আগামী শুক্রবার এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। তার ৪৮ ঘন্টা আগে প্রচারের একেবারে শেষ লগ্নে এসে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার ভেটাগুড়ি। তৃণমূলের অভিযোগ বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর সময় অতর্কিতে কয়েকশো বিজেপি কর্মী তাদের উপর চড়াও হয়। তাদের লক্ষ্য করে পাথর তীর ছুড়তে থাকে। তাতে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধেই সরব হয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
আরও পড়ুনঃ ‘বি কুল’, উদয়ন গুহকে সতর্ক করে নিশীথ প্রামাণিককে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
তৃণমূলের অভিযোগ, এদিন বিজেপির ছোড়া তীরের আঘাতে আহত হয়েছেন সম্রাট মোদক নামে এক তৃণমূল কর্মী । এ বিষয়ে তৃণমূলের নেতা জয় ঘোষ বলেন, ‘আমরা শেষ দিনের বাড়ি বাড়ি গিয়ে মানুষদের কাছে প্রচার চালাচ্ছিলাম। তখন অতর্কিতে ভেটাগুড়িতে বিজেপি কর্মীরা আমাদের ওপর আক্রমণ চালায়। রেললাইনের পাথর ছুড়তে থাকে। এমনকী তীর দিয়েও হামলা চালানো হয়। আহত সম্রাট মোদককে দিনহাটা হাসপাতালে ভরতি করা হয়।’
এই ঘটনায় পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের দিকেই আঙুল তুলেছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। কেন্দ্র এবং রাজ্যের পুলিশের সামনেই মিছিলে হামলা হওয়া সত্ত্বেও পুলিশ কিছুই করল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন উদয়ন। তিনি বলেন, ‘আমাদের কর্মীরা প্রচার করতে গিয়েছিল। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাদের মারধর করা হয়েছে, অথচ পুলিশ দাঁড়িয়ে আছে। আমাদের দিনহাটা থানার পুলিশ যেমন দাঁড়িয়ে ছিল তেমনি কেন্দ্রের পুলিশও দাঁড়িয়েছিল।’