দক্ষিণ আফ্রিকা ও ভারত ইতিমধ্যেই ১০ পয়েন্টে পৌঁছে গিয়েছে। আর যাই হোক পাকিস্তানের পক্ষে এই দু'টি দলকে টপকানো কোনওভাবেই সম্ভব নয়। কেননা ৬ ম্যাচে পাকিস্তান সংগ্রহ করেছে ৪ পয়েন্ট। তারা নিজেদের শেষে ৩টি ম্যাচ জিতলেও ১০ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারবে না।
তবে বাবররা যদি নিজেদের শেষ তিনটি ম্যাচে যথাক্রমে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়েও দেয়, তাহলেও কি পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে? উত্তর হলো, হ্যাঁ, সেই সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য অন্য দলের হার-জিতের উপরে বিস্তর নির্ভর করতে হবে পাকিস্তানকে। দেখে নেওয়া যাক কোন সমীকরণে পাকিস্তান বিশ্বকাপ ২০২৩-এর শেষ চারের টিকিট হাতে পেতে পারে।
১. লড়াইয়ে টিকে থাকতে হলে পাকিস্তানের সামনে প্রথম এবং প্রধান শর্ত হলো, নিজেদের শেষ ৩টি ম্যাচ জিতে ১০ পয়েন্টে পৌঁছে যাওয়া।
২. নেট রান-রেট ভালো হওয়ায় নিউজিল্যান্ড সম্ভবত আর ১টি ম্যাচ জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে। তবে কিউয়িরা নিজেদের শেষ তিনটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ, পাকিস্তানকে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে নিউজিল্যান্ডকে তাদের শেষ ৩টি ম্যাচে হারতে হবে। সেক্ষেত্রে কিউয়িরা আটকে যাবে ৮ পয়েন্টে।
৩. ভারতকে তাদের সব ম্যাচ জিততে হবে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার পয়েন্ট দাঁড়াবে ১৮।
৪. ভারতের কাছে হার ছাড়া দক্ষিণ আফ্রিকাকে তাদের অপর ২টি ম্যাচে জয় তুলে নিতে হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট দাঁড়াবে ১৪।
৫. অস্ট্রেলিয়াকে তাদের শেষ ৩টি ম্যাচ জিততে হবে ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে। সেক্ষেত্রে অজিদের পয়েন্ট দাঁড়াবে ১৪।
৬. শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে জিততে হবে এবং ভারত ও আফগানিস্তানের কাছে হারতে হবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়াবে ৮।
৭. আফগানিস্তানকে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিততে হবে এবং হারতে হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে। সেক্ষেত্রে আফগানিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৮।
এতগুলি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা। সেক্ষেত্রে ভারত ১৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ১৪ পয়েন্ট করে সংগ্রহ করে শেষ চারের টিকিট হাতে পাবে। পাকিস্তান ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের যোগ্যতা অজন করবে। ৮ পয়েন্টে আটকে গিয়ে ছিটকে যাবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।