রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এক ফোঁটাও রক্ত ঝরলে তার দায় নির্বাচন কমিশনের। আমরা ভেবেছিলাম উনি দায়িত্ব পালন করবেন। কিন্তু চারিদিকে কী হচ্ছে? রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যানের পর এই ভাষাতেই তাঁর সমালোচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘ভোটারদের অধিকার সুরক্ষিত করা কার কাজ? এটা নির্বাচন কমিশনের কাজ। তাঁর কাছে পুলিশ ও প্রশাসনের নিয়ন্ত্রণ রয়েছে। প্রত্যেকে তার দায়িত্ব পালন করবে, বাংলা এটাই প্রত্যাশা করে। নির্বাচন কমিশনারকে শুধু নিরপেক্ষ হলে চলবে না, সব কিছু নিরপেক্ষভাবে চলছে কি না তাও তাঁকে দেখতে হবে। তাঁর যে কোনও সন্দেহের উর্ধে থাকা উচিত। নির্বাচনী প্রক্রিয়ায় কারও ১ ফোঁটা রক্ত ঝরলেও তার দায় নির্বাচন কমিশনারের। মানুষ পদক্ষেপ দেখতে চায়’।তিনি বলেন, ‘মন্ত্রিসভার সুপারিশে আমি তাঁকে নিয়োগ করেছিলাম। সবাই ভেবেছিলাম তিনি নিজের দায়িত্ব পালন করবেন। কিন্তু চারিদিকে কী ঘটছে? মানুষের রক্ত এভাবে বইতে দেওয়া যায় না। মানুষ শান্তি চায়। শান্তি প্রতিষ্ঠা করতেই হবে। এটা কোনও প্রতিশ্রুতি নয়, এটা পশ্চিমবঙ্গের যে মানুষকে আমি ভালোবাসি তাদের কাছে একটা দায়বদ্ধতা। তাদের আস্থা আমার ওপরে রয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে যা করতে হয় করব। বাংলার মাটি থেকে হিংসাকে সমূলে উৎপাটন করা উচিত’।তবে রাজ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করা হয়েছে কি না, বা তাঁর জায়গায় কে দায়িত্ব সামলাবেন, সেই সংক্রান্ত কোনও প্রশ্নের জবাব দেননি রাজ্যপাল।