প্রধান নির্বাচক ইনজামাম উল হক পিসিবি-র রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন না। এর পর আবার হাফিজের পদত্যাগের ঘোষণায় যেন আগুনে ঘি পড়েছে। বোঝাই যাচ্ছে, বিশ্বকাপের আগেই পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে তীব্র ডামাডোল
পিসিবি-র রিভিউ মিটিংয়ে অনুপস্থিত ছিলেন ইনজামাম উল হক।
বিশ্বকাপের আগেই পাকিস্তান ক্রিকেটে তীব্র ডামাডোল। এশিয়া কাপের সুপার ফোর পর্ব থেকে বাবর আজমের ছিটকে যাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় তীব্র সমালোচনা। এ সবরে মধ্যে আবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ বৃহস্পতিবার পিসিবির ক্রিকেট টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করেছেন।
আসলে বৃহস্পতিবার এশিয়া কাপে বাবরদের খারাপ পারফরম্যান্সের মূল্যায়ন করার জন্য একটি রিভিউ বৈঠক ডাকা হয়েছিল। তার পরেই হাফিজের এই সিদ্ধান্ত। অক্টোবরে শুরু হতে চলা বিশ্বকাপের ঠিক আগে হাফিজের এই পদত্যাগের সিদ্ধান্ত আলোড়ন ফেলেছে। খুব যুক্তিসঙ্গত কারণে বিশ্বকাপের জন্য পাকিস্তানের প্রস্তুতির বর্তমান অবস্থা নিয়ে আর বিতর্ক তৈরি হয়েছে।
গত কয়েক মাসে বেশ রদ বদলের মধ্য দিয়েই গিয়েছে পিসিবি। গত মাসে প্রাক্তন তিন অধিনায়ক—মিসবাহ উল হক, ইনজামাম উল হক এবং হাফিজকে নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করে পিসিবি। তারা জানিয়েছিল, এই কমিটি ঘরোয়া কাঠামো, ক্রীড়া সূচি, প্লেয়িং কন্ডিশন, জাতীয় নির্বাচক কমিটির নিয়োগ, জাতীয় দলের কোচদের নিয়োগের পাশাপাশি কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তি, আম্পায়ার, রেফারি ও কিউরেটরদের উন্নতি সম্পর্কে পরামর্শ দেবে।
তবে এর ক'দিন পরই এ কমিটির সদস্য ইনজামামকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ করা হয়। ফলে কমিটি থেকে সরে দাঁড়ান তিনি। শুরুতে বলা হয়েছিল, প্রধান নির্বাচক নিয়োগ করার কাজটিও করবে ওই টেকনিক্যাল কমিটি। তবে পরে পিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, প্রধান নির্বাচক যেহেতু পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ নিয়োগ করছেন, তাই ওই কমিটির আর সেটি করার প্রয়োজন নেই। টেকনিক্যাল কমিটিতে ইনজামামের বিকল্প দ্রুতই ঘোষণা করার কথাও ছিল পিসিবির। তবে সেটি করা হয়নি। উল্টো এবার সরে গেলেন হাফিজও।
ঠিক কী কারণে সরে গেলেন, সেটি খোলাসা করেননি হাফিজ। শুধু তাঁর পদত্যাগ করার কথা নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন হাফিজ। সেখানে তিনি তাঁর বক্তব্যে লিখেছেন, ‘আমি পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাম্মানিক সদস্য হিসেবে কাজ করেছি এখানে। জনাব জাকা আশরাফকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দিতে চাই। যখনই পাকিস্তান ক্রিকেটের জন্য কোনও পরামর্শ জাকা আশরাফ চাইবেন, আমি প্রস্তুত। পাকিস্তান ক্রিকেটের জন্য সব সময়ের মতোই শুভকামনা।’