Assembly Election Results 2023 Highlights: হিন্দি বলয়ে কংগ্রেসকে ৩-০ গোলে হারাল বিজেপি। আগেরবার যেখানে তিনটি রাজ্যেই সরকার গড়েছিল কংগ্রেস, সেই তিনটি রাজ্যেই বাজিমাত করেছে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে জিতেছে। যা আগামী বছর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের কাছে ‘ডবল’ ধাক্কা। এক তো দল হিসেবে ভোটারদের কাছে প্রাসঙ্গিকতা কমল। আর বিরোধীদের ইন্ডিয়া জোটেও কমবে কংগ্রেসের গুরুত্ব। যদি হিন্দি বলয়ে কংগ্রেস জিতত, তাহলে কংগ্রেসের গুরুত্ব বাড়ত। একমাত্র সান্ত্বনা পুরস্কার হিসেবে তেলাঙ্গানায় ক্ষমতায় এসেছে কংগ্রেস। চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কীভাবে এগোল, তা জানতে দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগ।
মধ্যপ্রদেশের মোট বিধানসভা আসনের সংখ্যা ২৩০। সেখানে প্রকৃত অর্থে 'ক্লিনসুইপ' করেছে বিজেপি। ১৬৩টি আসনে জিতেছে। ৬৬টি জিতেছে কংগ্রেস। একটি আসনে জিতেছে ভারত আদিবাসী পার্টি। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ১০৯টি আসনে জিতেছিল বিজেপি। ১১৪টি আসন পেয়েছিল কংগ্রেস।
বিজেপি ৫৪টি আসনে জিতেছে। ৩৫টি আসনে জিতেছে কংগ্রেস। অন্যান্য দল জিতেছে একটি আসনে। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ছত্তিশগড়ে ক্ষমতায় এসেছে বিজেপি। যে রাজ্যে মোট বিধানসভা আসনের সংখ্যা ৯০। ২০১৮ সালের নির্বাচনে ৬৮টি আসনে জিতেছিল কংগ্রেস। ১৫টি আসনে জিতেছিল বিজেপি।
নরেন্দ্র মোদী বলেন, 'কেউ কেউ তো বলছেন, আজ এই যে হ্যাটট্রিক হল, তা ২০২৪ সালে হ্যাটট্রিকের গ্যারান্টি দিয়ে দিয়েছে।' অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে - বুঝিয়ে দিলেন মোদী। যিনি ২০১৪ সালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন। ২০১৯ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফেরেন। আর এবার হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে আছেন মোদীও।
03 Dec 2023, 07:38 PM IST
Modi Speech LIVE: আজকের জয়ের ঢক্কানিনাদ সারা বিশ্বে ছড়িয়ে যাবে, বললেন মোদী
নরেন্দ্র মোদী: এই জয়ের ঢক্কানিনাদ শুধুমাত্র মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বহুদূরে যাবে। পুরো বিশ্বে ছড়িয়ে যাবে। পুরো বিশ্বের আস্থা অর্জন করতে সাহায্য করবে।
নরেন্দ্র মোদী: আমি দেশের মহিলাদের বলতে চাই যে আপনাদের যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার ১০০ শতাংশ পূরণ হবে। আর মোদী কি গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি।
তনরেন্দ্র মোদীর ভাষণের মধ্যেই শ্রোতাদের মধ্যে থেকে 'আবকি বার , ৪০০ পার' স্লোগান ওঠে। তার জেরে কিছুক্ষণ ভাষণ থামিয়ে রাখেন মোদী। তারপর ফের ভাষণ শুরু করেন। অর্থাৎ ২০২৪ লোকসভা ভোটের ৪০০টি আসন জয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
03 Dec 2023, 07:25 PM IST
Modi Speech LIVE: ‘আজ প্রত্যেক গরিব, বঞ্চিতের মনে হচ্ছে যে এটা তাঁদের জয়’
নরেন্দ্র মোদী: আজ প্রত্যেক গরিব মানুষের মনে হচ্ছে যে তাঁরা নিজেরাই নির্বাচনে জিতেছেন। আজ প্রত্যেক বঞ্চিত মানুষের মনে হচ্ছে যে তাঁরা নিজেরাই নির্বাচনে জিতেছেন। আজ প্রত্যেক কৃষকের মনে হচ্ছে যে তাঁরা নিজেরাই নির্বাচনে জিতেছেন। প্রত্যেক আদিবাসী মানুষের মনে হচ্ছে যে তাঁরা যাঁদের ভোট দিয়েছেন, তাঁদের জয় হয়েছে।
নরেন্দ্র মোদী: দেশকে বিভিন্ন জাতির মধ্যে ভাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি বরাবর বলে এসেছি, আমাদের দেশের চারটি জাতি আছে। সেগুলি হল - আমাদের নারীশক্তি, যুবশক্তি, কৃষক এবং আমাদের গরিব পরিবার। এই চারটি জাতির ক্ষমতায়নের হলেই দেশের ক্ষমতায়ন হবে।
03 Dec 2023, 07:17 PM IST
'ভারতের উন্নতির জন্য রাজ্যেরও উন্নতির প্রয়োজন - এই তত্ত্বের জয় হয়েছে'
নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: ভারতের উন্নতির জন্য রাজ্যেরও উন্নতির প্রয়োজন - সেই মতাদর্শের জয় হয়েছে। সততা, সুশাসনের জয় এসেছে আজ।
‘মোদী গ্যারান্টি’ - আজই লোকসভা ভোটের সুর বাঁধছে বিজেপি? সেটা বোঝা যাবে একটু পরেই। ইতিমধ্যে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে চলে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কী বলেন তিনি, সেদিকে নজর সকলের। তারইমধ্যে স্লোগান উঠেছে, ‘মোদীজি কি গ্যারান্টি হ্যাঁ।’
03 Dec 2023, 07:01 PM IST
ইস্তফা গেহলটের, ১০৪ আসনে জিতে গিয়েছে বিজেপি
ইস্তফা দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল কলরাজ মিশ্রের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন। ইতিমধ্যে বিজেপি ১০৪টি আসনে জিতে গিয়েছে। ১১টি আসনে এগিয়ে আসেন।
03 Dec 2023, 06:32 PM IST
Assembly Election Results 2023 Live Updates: তেলাঙ্গানায় চমক বিজেপির
তেলাঙ্গানার কামারেড্ডি আসন থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্রীয় সমিতির (বিআরএস) প্রার্থী কে চন্দ্রশেখর রাও এবং ভাবী মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী রেভন্থ রেড্ডি কে হারালেন বিজেপি প্রার্থী কাটিপল্লি ভেঙ্কট রামন রেড্ডি - বিস্তারিত পড়ুন এখানে
নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছালেন সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। একটু পরেই আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যবারের মতো এবারই বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
03 Dec 2023, 05:22 PM IST
Assembly Election Results 2023 Live Updates: ‘মতাদর্শের লড়াই চলবে’, ভরাডুবির পরও দমলেন না রাহুল
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, 'মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের জনাদেশ স্বীকার করে নিচ্ছি। মতাদর্শের লড়াই চলছে। তেলাঙ্গানার মানুষের প্রতি কৃতজ্ঞ। আমরা নিশ্চিতভাবে প্রজালু তেলাঙ্গানার প্রতিশ্রুতি পূরণ করব। কঠোর পরিশ্রম ও সমর্থনের জন্য সব কর্মীদের ধন্যবাদ।'
03 Dec 2023, 05:10 PM IST
Assembly Election Results 2023 Live Updates: ‘আপনারা ২০২৪ সালের ভাবছেন, মোদী ২০৪৭-র কথা ভাবছেন’
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, 'আপনারা ২০২৪ সালের কথা বলছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের কথা ভাবছেন। আপনারা রাজনৈতিক জয় দেখছেন। ভারতের গৌরবের কথা ভাবছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।'
03 Dec 2023, 04:55 PM IST
Assembly Election Results 2023 Live Updates: যত না বেশি বিজেপির সাফল্য, তার থেকে বেশি কংগ্রেসের ব্যর্থতা, তোপ কুণালের
চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের মধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘তিন রাজ্যে এটা যত না বিজেপির সাফল্য, তার চেয়ে বেশি কংগ্রেসের ব্যর্থতা। ভিন রাজ্যে জিততেও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলি নকল করেছে অন্য দল। লোকসভা ভোটে এর প্রভাব পড়বে না। মিলিত INDIA জোটের প্রভাব থাকবে। দেশে বিজেপিকে হারানোর লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার দল হল তৃণমূল কংগ্রেস।’
03 Dec 2023, 04:39 PM IST
Assembly Election Results 2023 Live Updates: ভারতবাসী বোঝালেন যে উন্নয়নের রাজনীতিতে আস্থা আছে- মোদী
হিন্দি বলয় জয় নিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, 'জনতাকে স্যালুট জানাচ্ছি। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের নির্বাচনের ফলাফল বুঝিয়ে দিল যে শুধুমাত্র সুশাসন এবং বিকাশের রাজনীতির উপর আস্থা আছে ভারতের মানুষের। বিজেপির উপর তাঁদের ভরসা আছে।'
রাজস্থান বিধানসভা নির্বাচন: তিজোরা আসন থেকে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী যোগী বালকনাথ। তাঁকে দ্বিতীয় যোগী আদিত্যনাথ বলা হচ্ছে। তাঁকেই মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে জল্পনা চলছে। তারইমধ্যে তিনি বলেন, 'এই জয়টা দলের কর্মী এবং তিজোরা মানুষের। তাঁদের সেবা করার সুযোগ পেয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যাবতীয় সিদ্ধান্ত হবে।'
হিন্দি বলয়ের তিন রাজ্যের ভোটের ফলাফলে কি দুমড়ে গেল কংগ্রেসের আত্মবিশ্বাস? তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। কারণ তিনটি রাজ্যে যে জয়ের দিকে এগিয়ে গিয়েছে বিজেপি, সেটা প্রতিকূলকতার মধ্যে দিয়ে। বিজেপির অন্দরেই অনেকেই ২-১ ফলাফল হলে স্বস্তি পেতেন। সেখান থেকে ৩-০ করেছে বিজেপি। আর তাতে ডুবে গিয়েছে কংগ্রেস।
03 Dec 2023, 04:05 PM IST
Assembly Election Results 2023 Live Updates: কামারেড্ডিতে বড় চমক দেবে BJP?
তেলাঙ্গানা বিধানসভা নির্বাচন: কামারেড্ডি আসন থেকে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী কাটিপল্লি ভেঙ্কট রামন রেড্ডি। ত্রয়োদশ রাউন্ডের ছেড়ে ৬২৫ ভোটে এগিয়ে আছেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন কংগ্রেসের রেভন্থ রেড্ডি। যে রেভন্থকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে। আর তৃতীয় স্থানে আছে কেন্দ্র চন্দ্রশেখর রাও।
03 Dec 2023, 03:19 PM IST
Assembly Election Results 2023 Live Updates: রাজস্থানে কে মুখ্যমন্ত্রী? মুখে কুলুপ বসুন্ধরার
রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন? তা নিয়ে মুখ খুলতে চাইলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা সিং রাজে। যদিও সংশ্লিষ্ট মহলের মতে, তিনি যাতে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন, সেজন্য ভোটের আগেই প্রস্তুতি সেরে রেখেছেন বসুন্ধরা। তবে পুরোটাই নির্ভর করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপর।
03 Dec 2023, 03:02 PM IST
Election Results LIVE: টিমটিম করছে হিমাচলে, তাছাড়া উত্তর ভারতে পুরো সাফ কংগ্রেস
আজকের তিনটি রাজ্যে হারের ফলে উত্তর ভারত থেকে কার্যত মুছে গেল কংগ্রেস। শুধুমাত্র হিমাচল প্রদেশে টিকে রইল। বাকি সব রাজ্যে একেবারে সাফ হয়ে গেল। পূর্ব ভারতের ঝাড়খণ্ড ও বিহারে জোট সরকারে আছে। তাছাড়া কংগ্রেসের অস্তিত্ব স্রেফ দক্ষিণ ভারতে সীমিত হয়ে গেল।
03 Dec 2023, 02:49 PM IST
Assembly Election Results 2023 Live Updates: হেভিওয়েটদের কী হাল?
চার রাজ্যের বিধানসভা ভোটের গণনা চলছে। ইতিমধ্যে ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছে যে কে জিতছে, কে হারছে। যে নির্বাচনে একাধিক হেভিওয়েট প্রার্থী আছেন। তাঁদের কী অবস্থা, তা দেখে নিন - ক্লিক করুন এখানে
03 Dec 2023, 02:29 PM IST
Assembly Election Results 2023 Live Updates: সনাতন ধর্মের বিরোধিতা করার অভিশাপ এটা’, বললেন কংগ্রেস নেতা
কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম বলেছেন, ‘সনাতন ধর্মের বিরোধিতা করায় দল ডুবে গিয়েছে। এই দেশ কখনও জাতপাত-ভিত্তিক রাজনীতি গ্রহণ করেনি। সনাতন ধর্মের বিরোধিতা করার অভিশাপ এটা।’
03 Dec 2023, 02:06 PM IST
Assembly Election Results 2023 Live Updates: হিন্দি বলয়ে বিজেপির ফল কী বলছেন বাংলার নেতারা?
হিন্দি বলয়ের তিন রাজ্যে বিজেপি জেতার পরে কী বলছেন বঙ্গ বিজেপি নেতারা? ১) বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত ভট্টাচার্য কী বলছেন? ক্লিক করে পড়ে নিন এখানে। ২) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনো শুভেন্দু অধিকারী কী বললেন? ক্লিক করে পড়ে নিন এখানে।
রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রায় কি জুড়বে হিন্দি বলয়? সেই প্রশ্নের উত্তর খুঁজছিল রাজনৈতিক মহল। আর সেই উত্তরটা প্রবলভাবে নেতিবাচক হল। হিন্দি বলয়ের তিনটি রাজ্যে (মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়) নিশ্চিত হয়ে গিয়েছে কংগ্রেসের হার। তার মধ্যে ছত্তিশগড় এবং রাজস্থানে ক্ষমতায় ছিল কংগ্রেস। আর মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য ছিল যে ‘Congress election to lose’। অর্থাৎ কংগ্রেসের জয় পাওয়ার কাজটা সহজ ছিল। কিন্তু সেটা তো হল না। উলটে মধ্যপ্রদেশে স্রেফ উড়ে গেল কংগ্রেস।
হিন্দি বলয়ের তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পরে বিরোধীদের কঙ্কালসার চেহারাটা স্পষ্ট হয়ে গেল। সেই পরিস্থিতিতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কি ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নেবে বিজেপি? কারণ বাড়তি হিসেবে মোদী ফ্যাক্টরও যোগ হবে। রাজনৈতিক মহলের মতে, সেটা এখনও বলার সময় আসেনি যে এনডিএ জোট ৪০০ ছুঁয়ে ফেলবে কিনা। তবে বিজেপি যে সেই লক্ষ্যমাত্রা নেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
রাজস্থানে আপাতত ১০৭টি আসনে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে আছে ৭৭টি আসনে। বিএসপি এগিয়ে আছে একটি আসনে। ১৪টি আসনে এগিয়ে আছে অন্যান্যরা। অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে এগিয়ে আছে বিজেপি। ২০০ আসন বিশিষ্ট রাজস্থানের ম্যাজিক ফিগার হল ১০১। এবার ১৯৯টি আসনে ভোটহেয়েছে।
মধ্যপ্রদেশে ১৬২টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস এগিয়ে আছে ৬৬টি আসনে। ২০১৮ সালের নির্বাচনে ১০৯টি আসনে জিতেছিল বিজেপি। ১১৪টি আসন পেয়েছিল কংগ্রেস।
03 Dec 2023, 12:41 PM IST
Assembly Election Results 2023 LIVE: সাহসী মুখ ফ্যাকাশে হচ্ছে কংগ্রেসের
মধ্যপ্রদেশ এবং রাজস্থানে হার স্বীকার করলেও ছত্তিশগড় নিয়ে সাহসী মুখ তুলে ধরছিলেন কংগ্রেস নেতারা। কিন্তু যত সময় যাচ্ছে, তত ফ্যাকাশে হয়ে যাচ্ছেন তাঁরা। কারণ ইতিমধ্যে ৫৭টি আসনে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে আছে ৩১টি আসনে।
03 Dec 2023, 12:25 PM IST
Assembly Election Results 2023 LIVE: সিন্ধিয়া ম্যাজিকে মধ্যপ্রদেশে লাভ BJP-র, হিন্দি বলয় হল গেরুয়া
মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ম্যাজিক দেখা গেল। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে যে অঞ্চলে বিজেপির আসন সংখ্যা বেড়েছে, তার অনেকটা কৃতিত্ব প্রাপ্য সিন্ধিয়ার। চম্বরে ১৯টি আসন বেড়েছে বিজেপির। মালওয়ায় বেড়েছে ১৭টি আসন।
২০১৮ সালে করা কংগ্রেসের দুই 'ভুলের' জন্যই কি ২০২৩ সালে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে হারল কংগ্রেস? এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং রাজস্থানে সচিন পাইলটদের মতো তরুণ মুখকে মুখ্যমন্ত্রী করেনি কংগ্রেস। তার জেরে দল ছেড়েছিলেন জ্যোতিরাদিত্য। সচিন দল না ছাড়লেও অশোক গেহলটের সঙ্গে একটা সংঘাত থেকেই গিয়েছে। কংগ্রেস যদি বিজেপির মতো নয়া মুখের উপর আস্থা রাখত, তাহলে এতটা খারাপ ফল হত না। বিশেষত মধ্যপ্রদেশের ক্ষেত্রে সেটা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মত সংশ্লিষ্ট মহলের।
রাজস্থানে ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে বিজেপি। আপাতত ১০৭টি আসনে এগিয়ে আছে। আর ৭৫টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। বিএসপি এগিয়ে আছে দুটি আসনে। অন্যান্যরা এগিয়ে আছে ১৫টি আসনে। সেই পরিস্থিতিতে কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে ইতিমধ্যে টানাপোড়েন শুরু হয়েছেন। মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে আছেন 'মহারানি' বসুন্ধরা রাজে। রাজ পরিবারের মেয়ে হিসেব তাঁর বাড়তি প্রভাব তো আছেই। আবার দৌড়ে আছেন রাজপুত নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত। যিনি কেন্দ্রীয় মন্ত্রী তো বটেই। আবার আরএসএসের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। আবার তফসিলি জাতিভুক্ত মানুষদের মধ্যে প্রভাবের জন্য অর্জুন রাম মেঘওয়ালও দৌড়ে আছেন। দৌড়ে আছেন সিপি জোশী, বাবা বালকনাথ। যে বাবা বালকনাথকে দ্বিতীয় যোগী আদিত্যনাথ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
হিন্দি বলয়ে কংগ্রেসকে ৩-০ গোলে হারাতে চলেছে বিজেপি। আগেরবার যেখানে তিনটি রাজ্যেই সরকার গড়েছিল কংগ্রেস, সেই তিনটি রাজ্যেই বাজিমাত করছে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে এগিয়ে আছে। যা আগামী বছর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের কাছে ‘ডবল’ ধাক্কা। দল হিসেবে ভোটারদের কাছে প্রাসঙ্গিকতা কমল। আর বিরোধীদের ইন্ডিয়া জোটেও কমবে কংগ্রেসের গুরুত্ব। যদি হিন্দি বলয়ে কংগ্রেস জিতত, তাহলে কংগ্রেসের গুরুত্ব বাড়ত। একমাত্র সান্ত্বনা পুরস্কার হিসেবে তেলাঙ্গানায় ক্ষমতায় আসতে পারে কংগ্রেস
তেলাঙ্গানায় ম্যাজিক ফিগার (৬০) পার করে গিয়েছে কংগ্রেস। আপাতত কংগ্রেসের আসন সংখ্যা হল ৬২। কিন্তু তাতে কংগ্রেসের দুশ্চিন্তা কাটবে না। কারণ ভারত রাষ্ট্রীয় সমিতি ৪৩টি আসনে এগিয়ে আছে। বিজেপি জোট এগিয়ে আছে আটটি আসনে। অন্যান্যদের দখলে আছে ছ'টি আসনে। সেই পরিস্থিতিতে বিরোধী দলগুলি জোট করলে চাপে পড়তে পারে কংগ্রেস (সেটা যদিও কঠিন কাজ)। তাও কংগ্রেস ৭০-তে শেষ করতে চাইবে।
পশ্চিমবঙ্গে বামেদের হাল শোচনীয়। তারইমধ্যে রাজস্থান এবং ছত্তিশগড় বিধানসভা নির্বাচন মিলিয়ে বামেরা তিনটি আসেন এগিয়ে আছে। কোন কোন আসনে কে এগিয়ে আছেন, তা দেখে নিন - ক্লিক করুন এখানে
দুটি রাজ্যের বিধানসভা দখলের দিকে অনেকটা এগিয়ে গেল বিজেপি। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে অনেকটা এগিয়ে বিজেপি। কংগ্রেসের পক্ষে বিজেপিকে ধরা কার্যত অসম্ভব। অন্যদিকে, তেলাঙ্গানায় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। তবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ছত্তিশগড়ে। সেখানে কার্যত টি-টোয়েন্টি চলছে।
মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে মধ্যপ্রদেশে - মোটামুটি স্পষ্ট হয়ে গেল গণনার প্রথম ১০৫ মিনিটেই। আপাতত ১৫০টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস ৭৮টি আসনে এগিয়ে আছে। অন্যান্যরা দুটি আসনে এগিয়ে আছে। এবার বিজেপির কাছে বড় চ্যালেঞ্জের ছিল মধ্যপ্রদেশ। কারণ প্রবল প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া কাজ করছিল। তা সত্ত্বেও দক্ষ নেতৃত্ব ও নির্বাচনী কৌশলে বাজিমাত করার পথে বিজেপি।
ছত্তিশগড়ে কংগ্রেসকে তাড়া করছে বিজেপি। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, আপাতত ৪৭টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। ৪১টি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যান্যরা একটি আসনে এগিয়ে আছে। অর্থাৎ ম্যাজিক ফিগার পার করে গিয়েছে কংগ্রেস (৪৬)। কিন্তু একচুল এদিক-ওদিক হলেই চাপে পড়ে যাবে কংগ্রেস।
03 Dec 2023, 09:26 AM IST
Assembly Election Results 2023 LIVE: ৩ রাজ্যে স্পষ্ট হচ্ছে ট্রেন্ড, ছত্তিশগড়ে কংগ্রেসকে তাড়া BJP-র
২-২ – প্রাথমিক ট্রেন্ড সেটাই হল একঝলকে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ক্রমশ লিড বাড়াচ্ছে বিজেপি। রাজস্থান হাতছাড়া হচ্ছে কংগ্রেসের। সেই ক্ষতে প্রলেপ লাগাতে পারে তেলাঙ্গানা। সেখানে ভারত রাষ্ট্রীয় সমিতির (বিআরএস) থেকে অনেকটা এগিয়ে আছে। একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে। তবে ছত্তিশগড়ে কংগ্রেসকে প্রবল চাপে ফেলে দিয়েছে বিজেপি। মাসখানেক আগেও যেখানে রাজনৈতিক মহলের ধারণা ছিল যে 'ক্লিয়ার সুইপ' হবে কংগ্রেসের, সেখানে কড়া টক্কর দিচ্ছে বিজেপি।
03 Dec 2023, 09:17 AM IST
Assembly Election Results 2023 Live Updates: প্রাথমিক ট্রেন্ডে তেলাঙ্গানায় ম্যাজিক ফিগার পার কংগ্রেসের
প্রাথমিক ট্রেন্ডে তেলাঙ্গানায় ম্যাজিক ফিগার পার করল কংগ্রেস। ৬২টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। ৩৬টি আসনে এগিয়ে আছে ভারত রাষ্ট্রীয় সমিতি (বিআরএস)। পাঁচটি আসনে এগিয়ে আছে বিজেপি জোট। অন্যান্য এগিয়ে আছে ছ'টি আসনে।
03 Dec 2023, 09:11 AM IST
Assembly Election Results 2023 Live Updates: প্রাথমিক ট্রেন্ডে মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার পার বিজেপির
প্রাথমিক ট্রেন্ডে মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল বিজেপি। একেবারেই প্রাথমিক ট্রেন্ড সেটা অবশ্য। আপাতত ১২৪টি আসনে এগিয়ে আছে বিজেপি। ৯৪টি আসনে এগিয়ে কংগ্রেস। একটি আসনে এগিয়ে অন্যান্যরা।
03 Dec 2023, 09:03 AM IST
Assembly Election Results 2023 Live Updates: ২ আসনেই পিছিয়ে KCR
নিজের দুটি আসন থেকেই পিছিয়ে পড়লেন তেলাঙ্গানার বিদায়ী মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্রীয় সমিতির (বিআরএস) প্রার্থী কে চন্দ্রশেখর রাও।
03 Dec 2023, 08:54 AM IST
Election Results LIVE: মধ্যপ্রদেশ ও রাজস্থান বিধানসভা নির্বাচনে সেঞ্চুরি BJP-র
মধ্যপ্রদেশ ও রাজস্থানে সেঞ্চুরি বিজেপির। প্রাথমিক ট্রেন্ডে মধ্যপ্রদেশে ১০১টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে আছে ৭৫টি আসনে। আর রাজস্থানে বিজেপি ১০০টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস এগিয়ে আছে ৭৪টি আসনে। তিনটি আসনে এগিয়ে অন্যান্যরা।
03 Dec 2023, 08:45 AM IST
Assembly Election Results 2023 Live Updates: ছত্তিশগড়ে লিড ধরে রেখেছে কংগ্রেস
ছত্তিশগড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রাথমিক ট্রেন্ডে কংগ্রেস ৩৯টি আসনে এগিয়ে আছে। আর বিজেপি এগিয়ে আছে ২৮টি আসনে।
রাজস্থানে এগিয়ে আছে বিজেপি। তবে কংগ্রেসও তাড়া করছে। রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, আপাতত ৫৯টি আসনে এগিয়ে আছে বিজেপি। ৪৮টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। দুটি আসনে এগিয়ে আছে অন্যান্যরা।
03 Dec 2023, 08:30 AM IST
Assembly Election Results 2023 Live Updates: তেলাঙ্গানায় বড় ফ্যাক্টর হতে পারে অন্যান্য, ইঙ্গিত প্রাথমিক ট্রেন্ডে
প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, তেলাঙ্গানায় বড় ফ্যাক্টর হতে চলেছে অন্যান্য। আপাতত ২৭টি আসনে এগিয়ে আসছে কংগ্রেস। ভারত রাষ্ট্রীয় সমিতি (বিআরএস) এগিয়ে আছে ২০টি আসনে। বিজেপি জোট এগিয়ে আছে দুটি আসনে। অন্যান্য ছ'টি আসনে এগিয়ে আছে।
03 Dec 2023, 08:25 AM IST
Assembly Election Results 2023 Live Updates: মধ্যপ্রদেশে লিড বাড়াচ্ছে বিজেপি
মধ্যপ্রদেশে ক্রমশ লিড বাড়াচ্ছে বিজেপয। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ৬৫টি আসনে এগিয়ে আছে গেরুয়া শিবির। ৩৭টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। যে রাজ্যে মোট আসনের সংখ্যা ২৩০। ম্যাজিক ফিগার ১১৬।
03 Dec 2023, 08:20 AM IST
Assembly Election Results 2023 Live Updates: ৪ রাজ্যেই ক্ষমতায় আসবে কংগ্রেস, আত্মবিশ্বাসী খেরা
ভোটের গণনার মধ্যেই কংগ্রেস নেতা পবন খেরা বলেন, 'আমরা যা আশা করছি, সেটার থেকেও ভালো ফলাফল হবে। রাজস্থান এবং ছত্তিশগড়ে আমরা ক্ষমতা ধরে রাখছি। মধ্যপ্রদেশে ক্ষমতা ফের দখল করব আমরা। তেলাঙ্গানায় ক্ষমতা দখল করব।'
03 Dec 2023, 08:16 AM IST
Assembly Election Results 2023 Live Updates: ছত্তিশগড়ে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে কংগ্রেস
প্রাথমিক ট্রেন্ডে ছত্তিশগড়ে এগিয়ে আছে কংগ্রেস। ১৯টি আসনে এগিয়ে আছে ভূপেশ বাঘেলের দল। ১২টি আসনে এগিয়ে আছে বিজেপি। আপাতত পোস্টাল ব্যালটের গণনা চলছে।
03 Dec 2023, 08:14 AM IST
Assembly Election Results 2023 Live Updates: রাজস্থানে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি
রাজস্থানের প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ১৭টি আসনে এগিয়ে আছে বিজেপি। ১২টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। একটি আসনে এগিয়ে আছে অন্যান্য দল।
03 Dec 2023, 08:12 AM IST
Assembly Election Results 2023 Live Updates: মধ্যপ্রদেশে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি
মধ্যপ্রদেশের প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে আছে বিজেপি। ২০টি আসনে এগিয়ে আছে গেরুয়া শিবির। ১৫টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। আপাতত পোস্টাল ব্যালটের গণনা চলছে সেখানে।
03 Dec 2023, 08:10 AM IST
Assembly Election Results 2023 Live Updates: তেলাঙ্গানায় প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে কংগ্রেস
প্রাথমিক ট্রেন্ডে তেলাঙ্গানায় সামান্য এগিয়ে থাকল কংগ্রেস। আপাতত ১৭টি আসনে এগিয়ে আছে হাত শিবির। ১১টি আসনে এগিয়ে আছে শাসক দল ভারত রাষ্ট্রীয় সমিতি (বিআরএস)। অভিনেতা পবন কল্যাণের জনসেনা এবং বিজেপি জোট একটি আসনে এগিয়ে আছে।
03 Dec 2023, 08:08 AM IST
Assembly Election Results 2023 Live Updates: ৪ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল দেখুন লাইভ
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট - ক্লিক করুন এখানে
রাজস্থানের বিধানসভা নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট - ক্লিক করুন এখানে
তেলাঙ্গানার বিধানসভা নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট - ক্লিক করুন এখানে
ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট - ক্লিক করুন এখানে
03 Dec 2023, 08:00 AM IST
Assembly Election Results 2023 Live Updates: শুরু হল ৪ রাজ্যের গণনা, কে বাজিমাত করবে?
শুরু হল চার রাজ্যের (মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলাঙ্গানা এবং ছত্তিশগড়) বিধানসভা ভোটের গণনা। প্রাথমিকভাবে পোস্টাল ব্যালট গণনা হবে। তারপর ইভিএম মেশিন খোলা হবে। যে ইভিএমে চার রাজ্যের ভোটভাগ্য নির্ভর করবে। কে শেষপর্যন্ত বাজিমাত করবে, তা দেখতে নজর রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায় – ক্লিক করুন এখানে
03 Dec 2023, 07:52 AM IST
Assembly Election Results 2023 Live Updates: ৪ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল, কী বলছেন বিশেষজ্ঞ?
রাজনৈতিক বিশেষজ্ঞ জয়রাম শুক্লার মতে, বিভিন্ন এক্সিট পোলে যে বিভিন্নরকম পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে স্রেফ দুই শ্রেণির মানুষের মধ্যে লড়াইয়ে টেনশন বেড়েছে। তিনি বলেন, 'প্রথম শ্রেণির মানুষ হলেন তাঁরা, যাঁরা আরও বেশি কিছুর আকাঙ্খায় থাকেন। আর দ্বিতীয় শ্রেণির মানুষ তাঁরা, যাঁরা হলেন উপভোক্তা। প্রথম গোষ্ঠীতে এমন অনেকে থাকেন, যাঁদের কাজ কাজ থাকে না, পুরনো পেনশন প্রকল্প চান, আর সম্ভবত ক্ষমতায় গতানুগতিকতায় তাঁরা কিছুটা হতাশ হয়ে পড়েছেন। আর দ্বিতীয় শ্রেণির মানুষ হলেন, যাঁরা বিদায়ী সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেয়েছেন। তিনি মহিলা বা কৃষক হতে পারেন। কারা শেষপর্যন্ত বাজিমাত করেন, সেটা দেখতে হবে।'
03 Dec 2023, 07:41 AM IST
Assembly Election Results 2023 Live Updates: কীভাবে গণনা হবে?
চারটি রাজ্যেই (মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলাঙ্গানা এবং ছত্তিশগড়) প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হবে। তারপর খোলা হবে ইভিএম। অর্থাৎ যা পরিস্থিতি, তাতে প্রাথমিক ট্রেন্ড আসতে সকাল ৯টা বেজে যাবে। আরও কিছুটা ট্রেন্ড স্পষ্ট হবে সকাল ১১টা নাগাদ।
03 Dec 2023, 07:34 AM IST
Assembly Election Results 2023 Live Updates: মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে কংগ্রেস, আত্মবিশ্বাসী কমল নাথ
মধ্যপ্রদেশে জিতবে কংগ্রেস। আত্মবিশ্বাসী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ। তিনি বলেন, ‘বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মধ্যপ্রদেশে জিতব আমরা। মধ্যপ্রদেশের ভোটারদের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে।’ উল্লেখ্য, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছাড়ার পরে তাঁর সরকার পড়ে গিয়েছিল।
ছত্তিশগড়ে সরকার গঠন করবে বিজেপি, আত্ববিশ্বাসী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রমন সিং। তিনি বলেন, 'রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি। আমরা রাজ্যে ৪২-৫৫টি আসনে জিতব।'
03 Dec 2023, 07:17 AM IST
Assembly Election Results 2023 Live Updates: মিজোরামে গণনা হবে সোমবার
রবিবার মিজোরাম বিধানসভা নির্বাচনের গণনা হওয়ারও কথা ছিল। কিন্তু খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্যে রবিবারের বিশেষ মাহাত্ম্য আছে। তাই একেবারে শেষমুহূর্তে গণনার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামিকাল (সোমবার, ৪ ডিসেম্বর) সেখানে গণনা হবে।
03 Dec 2023, 07:10 AM IST
Assembly Election Results 2023 Live Updates: তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনের হাল-হকিকত
তেলাঙ্গানায় মোট বিধানসভা আসনের সংখ্যা হল ১১৯। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৬০। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে তেলাঙ্গানায় ৮৮টি আসনে জিতে ক্ষমতায় আসে কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্রীয় সমিতির (বিআরএস)। মাত্র ১৯টি আসনে জিতেছিল কংগ্রেস। তবে এবার বুথফেরত সমীক্ষার আভাস অনুযায়ী, কেসিআর গদিচ্যুত হতে পারেন।
03 Dec 2023, 07:04 AM IST
Assembly Election Results 2023 Live Updates: ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের হাল-হকিকত
ছত্তিশগড়ে মোট বিধানসভা আসনের সংখ্যা ৯০। অর্থাৎ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৪৬টি আসনে জিততে হবে। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে ক্ষমতা এসেছিল কংগ্রেস। কংগ্রেস ৬৮টি আসনে জিতেছিল। ১৮টি আসন গিয়েছিল বিজেপির ঝুলিতে। ২০১৮ সালে হিন্দি বলয়ের যে তিনটি রাজ্যে (মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়) জিতেছিল কংগ্রেস, সেটার মধ্যে সবথেকে বড় জয় এসেছিল ছত্তিশগড়েই।
03 Dec 2023, 06:59 AM IST
Assembly Election Results 2023 Live Updates: রাজস্থান বিধানসভা নির্বাচনের হাল-হকিকত
রাজস্থানে মোট বিধানসভা আসনের সংখ্যা ২০০। তবে এবার ১৯৯টি আসনে ভোট হয়েছে। কারণ শ্রীগঙ্গানগরের কর্ণপুর আসনের কংগ্রেসের প্রার্থী গুরমিত সিং কুন্নারের মৃত্যু হওয়ায় সেই আসনে ভোটদান স্থগিত ছিল। ২০১৮ সালে রাজস্থান বিধানসভা নির্বাচনে ১০০টি আসনে জিতেছিল কংগ্রেস। ৭৩টি আসনে জিতেছিল বিজেপি। ছ'টি আসন পেয়েছিল বিএসপি। অন্যান্যদের ঝুলিতে ২০টি আসন গিয়েছিল।
03 Dec 2023, 06:50 AM IST
Assembly Election Results 2023 Live Updates: মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের হাল-হকিকত
মধ্যপ্রদেশে ভোট বিধানসভা আসনের সংখ্যা ২৩০। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ১১৬। যে দল ১১৬টি আসন পাবে, সেই দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। তবে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২০১৮ সালে ১১৪টি আসন জিতেছিল কংগ্রেস। ১০৯টি আসনে জিতেছিল বিজেপি। তারপর চরম নাটকীয়তার সাক্ষী ছিল মধ্যপ্রদেশ। শেষপর্যন্ত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছাড়ার পর কমল নাথের সরকার পড়ে যায়। সরকার গঠন করে বিজেপি। মুখ্যমন্ত্রিত্ব সামলাচ্ছেন শিবরাজ সিং চৌহান।
03 Dec 2023, 06:44 AM IST
Assembly Election Results 2023 Live Updates: কংগ্রেসই ফিরবে রাজস্থানে, আত্মবিশ্বাসী প্রদেশ কংগ্রেস সভাপতি
একাধিক এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী, রাজস্থানে এবার ক্ষমতা হারাতে পারে কংগ্রেস। যদিও গণনার আগে আত্মবিশ্বাসী প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারা বলেন। তিনি বলেন, ‘কংগ্রেস প্রার্থীদের প্রতি সম্পূর্ণ আস্থা এবং সমর্থন দেখিয়েছেন রাজস্থানের ভোটাররা। কারণ (গত পাঁচ বছরে) ভালোভাবে সরকার চালিয়েছে কংগ্রেস। কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং শেষ পাঁচ বছরে কংগ্রেস যে কাজ করেছে, তাতে মানুষ চান যে আবারও কংগ্রেস সরকার গঠন করুক। আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব।’
03 Dec 2023, 06:41 AM IST
Assembly Election Results 2023 Live Updates: বুথফেরত সমীক্ষার আভাস
এক্সিট পোলের আভাস অনুযায়ী, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। আবার ছত্তিশগড় এবং তেলাঙ্গানা আবার ‘অ্যাডভান্টেজ’ কংগ্রেস। তবে ২০২৪ সালের লোকসভা ভোটের উপর প্রত্যক্ষভাবে কি এই ফলাফলের কোনও প্রভাব পড়বে? কারণ ২০১৯ সালে ওই চারটি রাজ্যের কোনও একটিতেও জেতেনি বিজেপি। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কোনও প্রভাব পড়েনি। গেরুয়া ঝড় উঠেছিল।
03 Dec 2023, 06:39 AM IST
Assembly Election Results 2023 Live Updates: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি, আত্মবিশ্বাসী মধ্যপ্রদেশের মন্ত্রী
ভোটগণনা শুরুর আগে মধ্যপ্রদেশের মেডিক্যাল শিক্ষা মন্ত্রী বিশ্বাস সরং বলেন, 'ভগবানের আশীর্বাদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা ক্ষমতায় আসব। বিজেপি ১৫০-র বেশি আসন পাবে এবং সরকার গঠন করবে।'
03 Dec 2023, 06:38 AM IST
Assembly Election Results 2023 Live Updates: ৮টা থেকে শুরু ভোট গণনা
আজ সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা। আজ হিন্দি বলয়ের তিনটি রাজ্য এবং দক্ষিণের একটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে। এই আবহে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে আজকের এই ‘সেমিফাইনাল’-এর ফলাফল বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।