বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC ODI CWC: ঢাকায় সমর্থকদের রোষের মুখে শাকিব, BCB-র চাপে তড়িঘড়ি কলকাতায় বাংলাদেশ অধিনায়ক

ICC ODI CWC: ঢাকায় সমর্থকদের রোষের মুখে শাকিব, BCB-র চাপে তড়িঘড়ি কলকাতায় বাংলাদেশ অধিনায়ক

শাকিব আল হাসান। ছবি-এএনআই (ANI )

দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরের দিন সকালেই দলকে ভারতে রেখে দেশে ফিরে যান শাকিব। ফর্মে ফিরতে ছোটবেলার কোচের কাছে যান তিনি। ঢাকায় বাংলাদেশ সমর্থকদের রোষের মুখেও পড়তে হয়। বোর্ডের চাপে বাধ্য হয়েই দলের সঙ্গে যোগ দেন শাকিব।

গত মঙ্গলবার মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পরের দিন সকালেই দলকে ভারতে রেখে দেশে ফিরে যান শাকিব আল হাসান। এমনটা যে তিনি এই প্রথম করেছেন, একেবারেই তা নয়। এশিয়া কাপের মাঝেই দলকে ফেলে রেখে দেশে ফিরে যান তিনি। এবারও তেমনই করলেন শাকিব। বাংলাদেশ অধিনায়কের এমন সিদ্ধান্ত যা কেউ মেনে নিতে পারছে না। গোটা বাংলাদেশের ক্রিকেট মহল জুড়ে সমালোচনা চলছে। দলের এমন পরিস্থিতির পরও তিনি কেন বাংলাদেশে চলে এলেন, অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছে।

পরে জানা যায়, ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে নিজের টেকনিক ফিরে পেতে ঢাকায় ফিরে যান শাকিব। এমনকী মীরপুরে তাঁকে অনুশীলনও করতে দেখা যায়। ফর্মে ফিরতে মরিয়া বাংলাদেশ অধিনায়ক। যে জন্য তিনি ছুঁটে এসেছেন নিজের দেশে ছোটবেলার কোচের কাছে। প্রথমে শাকিব দেশে ফিরে আসার খবর কেউ না জানলেও, বেলা বাড়তেই তা ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা জমায়েত করেন মীরপুর স্টেডিয়ামের বাইরে। আর সেখানেই বাংলাদেশ সমর্থকদের রোষের মুখে পড়েন তিনি।

অনুশীলন শেষ করে স্টেডিয়াম ছাড়ার সময় তাঁকে লক্ষ্য করে সমর্থকরা বলতে থাকেন, 'ভুয়ো, ভুয়ো।' সমর্থদের রোষের মুখে পড়লেও তিনি কোনও উত্তর দেননি। নিস্তব্ধে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যান শাকিব। বাংলাদেশ অধিনায়কের দেশে ফিরে আসাকে মোটেই ভালো চোখে দেখছে না ক্রিকেট মহল। এই মুহূর্তে পরপর ম্যাচ হেরে বেশ চাপেই রয়েছেন টাইগাররা। শেষ চারে জায়গা করে নিতে হলে পরের সব ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। আগামী শনিবার অর্থাৎ ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ খেলতে নামবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ফলে এই ম্যাচ ডাচদের না হারাতে পারলে এবারের মতো শেষ চারের দৌড় থেকে কার্যত ছিটকে যেতে পারে বাংলাদেশ।

নেদারল্যান্ডস ম্যাচের ঠিক আগেই অর্থাৎ ২৬ অক্টোবর কলকাতা দলের সঙ্গে যোগ দেন শাকিব। সূত্রের খবর, বিসিবির প্রতিনিধি এবং বাংলাদেশ দলের ডিরেক্টর খালেদ মাহমুদের নির্দেশেই তড়িঘড়ি দলের সঙ্গে কলকাতায় যোগ দেন তিনি। বৃহস্পতিবার ইডেনে বাংলাদেশ দল অনুশীলন করলেও শাকিব ছিলেন না। কারণ তিনি রাত সাড়ে আটটা নাগাদ টিম হোটেলে পৌঁছন। ইডেনে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে, একটি নেদারল্যান্ডসের সঙ্গে অপরটি পাকিস্তানের বিরুদ্ধে। এই দুই ম্যাচ দেখতে অনেক বাংলাদেশ সমর্থক ভিড় জমিয়েছেন শহরে। ইডেন চত্বরে তাঁদের দেখাও যায়। স্বাভাবিক ভাবেই এটা স্পষ্ট হয়েছে, টাইগাররা ইডেনে বেশ সমর্থন পাবেন।

এবারের বিশ্বকাপে এটাই প্রথম ম্যাচ হচ্ছে ইডেনে। ফলে নজর রয়েছে ২২ গজের দিকে। যে কারণে বাংলাদেশ কোচকে দেখা যায়, মাঠে প্রবেশ করেই পিচ দেখতে চলে যান তিনি। হালকা ঘাস রয়েছে। এই প্রসঙ্গে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানান, 'হালকা ঘাস রয়েছে। এই পিচে বড় রান হবে। বোলার এবং ব্যাটাররা যাতে সমান ভাবে সাহায্য় পায়, সেই কথা মাথায় রেখেই এই পিচ তৈরি করা হয়েছে।'

ক্রিকেট খবর

Latest News

পহেলগাঁও হামলা থেকে শিক্ষা, চার ধাম যাত্রায় নজিরবিহীন নিরাপত্তা! থাকছে… চুমকির সঙ্গে টেকেনি বিয়ে ! সত্যিই কি মত্ত অবস্থায় প্রেমিকাকে মারধর করেন লোকেশ? রূপান্তরকামীরা মহিলা ক্রিকেটে খেলতে পারবেন না! ঘোষণা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ভারত তো দূর, আদানির হুঁশিয়ারিতেই লাইনে চলে এল বাংলাদেশ! টাইগার তাহলে বেড়াল? ‘আজ অভিশপ্ত ২রা মে’, মনে করালেন দিলীপ ঘোষ, ‘দাদা একটাই অনুরোধ…’ সাত-আট মাস ধরে কাজ নেই তনিমার হাতে! 'অনেকেই পিছনে লাগছে…', বললেন অভিনেত্রী রাস্তায় দাঁড় করানো ছিল স্কুটার, ‘চালিয়ে’ নিয়ে গেল ষাঁড়! ছেলে SRH-এর ক্রিকেটার, পিতা RCB-র সাপোর্টার! IPL কি তবে পরিবারেও ফাটল ধরাচ্ছে? আমে কী কী লক্ষণ দেখলেই বোঝা যায় তা রাসায়নিকে পাকানো? রইল টিপস বহু চেষ্টা করেও কাজে মিলছে না সাফল্য! গঙ্গা সপ্তমীর দিন করুন এইকাজ, কাটবে দুঃসময়

Latest cricket News in Bangla

রূপান্তরকামীরা মহিলা ক্রিকেটে খেলতে পারবেন না! ঘোষণা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ছেলে SRH-এর ক্রিকেটার, পিতা RCB-র সাপোর্টার! IPL কি তবে পরিবারেও ফাটল ধরাচ্ছে? MSD-র অধিনায়কত্বের লোভই CSK-র কাল হবে! আশঙ্কা ক্যারিবিয়ান তারকার,ধরিয়ে দিলেন ভুল খেলা তো দূরের কথা, বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ব্লক করা হল ভারতে IPL থেকে রাজস্থান ছিটকে যেতেই ম্যানেজমেন্টকে দুষলেন গিলি! বাটলারকে ছাড়ায় বিরক্ত বাতিল হতে পারে রোহিতদের বাংলাদেশ সফর, পহেলগাঁওয়ের আগুনেই পুড়তে চলেছে এশিয়া কাপ? বহুদিন ডাক পাননি জাতীয় দলে! তবু দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি KKR অধিনায়ক স্বস্তিকের আদিখ্যেতায় বিরক্ত বিরাট? RCBর তারকা বললেন, ‘ওর সঙ্গে কোনওদিন থাকব না’ শ্রীসন্তের উপর ৩ বছরের নিষেধাজ্ঞা জারি করল KCA! বিতর্কে জড়িয়েছে সঞ্জুর নাম নিজেদের স্কাউটদেরই পাত্তা দেয়নি CSK! IPL মাতাচ্ছেন প্রিয়াংশরা, সেখানে ১০এ ধোনিরা

IPL 2025 News in Bangla

ছেলে SRH-এর ক্রিকেটার, পিতা RCB-র সাপোর্টার! IPL কি তবে পরিবারেও ফাটল ধরাচ্ছে? MSD-র অধিনায়কত্বের লোভই CSK-র কাল হবে! আশঙ্কা ক্যারিবিয়ান তারকার,ধরিয়ে দিলেন ভুল IPL থেকে রাজস্থান ছিটকে যেতেই ম্যানেজমেন্টকে দুষলেন গিলি! বাটলারকে ছাড়ায় বিরক্ত বহুদিন ডাক পাননি জাতীয় দলে! তবু দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি KKR অধিনায়ক স্বস্তিকের আদিখ্যেতায় বিরক্ত বিরাট? RCBর তারকা বললেন, ‘ওর সঙ্গে কোনওদিন থাকব না’ নিজেদের স্কাউটদেরই পাত্তা দেয়নি CSK! IPL মাতাচ্ছেন প্রিয়াংশরা, সেখানে ১০এ ধোনিরা টস জয়ের রহস্য জেনে গেছেন হার্দিক? বড় ইঙ্গিত দিলেন দীপ! পান্ডিয়ার ক্লাসে রিয়ান কুম্বলে বা দ্রাবিড় নয়! এই প্রোটিয়া ক্রিকেটারই শুরুর দিকে বদলে দেয় বিরাটের জীবন RR vs MI ম্যাচ যেন গলি ক্রিকেট! IPL 2025-এর খেলা ছেড়ে বল খুঁজতে ব্যস্ত সূর্য ওতো বোলিংয়ের ডন ব্র্যাডম্যান… কিংবদন্তির সঙ্গে বুমরাহর তুলনা করলেন গিলক্রিস্ট

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.