সুপার সানডে-তে অস্ট্রিলিয়ার বিরুদ্ধে ২০২৩ ওডিআই বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারত। ভারত শেষ বার ২০১১ সালে ওডিআই বিশ্বকাপে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল। তাও ঘরের মাঠে। ১২ বছর পর ফের ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে ভারত। রোহিত শর্মারা পারবেন এবার আইসিসি ট্রফি জয়ের আক্ষেপ পূরণ করতে?
বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামিদের মতো সুপারস্টারদের সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে। প্রায়ই বলা হয়ে থাকে যে, ২০১১ সালের ভারতীয় দল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিল। এবার কেউ কি ভাবছেন, বিরাট কোহলির জন্য বিশ্বকাপটা জেতা উচিত? হরভজন সিং-কে যখন এই প্রশ্ন করা হয়েছিল, তিনি একটি বিস্ফোরক উত্তর দিয়েছেন।
ইন্ডিয়া টুডে-তে দেওয়া একটি সাক্ষাৎকারে হরভজন সিং বলেন যে, ২০২৩ বিশ্বকাপের ভারতীয় দলকে তিনি ২০১১ বিশ্বকাপের দলটির মতো ঐক্যবদ্ধ বলে মনে করেন না। তাঁর মতে, ‘দু'টি দলের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। সেই দলটি (২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দল) অনেক বেশি ঐক্যবদ্ধ ছিল। তারা সচিন তেন্ডুলকরের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিল। তিনি অন্যদের থেকে অনেক বেশি সম্মান পেয়েছিলেন। কিন্তু এই দল সম্পর্কে আমি নিশ্চিত নই। বিরাট কোহলির জন্য সবাই বিশ্বকাপ জিততে চায় কিনা, সেটা আমার জানা নেই। তবে, প্রত্যেকেই নিশ্চিত ভাবে ভারতের হয়ে জিততে চায়। এটি একটি বড় পার্থক্য রয়েছে।’
হরভজন তাঁর বক্তব্যের আরও ব্যাখ্যা দিতে গিয়ে দাবি করেছেন যে, ২০১১ সালে পুরো দল তেন্ডুলকরকে এতটা সম্মান দিয়েছিল যে, সমস্ত খেলোয়াড় তার জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিল। তিনি নিশ্চিত নন যে, বর্তমান দলের প্লেয়াররা কোহলিকে নিয়ে এতটা ঐক্যবদ্ধ কিনা।
ভাজ্জি বলেছেন, ‘২০১১ সালে টিমের ড্রেসিংরুমে সচিন তেন্ডুলকরকে যে সম্মান দেওয়া হয়েছিল, তার পর থেকে অন্য কোনও প্লেয়ার সেই সম্মানটা পাননি। এমএস ধোনিও অনেক সম্মান অর্জন করেছিলেন, কিন্তু আমি মনে করি না, সচিন তেন্ডুলকরের পরে কোনও খেলোয়াড়ের সঙ্গে একই ঘটনা ঘটেছিল। ওরা সকলেই (ভারতীয় খেলোয়াড়) দেশের জন্য জিততে চায়, তবে একজন ব্যক্তি খেলোয়াড়ের জন্য নয়। বিরাটও দেশের জন্য জিততে চাইবেন, নিজের জন্য জেতা একটি বোনাস। এটি আমার বিশ্বাস।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘ভারতের জন্যই জেতা উচিত। আপনি সেই পতাকার জন্যই খেলেন। আমি শুধুমাত্র ভারতের হয়ে খেলেছি, কোনও ব্যক্তির জন্য নয়। আমার অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় বা এমএস ধোনি হোক না কেন, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। আমি ভারতের হয়ে খেলছিলাম। এটা সব সময়ে ভারতের জন্যই জেতা উচিত, বিরাট কোহলির জন্য বা রাহুল দ্রাবিড়ের জন্য নয়।’