই পিডিপিকে কিছু বুঝতে না দিয়েই ফারুক আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স প্রার্থী ঘোষণা করে দেয়। শুধু তাই নয়, অনন্তনাগ–রাজৌরি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়। অথচ এই কেন্দ্র মেহবুবা মুফতির গড় বলেই পরিচিত রাজনীতির আঙিনায়। বারবার এই কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন মেহবুবা। সেখানে ন্যাশনাল কনফারেন্স প্রার্থী করেছে গুজ্জর নেতা মিয়াঁ আলতাফ আহমেদকে। তাতেই রুষ্ট হন মেহবুবা। বিজেপি অবশ্য এখনও এখানের প্রার্থী ঘোষণা করেনি।
আরও পড়ুন: ‘চার হাজার সাংসদ নিয়ে জয়ী হবেন মোদী’, নীতীশের বেফাঁস মন্তব্য তোলপাড় সভা
এরপর রবিবার সাংবাদিক বৈঠক করে মেহবুবা মুফতি বলেন, ‘আমরা কাশ্মীরের তিনটি আসনেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব। জম্মুতে কংগ্রেসকে সমর্থন করব। আমরা কাশ্মীরেও জোটগঠনের চেষ্টা করেছিলাম। কিন্তু ন্যাশনাল কনফারেন্স নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করে দেওয়ায় বাধ্য হয়েই আমাদের পৃথক লড়তে হচ্ছে।’ আর পিডিপি সংসদীয় বোর্ডের প্রধান সারতাজ মাদনির ঘোষণা, কাশ্মীরের তিনটি আসনের মধ্যে শ্রীনগর থেকে প্রার্থী হচ্ছেন ওয়াহিদ পারা এবং বারামুল্লা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফৈয়াজ মীর। আর অনন্তনাগ–রাজৌরি কেন্দ্র থেকে নিজেই লড়বেন মেহবুবা মুফতি।