বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই ডেঙ্গিতে একেবারে কাহিল শুভমন গিল। চেন্নাইতেও ডেঙ্গির বড় প্রভাব। ভারতীয় দলের তরুণ ওপেনারের শরীর খুবই ক্লান্ত। সেই কারণে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গেলেন শুভমন। তিনি টিম বাসে করে দলের সঙ্গে স্টেডিয়ামেই যেতে পারেননি। এর থেকেই পরিষ্কার, অজিদের বিরুদ্ধে তাঁর প্রথম ম্যাচ খেলা হচ্ছে না।
ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় অবশ্য ম্যাচের জানিয়েছিলেন, ‘গিলকে ফিট করার চেষ্টা চলছে। এখনও সময় রয়েছে, আমরা আশাবাদী।’ কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ অভিযান শুরুর আগেই বড় ধাক্কাটা খেল ভারত। আসলে ভারতীয় টিম ম্যানেজমেন্টও গিলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইনি। কারণ মেগা ইভেন্টের সবে শুরু, এখনও লম্বা সফর পড়ে রয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত, ম্যাচের যাবতীয় তথ্য পেতে ক্লিক করুন এই লিঙ্কে: http://betvisa69.com/cricket/world-cup/ind-vs-aus-wc-live-india-vs-australia-world-cup-live-updates-and-score-in-bengali-31696740170749.html
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে দলের অধিনায়ক রোহিত শর্মা আবার শুভমনকে নিয়ে সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ‘শুভমন অসুস্থ। আমিও তো মানুষ। আমি চাই ও দ্রুত সুস্থ হয়ে উঠুক। এক জন অধিনায়ক হিসাবে আমি কখনওই চাইব না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই অবস্থায় শুভমন খেলুক। আমি চাই ও তাড়াতাড়ি দলে ফিরুক। শুভমন তরুণ। আশা করছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।’
এখন প্রশ্ন হল, রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সম্ভাবনা দু’জনের। একজন লোকেশ রাহুল, অন্য জন ইশান কিষাণের। দু’জনেই ভালো ছন্দে রয়েছে। রোহিত-রাহুল আগেও বহু বার ওপেন করেছেন। ওপেনার হিসাবে সফল ইশানও। অনেকের ধারণা, ইশানই ওপেন করবেন। মিডল অর্ডারে খেলবেন রাহুল।
শনিবার সকালে বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছিলেন, শুভমনের যা অবস্থা তাতে বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। সেটাই সত্যি হল। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচের পর আগামী বুধবার পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচেও শুভমনের খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে এই দুই ম্যাচে শুভমন না খেলতে পারলেও, তৃতীয় ম্যাচের আগে তাঁকে পাওয়া যাবে বলে আশা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ তৃতীয় ম্যাচটি আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সময়ে জ্বর হয়েছিল শুভমনের। পরে জানা যায় শুভমন গিলের ডেঙ্গি হয়েছে। তাঁর শরীরে প্লেটলেট কমতে থাকে।চলতি বছরে গিলের দারুণ পারফরম্যান্স। এই তরুণ ওপেনার ২০টি ওয়ানডেতে ১২৩০ রান করে ফেলেছেন। গড় ৭২.৩৫। স্ট্রাইক রেট ১০৫.০৩। সঙ্গে রয়েছে ৫টি সেঞ্চুরি এবং একই সংখ্যক হাফসেঞ্চুরি।