শুভব্রত মুখার্জি: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। তা অনেক আগেই ঘোষণা করা হয়েছিল আইসিসির তরফে। আয়োজক দেশ হওয়ার ফলে পাকিস্তান দল এমনিতেই সরাসরি এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন আগে থেকেই করেছিল। বাকি থাকা স্পটগুলোর জন্য লড়াই ছিল ক্রিকেট খেলিয়ে দেশগুলোর। ভারতে ২০২৩ ওডিআই বিশ্বকাপের লিগ পর্যায় শেষে ক্রমতালিকার অবস্থানের উপর নির্ভর করবে কোন কোন দেশ যোগ্যতা অর্জন করবে পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শুক্রবারেই নেদারল্যান্ডস দলকে হারিয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে নিল আফগানিস্তান দল। আসুন একনজরে দেখে নেওয়া যাক এখন পর্যন্ত কোন কোন দেশ কোয়ালিফাই করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে।
ওডিআই বিশ্বকাপের ক্রমতালিকার দিকে তাকালেই চিত্রটা পরিষ্কার হয়ে যায়। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। পয়েন্ট তালিকায় প্রথম চারে আপাতত রয়েছে এই দলগুলো। ঠিক তাদের নিচেই পাঁচে রয়েছে আফগানিস্তান দল। তাদের সংগ্রহ ও আট পয়েন্ট। তবে নেট রানরেটের হিসেবে তারা রয়েছে পাঁচ নম্বরে। চলতি বিশ্বকাপের সবথেকে বড় 'সারপ্রাইজ প্যাকেজ' এই আফগান দল। তারা তিন তিনটি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে। ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান, ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলকে হারিয়েছে আফগানরা।
পাশাপাশি পাকিস্তান যেহেতু আয়োজক দেশ ফলে তারা সরাসরি খেলার যোগ্যতা পেয়েছে। এর ফলে এখনও পর্যন্ত ছটি জায়গা নির্ধারিত হয়ে গিয়েছে। বাকি রয়েছে আর দুটো স্পট।এই বাকি দুই স্পটের জন্য শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নেদারল্যান্ডস এবং বাংলাদেশ লড়াই চালাচ্ছে। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষেই পরিষ্কার হয়ে যাবে চিত্রটা। শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস দলের ঝুলিতে রয়েছে চার পয়েন্ট করে। অন্যদিকে বাংলাদেশ এবং ইংল্যান্ডের রয়েছে দুই পয়েন্ট। ফলে বাকি দুটো স্পটের জন্য যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই বাহুল্য। এদিন লখনউয়ের একানা স্টেডিয়ামে নেদারল্যান্ডস দলকে সাত উইকেটে হারিয়ে শুক্রবারেই চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করে ফেললেন রশিদ খানরা।