বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Dum Dum Lok Sabha Election Update: ভোট দিলে বা এজেন্ট হলে 'দেখে নেওয়ার' হুমকি বাম কর্মীদের, উত্তপ্ত উত্তর দমদম
পরবর্তী খবর
উত্তর দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ডে নবজীবন বাজার বিশরপাড়া কাছেই বেশ কয়েকটি বাড়িতে আক্রমণ চালানো হল ভোটের কয়েক ঘণ্টা আগে। জানা গিয়েছে, ভোটের আগের রাতে বিশরপাড়ায় এসে প্রায় ২০ থেকে ২৫ জন দুষ্কৃতী মুখ ঢেকে সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে আক্রমণ চালায়। বাম সমর্থকদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। তারা যাতে ভোট দিতে না যায়, তার জন্যে হুমকি দিয়ে যায়। পাশাপাশি যে সকল সিপিএম কর্মী ভোটে এজেন্টের কাজ করবেন তাঁদেরকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। (আরও পড়ুন: WB Lok Sabha Election 7th Phase LIVE: রাত থেকেই উত্তপ্ত ভাঙড়, ভোটের দিন সকালেও অশান্তি, রাস্তায় পড়ে তাজা বোমা)