বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC ODI CWC Final Live Streaming: ধোনি হবেন রোহিত? কখন ও কোথায় ফ্রি'তে দেখবেন বিশ্বকাপের ফাইনাল?
পরবর্তী খবর
ICC ODI CWC Final Live Streaming: ধোনি হবেন রোহিত? কখন ও কোথায় ফ্রি'তে দেখবেন বিশ্বকাপের ফাইনাল?
1 মিনিটে পড়ুন Updated: 19 Nov 2023, 09:55 AM ISTProsenjit Chaki
১২ বছর পর ফের ভারতে আসবে বিশ্বকাপ? কখন কোথায় ফ্রি'তে বিশ্বকাপ ফাইনাল দেখতে পারবেন? জেনে নিন।
রোহিত শর্মা ও প্যাট কামিন্স। ছবি-পিটিআই
গত ৫ অক্টোবর থেকে শুরু হয় ওডিআই বিশ্বকাপ। এক মাসেরও বেশি সময় ধরে চলল এই টুর্নামেন্ট। আজ বিশ্বকাপের ফাইনাল। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। ২০০৩ সালের পর এই প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে ভারত। ফলে আজ ২০০৩ সালে বিশ্বকাপে হারের বদলা নিতে প্রস্তুত টিম ইন্ডিয়া। এর আগে শেষবার ২০১১ সালে বিশ্বকাপ ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। সেবারও তারা চ্যাম্পিয়ন হয়। অনেকেই মনে করছেন এবারও ঠিক তেমনটাই হতে চলেছে।
কারণ এই মুহূর্তে ভারত দুর্দান্ত ফর্মে রয়েছে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতেছে তারা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার ভারত গ্রুপ পর্বের একটি ম্যাচেও হারের মুখ দেখেনি। সেই সঙ্গে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিলরা। একই সঙ্গে বল হাতে কামাল করছেন মহম্মদ শামি, জাদেজা এবং বুমরাহরা। এই মুহূর্তে ভারতীয় দলের ভরসার পাত্র হয়ে দাঁড়িয়েছেন শামি। প্রতি ম্যাচেই কিছু না কিছু করছেন তিনি। গত ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। আজ ফাইনালে ভারতীয় এই পেসারের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।
পাশাপাশি অস্ট্রেলিয়াও পুরোপুরি ভাবে প্রস্তুত এই ম্যাচ জিততে। ভারতের মতো দুর্দান্ত ফর্মে রয়েছে অস্ট্রেলিয়াও। অবশ্য শুরুতেই তারা ধাক্কা খায়। প্রথম দুই ম্যাচে তারা হারের মুখ দেখে। কিন্তু সেই হারের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে পাঁচবারের চ্যাম্পিয়নরা। একটা সময় পয়েন্ট টেবিলের একেবারে শেষে জায়গা করে নিতে হয় তাদের। শুনতে হয় সমালোচনাও। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে তারা ফাইনালে। ফলে ভারতের উপর চাপ থাকবেই। এই ম্যাচ যে হাড্ডা হাড্ডি হবে তা বলার অপেক্ষা রাখে না। এবার জেনে নেওয়া যাক ভারত এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল কখন এবং কোথায় ফ্রি-তে দেখা যাবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল কখন শুরু হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল শুরু হবে দুপুর ২টোর সময়। টস হবে ঠিক ৩০ মিনিট আগে।
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল কোথায় সম্প্রচার হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল অনলাইনে কোথায় দেখা যাবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি আপনি দেখতে পারবেন হটস্টার অ্যাপের মাধ্যমে ফ্রি-তে। এছাড়াও এই ম্যাচের লাইভ আপডেটের জন্য চোখ রাখতেই পারেন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।