Left in Assembly Election Results 2023: রবিতেও লাল আবির উড়ল না! বাংলার মতোই ‘জিরো’ ৩ রাজ্যে, ১টা আসন দিল তেলাঙ্গানা
Updated: 03 Dec 2023, 10:58 PM IST Ayan Das 03 Dec 2023 Rajasthan Assembly Election Results 2023, Assembly Election Results 2023, CPIM, রাজস্থান বিধানসভা নির্বাচনের ফলাফল, সিপিআইএম, বিধানসভা নির্বাচনের ফলাফল, Chattisgarh Assembly Election Results 2023, Telangana Assembly Election Results 2023CPIM in Assembly Election Results 2023: পশ্চিমবঙ্গে শূন্যে ঠেকেছে বামেরা। তবে রাজস্থান বিধানসভা নির্বাচনে দুটি আসনে এগিয়ে ছিল। ছত্তিশগড় এবং তেলাঙ্গানায় একটি করে আসনে এগিয়ে ছিল বামেরা। শেষপর্যন্ত তেলাঙ্গানা ছাড়া কোনও রাজ্যে আসন পায়নি। চারটি রাজ্যে বিধানসভা ভোটে কেমন ফল হল বামেদের, তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি