শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপের শুরুতেই বিশ্বকাপজয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং বিরাট কোহলিকে নিয়ে একটি বড় দাবি করেছিলেন। তাঁর দাবি ছিল চলতি বিশ্বকাপেই ওডিআই শতরানের নিরীখে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে টপকে নয়া নজির গড়বেন বিরাট। তা যদি সম্ভব নাও হয় অন্ততপক্ষে সচিনের ৪৯টি শতরানের নজির তো নিঃসন্দেহে স্পর্শ করবেন বিরাট কোহলি।
এই মুহূর্তে বিরাটের ওডিআই শতরানের সংখ্যা ৪৮। চলতি বিশ্বকাপেই বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ৪৮তম শতরানটি করেছেন বিরাট। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯তম শতরানটি অল্পের জন্য হাতছাড়া করেছেন বিরাট। তবে এই হতাশার দিনেই ওয়ানডে ইতিহাসে সনৎ জয়সূর্যকে টপকে গিয়েছেন তিনি!
ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় এতদিন চতুর্থ স্থানে ছিলেন জয়সূর্য। এদিন তাঁকে টপকে গিয়েছেন বিরাট। জয়সূর্যের রান ছিল ১৩৪৩০। আজ ৯৫ রানের অনবদ্য ইনিংস খেলে সেই রান টপকে বিরাটের রান এখন ১৩৪৩৭। ফলে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট। তাঁর আগে রয়েছেন যথাক্রমে সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিং।
আরও পড়ুন:- IND vs NZ: প্রথম বলেই উইকেট নিয়ে কুম্বলেকে টপকালেন শামি, বিশ্বকাপে সব থেকে সফল ভারতীয় বোলারদের তালিকায় উঠলেন তিনে
শীর্ষে থাকা সচিন তেন্ডুলকরের রান ১৮৪২৬। দ্বিতীয় স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা। তাঁর সংগ্রহ ১৪২৩৪ রান। তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। তাঁর ঝুলিতে রয়েছে ১৩৭০৪ রান। প্রথম তিনে থাকা প্রত্যেক ক্রিকেটার ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন।
বিরাটের সামনে এখনও নয় নয় করে সবকিছু ঠিক চললে ১-২ বছর খেলার সময় রয়েছে। ফলে এটা কার্যত নিশ্চিত করেই বলা যায় যে তালিকায় থাকা কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিংয়ের রান বিরাট কোহলি টপকাবেন। তবে সচিনের রান টপকানো কার্যত অসম্ভব।
আরও পড়ুন:- মাত্র ৫ রানের জন্য সচিনের সব থেকে বেশি ODI সেঞ্চুরির বিশ্বরেকর্ডে ভাগ বসানো হল না কোহলির
এদিন ধর্মশালার উইকেট ব্যাটিংয়ের জন্য একটু হলেও কঠিন ছিল। বল সুইং, স্পিন দুই হয়েছে। বাউন্সও ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকে কঠিন পরিস্থিতি থেকে টেনে বের করেন বিরাট কোহলি। খেলেন ৯৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস। ম্যাট হেনরিকে ছয় মেরে শতরান পূর্ণ করার লক্ষ্যে এদিন নিজের শতরানের পাশাপাশি উইকেটও ছুঁড়ে দিয়ে আসেন। এদিন ৯৫ রান করতে বিরাট নেন ১০৪ বল। তাঁর ইনিংস সাজানো ছিল ৮ টি চার এবং দুটি ছয়ে।