খড়গ্রামের পর নবগ্রাম। কংগ্রেস কর্মীর খুনের পর এবার খুন হলেন তৃণমূল কংগ্রেস কর্মী। আর তাতেই আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তারপর বৃহস্পতিবার রাতেই তেতে উঠল মুর্শিদাবাদের নবগ্রাম। এখানেই খুন হলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত হজবিবিডাঙা গ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে পিটিয়ে এবং গুলি করে খুন করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। আজ, শুক্রবার সকাল থেকে সেখানে চাপা আতঙ্ক দেখা দিয়েছে। সর্বত্র একই চর্চা।
এদিকে নবগ্রামে তৃণমূল কংগ্রেসের এই অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখ (৪২) বেশ জনপ্রিয়। আগামী ৮ জুলাই গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। ইতিমধ্যেই গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। তারপরই রাতে এই নেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কংগ্রেস–সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন মোজাম্মেল শেখ। মনোনয়নের পর এই কাজ করছিলেন তিনি। কিন্তু তখনই তাঁর উপর অতর্কিতে হামলা করা হয়। আর গুলি করা হয়। তখন মোজাম্মেল মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে স্থানীয় সূত্রে খবর।
তারপর ঠিক কী হল? অন্যদিকে তখন তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় মোজাম্মেল শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিনের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মোজাম্মেল শেখ হজবিবিডাঙা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। এই হামলা ঠেকাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের এক প্রার্থী মহুবুল্লা শেখের হাত ভেঙেছে বলে অভিযোগ। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবগ্রাম থানার পুলিশ। তাঁরা ওই দেহ উদ্ধার করে।
পুলিশ কী তথ্য পেয়েছে? এই খুনের ঘটনায় জেলার পুলিশ সুপার সুরিন্দর সিং বলেন, ‘তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখের মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ খতিয়ে দেখছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’ নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বলেন, ‘কংগ্রেস এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছে। নবগ্রামে আগে কোনও রাজনৈতিক খুন দেখা যায়নি।’ নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ এনায়েতুল্লাহ বলেন, ‘অঞ্চল সভাপতি প্রচারে বেরিয়ে ছিলেন। তখন কংগ্রেস–সিপিএমের হার্মাদরা ওঁর উপরে হামলা চালায়। লাঠি–বাঁশ–লোহার রড–গুলি করে খুন করা হয়।’