
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি:- এনরিখ ক্লাসেন যখন মনের সুখে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলদের বেদম পিটুনি দিচ্ছেন তখন অতি বড় ভারতীয় ক্রিকেটের ভক্তও হয়তো আশা করেননি যে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত জিততে পারে। একটা সময়ে সমীকরণ এসে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ৩০ বলে ৩০ রান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ম্যাচ দক্ষিণ আফ্রিকা ম্যাচ হেরে যেতে পারে তা হয়তো অতি বড় ভারতীয় ভক্ত ও আশা করেননি। তবে ভারতীয় বোলিংয়ের অস্ত্রভান্ডারে যে ছিল জসপ্রীত বুমরাহর মতন একটি 'অস্ত্র' ছিল, যিনি বল হাতে কার্যত ম্যাজিক করতে জানেন। ওই অবস্থায় দাঁড়িয়ে তাঁর দুটি ওভার ম্যাচের রঙ কার্যত বদলে দিল। কিপ্টে বোলিং তো করলেন পাশাপাশি মার্কো জানসেনকেও ফেরত পাঠালেন সাজঘরে। জসপ্রীত বুমরাহ দলের কাছে যে কতটা বড় ভরসার জায়গা তা ধরা পড়ল ম্যাচ শেষে তাঁর সতীর্থ পেসার মহম্মদ সিরাজের গলাতে।
ম্যাচ শেষে যখন ব্রডকাস্টারদের তরফে সিরাজকে, জসপ্রীত বুমরাহ এবং তাঁর বোলিং নিয়ে প্রশ্ন করা হয় তখন একেবারে সোজাসাপ্টা উত্তর দিলেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘আমি একমাত্র জাস্সি (জসপ্রীত বুমরাহ) ভাইয়ের উপরেই বিশ্বাস করি। আমাদের দলের অন্যতম বড় গেম চেঞ্জার। আর তাঁর নাম হল জসপ্রীত বুমরাহ। আমি ঠিক সেই দিনটার (১৯ নভেম্বর ২০২৩, যে রাতে আমদাবাদে ভারত ওডিআই বিশ্বকাপের ফাইনাল হেরেছিল) কথা আজকে ভাবছিলাম। সত্যি বলছি একটা অবিশ্বাস্য উপলব্ধি। যা আমি বলে বোঝাতে পারব না। আমার কাছে কোন ভাষা নেই এই ফিলিংকে ব্যক্ত করার। আমরা গত বছরের বিশ্বকাপে (ওডিআইতে) হেরেছি। এরপর আজকে আমরা জিতলাম। একজন ক্রিকেটার হিসেবে এই ফিলিংটা নিয়ে আলাদা করে কী বলব জানি না। একটা অবিশ্বাস্য মুহূর্ত। প্রত্যেক পেশাদার ক্রিকেটার বিশ্বকাপ জিততে চায়। আমি কৃতজ্ঞ, আশীর্বাদধন্য এবং সৌভাগ্যবান যে এই মুহূর্তটা দেখার জন্য বেঁচে রয়েছি। ভগবানকে অশেষ ধন্যবাদ।’
আরও পড়ুন… IND vs SA Pitch Report: ফাইনাল হবে চার নম্বর পিচে! জেনে নিন বার্বাডোজের উইকেট কাদের সাহায্য করবে
প্রসঙ্গত গ্রুপ পর্বে মহম্মদ সিরাজ খেললেও তিনি ফাইনালে খেলেননি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারত বিশ্বকাপের ম্যাচ খেলা শুরুর পরেই প্রথম একাদশে সিরাজের জায়গায় নিয়মিত খেলেছেন কুলদীপ যাদব।এদিন ফাইনালে একটা টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকল দর্শকরা। ম্যাচ পেন্ডুলামের মতন একবার এদিক থেকে ওদিক সুইং করল। কখনও এগিয়ে গেল ভারত, কখনও এগোল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখে বল হাতে বাজিমাত করলেন ভারতীয় বোলাররা। বলা যায় স্পিনারদের ব্যর্থতা ঠেকে দিলেন ভারতীয় পেসাররা।ফলে দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পরে ভারত ফের একবার টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতল। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে ফের একবার আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেল তারা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports