Australia vs New Zealand World Cup 2023: বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় পুষ্পার নাচে দর্শক মনোরঞ্জন করতে দেখা যায় ডেভিড ওয়ার্নারকে।
ভিড়ে ঠাসা ধরমশালার গ্যালারি। ছবি- টুইটার।
ভারতের ম্যাচ নয়, তা সত্ত্বেও ধরমশালার গ্যালারি কার্যত ভিড়ে ঠাসা। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচে রানের ফুলঝুরি ধরমশালার দর্শকদের মনোরঞ্জন করে সন্দেহ নেই। তবে দর্শক মাতানোর কাজে পিছিয়ে থাকেননি অজি সমর্থকরাও।
ম্যাচের মাঝেই একসময় অস্ট্রেলিয়ার সমর্থকদের 'ভারত মাতা কি জয়' বলে জয়ধ্বনি তুলতে দেখা যায়। পরে 'জয় সিয়া রাম' স্লোগানও শোনা যায় তাঁদের মুখে। সঙ্গত কারণেই ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও গলা মেলান সেই কোরাসে।
প্রথমত এই ম্যাচে ব্যাট হাতে আগ্রাসী ইনিংস খেলে গ্যালারি মাতান ডেভিড ওয়ার্নার। পরে তাঁকে ফিল্ডিং করার সময় দর্শরদের মনোরঞ্জন করতে দেখা যায় অন্যভাবে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় ডেভিড ওয়ার্নারকে 'পুষ্পা' ডান্স করতে দেখা যায়।
যদিও ম্যাচের আসল মজা ছিল ব্যাট-বলের লড়াইয়ে। ধুন্ধুমার ক্রিকেট দেখা যায় অসট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচে। টস জিতে নিউজিল্যান্ড শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়াকে। ৪৯.২ ওভারে ৩৮৮ রানের বিশাল ইনিংস গড়ে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ধ্বংসাত্মক শতরান করেন ট্র্যাভিস হেড। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার।
হেড ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৯ বলে শতরানের গণ্ডি টপকে যান। শেষমেশ ১০টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬৭ বলে ১০৯ রান করে মাঠ ছাড়েন তিনি।
ডেভিড ওয়ার্নার ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ৮১ রান করে সাজঘরে ফেরেন।