ICC ODI World Cup 2023: বাবরদের জন্য এলাহি খাবার, তবে মেনু দেখলে আঁতকে উঠবেন বিরাটরা Updated: 28 Sep 2023, 09:31 PM IST Tania Roy ভারতে গোমাংস খেতে পারবেন না বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের প্লেয়াররা। পুষ্টির জন্য অন্য খাবারের অবশ্য ব্যবস্থা থাকছে। পাকিস্তান দলের জন্যও ভেড়া, খাসি, মুরগি, মাছ- কোনও কিছুই বাদ থাকছে না তাদের খাদ্যতালিকা থেকে।