বাংলা নিউজ > ভোটযুদ্ধ > INDIA vs NDA: India-র জায়গায় ভারতের জন্য সওয়াল হিমন্তের; ‘পাকিস্তানে চলে যান’, খোঁচা দেবাংশুর
পরবর্তী খবর
INDIA vs NDA: India-র জায়গায় ভারতের জন্য সওয়াল হিমন্তের; ‘পাকিস্তানে চলে যান’, খোঁচা দেবাংশুর
1 মিনিটে পড়ুন Updated: 19 Jul 2023, 06:46 AM ISTAyan Das
INDIA vs NDA: ‘ভারত’ নাকি ‘ইন্ডিয়া’ - লোকসভা ভোটের আগে শুরু হয়ে গেল তরজা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেন, ইন্ডিয়া নামের মধ্যে দিয়ে ঔপনিবেশিক ইতিহাস বহন করতে হচ্ছে। পালটা দেবাংশু ভট্টাচার্যের খোঁচা, ইন্ডিয়া পছন্দ না হলে পাকিস্তানে চলে যান।
হিমন্ত বিশ্বশর্মা এবং দেবাংশু ভট্টাচার্য। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই ও ফেসবুক)
‘ইন্ডিয়া’, ভারত, পাকিস্তান- বিজেপি-বিরোধী জোটের নয়া নামকরণের পর থেকেই সেই তিনটি নাম নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হল। অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রথমসারির নেতা হিমন্ত বিশ্বশর্মা দাবি করেন, ব্রিটিশরা আদতে ‘ইন্ডিয়া’ (India) নামকরণ করেছিলেন। কিন্তু পূর্বপুরুষরা সবসময় ভারতের জন্য লড়াই করে এসেছিলেন। তাই ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্তি পেতে ‘ভারত’-র জন্য কাজ করবে বিজেপি। পালটা তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র এবং তথ্যপ্রযুক্তি (আইটি) সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য খোঁচা দেন, যাঁদের ‘ইন্ডিয়া’ (INDIA- বিরোধী জোটের নয়া নাম) পছন্দ নন, তাঁরা পাকিস্তানে চলে যেতে পারেন। যে উক্তি গত কয়েক বছর বিভিন্নরকমভাবে ছোট-বড়-মাঝারি বিজেপি নেতাদের বলতে শোনা গিয়েছে।
আগামী বছর লোকসভা ভোটের আগে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ ২৬টি দলের যে বিরোধী জোট তৈরি হয়েছে, সেই জোটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স'। যা সংক্ষেপে করলে দাঁড়াচ্ছে ‘INDIA’ (ইন্ডিয়া)। যে নামের রেশ ধরে মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেসের শীর্ষনেতা পবন খেরা খোঁচা দিয়ে বলেন, 'আমরা কিন্তু বলব না যে যাঁদের INDIA পছন্দ নয়, তাঁরা যেন পাকিস্তানে চলে যান।'
খেরার টুইটের কিছুক্ষণ পরেই অসমের মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘ইন্ডিয়া’ নামের মাধ্যমে আদতে ঔপনিবেশিক ইতিহাস বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আদতে ‘ভারত’-র জন্য লড়াই করেছিলেন পূর্বপুরুষরা। টুইটারে তিনি বলেন, ‘ইন্ডিয়া (India) এবং ভারতকে কেন্দ্র করে আমাদের সভ্যতার দ্বন্দ্ব চলে। ব্রিটিশরা আমাদের দেশের নাম ইন্ডিয়া দিয়েছিলেন এবং কংগ্রেস সেটা গ্রহণ করেছিল। আমাদের অতি অবশ্যই এই ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হতে হবে। আমাদের পূর্বপুরুষরা ভারতের জন্য লড়াই করেছিলেন। আমরা ভারতের জন্য কাজ করে যাব।'