দেখতে দেখতে বিশ্বকাপ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। রবিবার আমদাবাদে মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর গড়ে পৌঁছে গিয়েছে দুই দলের ক্রিকেটাররা এবং নেটে লম্বা সময় ধরে ঘাম ঝরাতে শুরু করে দিয়েছে দুই শিবির। তবে এই বিশ্বকাপে হাতে গোনা কয়েকটি ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে। তবে ক্রিকেটপ্রেমীরা কোনভাবেই চাইবে না রবিবার সমস্ত পরিকল্পনা ভেস্তে দিক বৃষ্টি। একদিকে ভারতীয় সমর্থকরা চাইছেন ২০ বছর আগের বদলা নিক টিম ইন্ডিয়া। অন্যদিকে অজি সমর্থকদের প্রার্থনা একদিনে ক্রিকেটে যেন দাপট অব্যাহত থাকে। সব মিলিয়ে আবহাওয়া নিয়ে চিন্তায় দুই দেশের সমর্থকেরা।ফাইনাল ম্য়াচের পিচ কী হবে, তা নিয়ে যেমন চিন্তায় রয়েছে ক্রিকেট প্রেমীরা। ঠিত তেমনই আমদাবাদের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বেশ চিন্তার মধ্যেই রয়েছে তারা। এই ফাইনাল ঘিরে ভারতীয় দর্শকদের উন্মাদনা তুঙ্গে। গোটা দেশ অপেক্ষায় রয়েছে ১২ বছর বাদে ঘরে ট্রফি আনার। পাশাপাশি, অস্ট্রেলিয়ার উপর বদলা নেওয়ার দিকেও মুখিয়ে রয়েছে দেশবাসী। ম্যাচের উন্মাদনা ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন পোস্টের বন্যা বইছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে।তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই আমদাবাদে। পরিস্কার আকাশ থাকবে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে পারে আদ্রতা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেন্টিগ্রেড। সব মিলিয়ে, আর তাতেই কিছুটা স্বস্তি পেয়েছে ক্রিকেটপ্রেমীরা বলে মনে করা হচ্ছে।উল্লেখ্য, এর আগে বিশ্বকাপের ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছিল ২০০৩ সালে। সেই সময়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন রিকি পন্টিং। যদিও গ্রুপ পর্বের ম্যাচে দুই দেশ একে অপরকে একাধিকবার পরাজিত করেছে। তাই আগামীকাল এক টানটান উত্তেজনা ভরা ম্যাচ হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার দেখার বিষয়, রবিবার কার কপালে লেখা রয়েছে এই বিশেষ ট্রফিটি। রোহিত শর্মা-বিরাট কোহলিরা কি পারবেন ১৩০ কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে? সুপার সানডেতে কি কম্বিনেশন নিয়ে ওয়ার্নার-ম্যাক্সওয়েলদের বিরুদ্ধে ময়দানে নামবে টিম ইন্ডিয়া? এই মুহুর্তের সবচেয়ে বড় প্রশ্ন! টিম ইন্ডিয়া কি পারবে ২০ বছর আগে যে পরাজয় হয়েছিল, তার বদলা নিতে?