Control Room: রাজভবনে খোলা হল কন্ট্রোল রুম, জানুন নম্বর, পঞ্চায়েত ভোটে হিংসা, অ্যাকশন শুরু রাজ্য়পালের
1 মিনিটে পড়ুন Updated: 17 Jun 2023, 11:59 PM IST- এই ইমেল আইডিতে আপনি মেল করে অভিযোগ জানাতে পারবেন। এখানে মেইল করার পরে তা কমিশনকে জানাবে রাজভবন। এক্ষেত্রে হিংসা সংক্রান্ত অভিযোগও জানানো যাবে। এদিকে সূত্রের খবর, ইতিমধ্য়েই এখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে ইমেল আসতে শুরু করেছে।
অন্যদিকে রাজ্যপাল রবিবার মুর্শিদাবাদ যেতে পারেন বলে সূত্রের খবর। সব মিলিয়ে একেবারে কড়া অবস্থান রাজভবনের। হিংসা রোধ করে মানুষ যাতে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন রাজ্যপাল। আর রাতেই খবর মিলল কন্ট্রোল রুম খোলা হচ্ছে। রাজভবনের সঙ্গে যোগ থাকবে কন্ট্রোল রুমের। সেখান থেকে অভিযোগ কমিশনকে ও রাজ্যকে জানানো হবে।
তবে শুধু মেল করে নয়, ফোন করেও অভিযোগ জানাতে পারবেন। ফোন নম্বরটি হল, 03322001641-এই নম্বরে ফোন করে আপনি অভিযোগ জানাতে পারবেন। ২৪ ঘণ্টা কন্ট্রোল রুমে অভিযোগ জানানো যেতে পারে।