বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > কেমন উপস্থাপনা! ২০১১ বিশ্বকাপ খেলা অশ্বিনের নাম বেমালুম ভুলে গেলেন সঞ্চালক, ভুল শুধরে দিলেন কোহলি- ভিডিয়ো
পরবর্তী খবর
কেমন উপস্থাপনা! ২০১১ বিশ্বকাপ খেলা অশ্বিনের নাম বেমালুম ভুলে গেলেন সঞ্চালক, ভুল শুধরে দিলেন কোহলি- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 21 Oct 2023, 06:43 PM ISTTania Roy
ম্যাচের সেরা হওয়ার পর সঞ্চালকের সঙ্গে কথা বলতে গিয়ে কোহলির একটি মন্তব্য সকলের মন জয় করে নেয়। আসলে উপস্থাপক মন্তব্য করেন, বর্তমানে ভারতের বিশ্বকাপ দলে একমাত্র বিরাট কোহলিই রয়েছেন, যিনি ২০১১ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। কোহলি সঙ্গে সঙ্গে সঞ্চালকের ভুল শুধরে দিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কথা মনে করিয়ে দেন।
বিরাট কোহলি।
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বৃহস্পতিবার রাতে তাঁর সেরা ছন্দে ছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনি অপরাজিত ১০৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। আর পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি ভারত সহজেই সাত উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৪১.৩ ওভারে ম্য়াচ পকেটে পুড়ে ফেলে। চলি বিশ্বকাপে এটি ভারতের টানা চতুর্থ জয় ছিল। শুভমান গিল (৫৩) এবং রোহিত শর্মা (৪৮) শুরুটা ভালো করেছিলেন ঠিকই। কিন্তু সেঞ্চুরি হাঁকিয়ে সব লাইমলাইট নিয়ে যান বিরাট কোহলি।
ম্যাচের সেরা হওয়ার পর টেলিভিশনের সঞ্চালকের সঙ্গে কথা বলতে গিয়ে কোহলির একটি মন্তব্য সকলের মন জয় করে নেয়। আসলে উপস্থাপক মন্তব্য করেন, বর্তমানে ভারতের বিশ্বকাপ দলে একমাত্র বিরাট কোহলিই রয়েছেন, যিনি ২০১১ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। কোহলি সঙ্গে সঙ্গে সঞ্চালকের ভুল শুধরে দিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কথা মনে করিয়ে দেন।
সঞ্চালক বলেছিলেন, ‘আপনি এর আগে একটি বিশ্বকাপ জিতেছেন। তাই ভারতের ড্রেসিংরুমের একজন ব্যক্তিই জানেন যে, এর স্বাদ কেমন হয়।’ কোহলি সঙ্গে সঙ্গে উপস্থাপকের ভুল সংশোধন করে বলেন, ‘এবং অ্যাশও। ২০১১ দল থেকে শুধু আমরা দু'জন রয়েছি।’
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ৪৮তম সেঞ্চুরি হাঁকিয়ে সচিন তেন্ডুলকরের একেবারে কাছাকাছি পৌঁছে গেলেন কোহলি। সচিনে ৪৯টি ওডিআই সেঞ্চুরি রয়েছে। যা বিশ্ব রেকর্ড। এখন যা পরিস্থিতি, তাতে কোহলির এই রেকর্ড ছাপিয়ে যাওয়ার অপেক্ষা মাত্র।
তবে অন্য পরিসংখ্যানে সচিনকে ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলি। ছুঁয়ে ফেলেছেন আরও একটি মাইলফলক। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রান করার নজির গড়েছেন তিনি। বৃহস্পতিবারের ম্যাচের আগে পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৫১০টি ম্যাচের ৫৬৬টি ইনিংসে কোহলির সংগ্রহ ছিল ২৫৯২৩ রান। অর্থাৎ, ২৬ হাজার রান পূর্ণ করতে তাঁর প্রয়োজন ছিল ৭৭ রান। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান কোহলির আগে করেছেন তিন জন। শীর্ষে রয়েছেন সচিনই। ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪,৩৫৭ রান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ৫৯৪টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহ ২৮,০১৬ রান। তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ৫৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে করেছেন ২৭,৪৮৩ রান। এই তালিকার চতুর্থ স্থানে উঠে এলেন কোহলি। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচের পর ৫১১টি ম্যাচে কোহলির রান হল ২৬,০২৬। তিনি এ দিন টপকে গেলেন শ্রীলঙ্কার আর এক প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে। ৬৫২টি আন্তর্জাতিক ম্যাচে জয়বর্ধনের সংগ্রহ ২৫,৯৫৭ রান। তিনি থাকলেন তালিকার পঞ্চম স্থানে।