রাত পোহালেই ১০৮ টি পুরসভার ভোট। তার আগে হয়ে উঠল অধিকারী গড় হিসেবে পরিচিত তাম্রলিপ্ত পুরসভা। বিজেপি কর্মীদের মারধর এবং হুমকি দেওয়ার পাশাপাশি দলের ব্যানার,ফ্লেক্স,পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগের কথা অস্বীকার করেছে তৃণমূল। শুক্রবার রাতের অন্ধকারে পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাপাসবেরিয়া গ্রামের মাঝিপাড়া এলাকায় বিজেপির পতাকা,ব্যানার, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, ৫০ থেকে ৬০ জন দুষ্কৃতী এলাকায় ঢুকে গ্রামবাসী এবং বিজেপি কর্মীদের হুমকি দেয়। নির্বাচনী প্রচারের জন্য এলাকায় লাগানো বিজেপির পতাকা এবং ব্যানার-ফেস্টুন ছেঁড়ার পরেই উত্তেজনা ছড়ায়। দুষ্কৃতীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন গ্রামবাসী এবং বিজেপি কর্মীরা। বিজেপি প্রার্থী শবরী চক্রবর্তীর অভিযোগ, ‘গতকাল রাত এগারোটা নাগাদ ৫০ থেকে ৬০ জন বহিরাগত দুষ্কৃতীরা এখানে এসে তাণ্ডব চালায়। তাদের চিৎকার-চেঁচামেচিতে গ্রামবাসীরা বাড়ির বেরিয়ে আসেন। এরপর তারা প্রতিবাদ করতেই হামলা চালায় দুষ্কৃতীরা।’ প্রচুর ফ্লেক্স হোল্ডিং পতাকা ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তাঁর আরও অভিযোগ, ঘটনার দিন দুষ্কৃতীদের স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে দেখা গিয়েছে। এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, ‘ঘটনার খবর পুলিশকে দেওয়া হলেও জানালে পুলিশ কোনও রকমের ব্যবস্থা নেয়নি। উল্টে যে সমস্ত বিজেপি কর্মীরা আহত হয়েছেন তাদেরকে গ্রেফতার করার ভয় দেখিয়েছে পুলিশ।’