শুভব্রত মুখার্জি: বুধবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং আফগানিস্তান। আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে হার স্বীকার করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বোলিংয়ের বিরুদ্ধে প্রথমে বিপাকে পড়েও বেশ বড় ব্যবধানেই ম্যাচ জিতেছে ভারত। এমন আবহে ভারতের মাটিতে তাদের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের ম্যাচে নামার আগে বেশ সতর্ক আফগানিস্তান দল। চলতি বিশ্বকাপে রশিদ খানদের মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের বিরুদ্ধে ম্যাচে তিনি আফগানদের মেন্টর। আর সেই অনুভূতি যে অনন্য, স্পেশাল তা মেনে নিয়েছেন অজয় জাদেজাও। আফগানিস্তান দলের কম সময়ে উন্নতিতে যথেষ্ট খুশি অজয় জাদেজা। তাঁর মতে আফগানদের এরপর যেটা নজর দিতে হবে তা হল টেস্ট এবং ওয়ানডেতে একটু বেশি সময় ধরে ব্যাট করা।
ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার আগে সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, ‘আফগান দলের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা দারুন। যদিও মাত্র ৪-৫ দিন হল আমি দলের সঙ্গে যোগ দিয়েছি। তবে বিষয়টি আমার কাছে খুব ভালো লাগছে খুব স্পেশাল মানুষ আফগান ক্রিকেটাররা। আপনি যদি অন্য ক্রিকেট দলের পথচলার দিকে তাকান এবং দেখেন যে তারা আজকে যেখানে পৌঁচেছে তা পৌঁছতে তারা কত সময় নিয়েছেন আর আফগান দল কতটা সময় নিচ্ছে সেখানে পৌঁছাতে। এই আফগান দল খুব কম সময়ে অনেক বেশি উন্নতি করেছে। আমি ভাগ্যবান যে আমি এই সুযোগ পেয়েছি আফগান দলের সঙ্গে (মেন্টর হিসেবে) কাজ করার।’
অজয় জাদেজা আরও যোগ করে বলেন, ‘আফগান দল সম্বন্ধে প্রথম যে বিষয়টি আমার মাথায় আসে তা হল ক্রিকেট খেলার প্রতি তাদের অ্যাপ্রোচ। তাদের ভয়ডরহীন মনোভাব আমার খুব ভালো লাগে। ওদের স্পিন বোলিং বিভাগ খুব শক্তিশালী। সারা ক্রিকেট বিশ্ব জানে ওদের বোলিং আক্রমণ কতটা শক্তিশালী। আমাদের দুজন সিমারও খুব ভালো বল করে। সারা বিশ্ব জুড়ে বিভিন্ন টি-২০ লিগে তাদের যথেষ্ট চাহিদা রয়েছে। ওদের একটু অভিজ্ঞতার প্রয়োজন যাতে ওরা টেস্ট এবং ওয়ানডেতে একটু দীর্ঘক্ষণ ব্যাট করতে পারে। এই বিষয়টায় কাজ করতে হবে। কারণ এই সুযোগ খুব বেশি আসে না।’