বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > AUS vs SA: কাটল না প্রোটিয়াদের ফাঁড়া, ২০ বছর আগের স্মৃতি ফিরিয়ে ফের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া
AUS vs SA: কাটল না প্রোটিয়াদের ফাঁড়া, ২০ বছর আগের স্মৃতি ফিরিয়ে ফের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া
1 মিনিটে পড়ুন Updated: 16 Nov 2023, 10:20 PM ISTTania Roy
India vs New Zealand, ICC ODI World Cup 2023: ২০ বছর পর ফের বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া। ২০০৩ বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত ফাইনালে বাজে ভাবে অজিদের কাছে হেরে গিয়েছিল। অধরা ছিল শিরোপা। এবার অবশ্য রোহিতরা ফুটছেন। তাঁদের লক্ষ্য এখন একটাই, ২০ বছর আগের বদলা!
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া।
১৯৯২, ১৯৯৯, ২০০৭, ২০১৫ সালের পর ফের ২০২৩- দাপট দেখিয়ে সেমিফাইনালে উঠলেও, ফাইনালে ওঠা হল না দক্ষিণ আফ্রিকার। নিজেদের গায়ে সেঁটে থাকা চোকার্স তকমা মুছে ফেলতে পারল না প্রোটিয়ারা। আরও একবার সেমিফাইনাল থেকেই তারা বিদায় নিল। বিশ্বকাপে ফাইনালে ওঠার স্বাদ এবারও পাওয়া হল না তেম্বা বাভুমাদের। এদিকে পরপর দুই ম্যাচ হেরে চলতি বিশ্বকাপে অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু টানা আট ম্যাচ জিতে তারা ফাইনালে জায়গা করে নিল। রেকর্ড অষ্টম বার ফাইনালে উঠল অজিরা। আর ২০ বছর পর বিশ্বকাপ ফাইনালে আরও একবার ভারত-অস্ট্রেলিয়া মহারণ।
16 Nov 2023, 10:20 PM IST
ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়া
৪৭.২ ওভারে চার হাঁকিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন কামিন্স। ৭ উইকেটে ২১৫ করে ফেলল অস্ট্রেলিয়া। ১৬ বল বাকি থাকতে ৩ উইকেটে তারা ম্যাচ জিতল। ২৯ বলে ১৪ করে অপরাজিত থাকেন কামিন্স। স্টার্ক করেন ৩৮ বলে অপরাজিত ১৬ রান। ফাইনালে ভারত আর অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। ২০০৩ বিশ্বকাপের পর ফের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সেবার অজিরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ২০ বছর আগের বদলা নিতে পারবে রোহিত ব্রিগেড?
16 Nov 2023, 10:04 PM IST
৩০ বলে চাই ৭ রান
৪৫ ওভারে ৭ উইকেটে ২০৬ রান হয়ে গেল অস্ট্রেলিয়ার। ৩০ বলে চাই আর মাত্র ৭ রান। ২৪ বলে ৯ রান কামিন্সের। স্টার্কের সংগ্রহ ২৯ বলে ১২ রান।
16 Nov 2023, 09:55 PM IST
২০০ পার করে গেল অস্ট্রেলিয়া
২০০ পার করে গেল অস্ট্রেলিয়া। ৪২ ওভার শেষে তাদের স্কোর ৭ উইকেটে ২০১ রান। জিততে হলে ৪৮ বলে ১২ রান দরকার। দক্ষিণ আফ্রিকা কি এর মধ্যে ৩ উইকেট ফেলতে পারবে? কঠিন বিষয়। ২৫ বলে ১১ রান স্টার্কের। ১০ বলে ৬ রান কামিন্সের।
16 Nov 2023, 09:45 PM IST
আউউউউটটটট… জোশ ইংলিশকে ফেরালেন কোয়েটজি
সপ্তম উইকেট হারাল অস্ট্রেলিয়া। জোশ ইংলিশকে বোল্ড করলেন কোয়েটজি। তিনটি চারের হাত ধরে ৪৯ বলে ২৮ করে সাজঘরে ফিরলেন ইংলিশ। পরিবর্তে ক্রিজে এলেন প্যাট কামিন্স। ৪০ ওভার শেষে ৭ উইকেটে ১৯৩ রান অস্ট্রেলিয়ার। ২১ বলে ১০ রান স্টার্কের। ১ বল খেললেও রানের খাতা আপাতত খোলেননি কামিন্স।
16 Nov 2023, 09:34 PM IST
৩৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ১৮৮/৬
উইকেট না ফেলতে পারলে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব নয়। ৩৮ ওভার শেষে অজিদের সংগ্রহ ৬ উইকেটে ১৮৮ রান। জোশ ইংলিস করেছেন ৪৪ বলে ২৭ রান।স্টার্কের সংগ্রহ ১৫ বলে ৬ রান।
16 Nov 2023, 09:13 PM IST
আউউউউটটটট… স্মিথকে ফেরালেন কোয়েটজি
ফের যেন আশার সুক্ষ্ম আলো দেখছে দক্ষিণ আফ্রিকা। স্মিথকে ফেরালেন কোয়েটজি। স্মিথ বলকে অনেক উপর উঠিয়েছিলেন। কিন্তু দূরে যায়নি বল। কুইন্টন ডি'কক সকলকে থামিয়ে ধীরেসুস্থে সেই ক্যাচ ধরেন। কোনও ঝুঁকি তিনি নেননি। ২টি চারের হাত ধরে ৬২ বলে ৩০ করে ফিরলেন স্মিথ। ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া। পরিবর্তে ক্রিজে এলেন মিচেল স্টার্ক। ৩৪ ওভার শেষে ৬ উইকেটে ১৭৫ রান অস্ট্রেলিয়ার। জোশ ইংলিস করেছেন ৩৪ বলে ১৯ রান।স্টার্কের সংগ্রহ ১ বলে ১ রান।
16 Nov 2023, 08:59 PM IST
অজিদের চাই মাত্র ৫১
৩০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান অস্ট্রেলিয়ার। ২০ ওভারে জিততে তাদের চাই আর মাত্র ৫১ রান। ৫০ বলে ২২ রান স্মিথের। ইংলিসের সংগ্রহ ২৩ বলে ১৬ রান।
16 Nov 2023, 08:34 PM IST
আউউউউটটটট… ম্যাক্সওয়েলকে বোল্ড করলেন শামসি
পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েলকে বোল্ড করলেন তাবরেজ শামসি।এদিন ম্যাক্সি রীতিমতো নিরাশ করলেন। ৫ বল খেলে ১ রান করে সাজঘরে ফিরলেন ম্যাক্সি। পরিবর্তে ক্রিজে এলেন জোশ ইংলিস। ২৪ ওভার শেষে ৫ উইকেটে ১৪০ রান অস্ট্রেলিয়া। স্মিথ করেছেন ৩৫ বলে ১৬ রান। জোশ ইংলিসের ২ বলে ২ রান।
16 Nov 2023, 08:31 PM IST
আউউউউটটটট… ল্যাবুশেনকে ফেরালেন শামসি
ল্যাবুশেনকে আউট করলেন শামসি। চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৩১ বলে ১৮ করে এলবিডব্লিউ হলেন ল্যাবুশেন। পরিবর্তে ক্রিজে এলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২২ ওভার শেষে ৪ উইকেটে ১৩৩ রান অস্ট্রেলিয়ার। স্মিথ করেছেন ২৯ বলে ১৩ রান। ম্যাক্সি ১ বল খেললেও, এখনও রানের খাতা খোলেননি।
16 Nov 2023, 08:16 PM IST
৩০ ওভারে চাই ৮৯ রান
২০ ওভারে ৩ উইকেটে ১২৪ রান করে ফেলেছে অস্ট্রেলিয়া। ৩০ ওভারে আর চাই মাত্র ৮৯ রান। ২৫ বলে ১৩ রান ল্যাবুশেনের। ২৪ বলে ১১ রান স্মিথের।
16 Nov 2023, 08:10 PM IST
আউউউউটটটট… বোল্ড হেডের
তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া। হেডকে বোল্ড করলেন কেশব মহারাজ। কিছুটা অক্সিজেন পেল দক্ষিণ আফ্রিকা। ৯টি চার, ২টি ছক্কা হাত ধরে ৪৮ বলে ৬২ রান করে সাজঘরে ফিরলেন হেড। পরিবর্তে ক্রিজে এলেন মার্নাস ল্যাবুশেন। ১৫ ওভার শেষে ৩ উইকেটে ১০৯ রান অস্ট্রেলিয়ার। স্মিথ করেছেন ১৬ বলে ৯ রান। ল্যাবুশেনের সংগ্রহ ৩ বলে ২ রান।
16 Nov 2023, 08:05 PM IST
ক্যাচ মিস করার পরেই চারটি চার হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূরণ হেডের
১১.১ ওভারে রেজ্জা হেনড্রিকস ক্যাচ মিস করে বসেন ট্র্যাভিস হেডের। আর সেটা যে কী ভায়নাক বিষয় ঘটিয়েছেন রেজ্জা, সেটা হাড়েহাড়ে বুঝিয়ে দিলেন হেড। তৃতীয়, চতুর্থ, পঞ্চম বলে পরপর তিনটি চার হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন ট্র্যাভিস হেড। ৪০ বলে ৫০ পূরণ করেন হেড। তাঁর ইনিংস সাজানো ছিল ৮টি চার, ২টি ছক্কা। ১২ ওভার শেষে ২ উইকেটে ৯২ রান অস্ট্রেলিয়ার। ৪১ বলে ৫৪ রান হেডের। স্মিথের সংগ্রহ ৮ বলে ২ রান।
16 Nov 2023, 07:58 PM IST
১০ ওভারে অজিদের সংগ্রহ ৭৪/২
অস্ট্রেলিয়া প্রথম পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ৭৪ রান করে ফেলেছে। ৩১ বলে ৩৮ রান হেডের। ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি স্মিথ।
16 Nov 2023, 07:56 PM IST
আউউউউটটটট… শূন্যতে মার্শকে ফেরালেন রাবাদা
অষ্টম ওভারেই দ্বিতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া। রাবাদার বলে দাসেনকে ক্যাচ দিয়ে শূন্য হাতেই সাজঘরে ফিরলেন মার্শ। ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি মিচেল মার্শ। পরিবর্তে ক্রিজে এলেন স্টিভ স্মিথ। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে রান ৬১ রান। ২৩ বলে ২৬ রান হেডের। ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি স্মিথ।
16 Nov 2023, 07:49 PM IST
আউউউউটটটট… প্রথম ধাক্কা খেল অজিরা
বল করতে এসেই ওয়ার্নারকে ফেরালেন মার্করাম। ১টি চার, চারটি ছক্কার হাত ধরে ১৮ বলে ২৯ করে বোল্ড হলেন ওয়ার্নার। পরিবর্তে ক্রিজে এলেন মিচেল মার্শ। এই ওভার মেডেন নিলেন মার্কমার। ৭ ওভার শেষে ১ উইকেটে ৬০ রান অজিদের। ২০ বলে ২৫ রান হেডের। ৫ বল খেলেও রানের খাতা খোলেননি মার্শ।
16 Nov 2023, 07:35 PM IST
৬ ওভারে এল ২১ রান, ৫০ পার অস্ট্রেলিয়ার
ষষ্ঠ ওভারে দু'টি ছক্কা হাঁকান ওয়ার্নার। আর একটি ৬ মেরেছেন হেড। এই ওভার থেকে এল মোট ২১ রান। সেই সঙ্গে ৫০ পার করে গেল অস্ট্রেলিয়া। ওভার শেষে বিনা উইকেটে ৬০ রান অস্ট্রেলিয়ার। ১৭ বলে ২৯ রান ওয়ার্নারের। হেড করেছেন ২০ বলে ২৫ রান।
16 Nov 2023, 07:20 PM IST
৫ ওভারে এল ১৫ রান, বিনা উইকেটে ৩৯ অজিদের
৫ ওভারে ১৫ রান নিল অজিরা। এই ওভারে ২টি চার হাঁকিয়েছেন হেড। ছক্কা মেরেছেন ওয়ার্নার। ওভার শেষে বিনা উইকেটে ৩৯ রান অস্ট্রেলিয়ার। ১৩ বলে ১৭ রান ওয়ার্নারের। ১৭ বলে ১৮ রান হেডের।
16 Nov 2023, 07:02 PM IST
৩ ওভারে অজিরা করল বিনা উইকেটে ১৭
৩ ওভার শেষে বিনা উইকেটে ১৭ রান অস্ট্রেলিয়ার। হেড করেছেন ১০ বলে ৮ রান। ওয়ার্নারের সংগ্রহ ৮ বলে ৫ রান।
16 Nov 2023, 06:53 PM IST
প্রথম ওভারেই হল ৫ রান
অজিরা প্রথম ওভারে ৫ রান করে ফেলল। ৬ বলে ৪ রান করেছেন হেড। তিনি একটি চার হাঁকিয়েছেন। একটি ওয়াইড দিয়েছেন জানসেন। ওয়ার্নার একটি বলও খেলেননি আপাতত। তবে প্রোটিয়াের জিততে হলে উইকেট ফেলতে হবে।
16 Nov 2023, 06:48 PM IST
রান তাড়া করা শুরু অজিদের
অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছেন ট্র্যাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার। প্রোটিয়াদের হয়ে প্রথম ওভারে বল করতে এসেছেন জানসেন। ২১৩ কিন্তু খুব কঠিন লক্ষ্য নয়।
16 Nov 2023, 06:22 PM IST
২১২ রানে অলআউট হয়ে গেল প্রোটিয়ারা
৪৯.৪ ওভারে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তোলেন রাবাদা। ম্যাক্সওয়েল দুরন্ত ক্যাচটি ধরেন। একটি ছয়ের হাত ধরে ১২ বলে ১০ করে আউট হয়ে গেলেন রাবাদা। সেই সঙ্গে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। ২১২ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৫ বলে ১ করে অপরাজিত থাকলেন শামসি। ২১৩ রানের লক্ষ্য অজিদের সামনে। একেবারেই কঠিন লক্ষ্য নয়। এখন দেখার প্রোটিয়া বোলাররা এই রান রক্ষা করতে পারে কিনা!
16 Nov 2023, 06:19 PM IST
আউউউউটটটট… ১০১ করে সাজঘরে ফিরলেন মিলার
শেষ পর্যন্ত টিকে থেকে যতটা সম্ভব বেশি রান করা হল না ডেভিড মিলারের। ৪৮তম ওভারের তৃতীয় বলেই তিনি আউট হয়ে গেলেন। কামিন্সের বলে হেডকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন মিলার। ৮টি চার এবং পাঁচটি ছক্কার হাত ধরে ১১৬ বলে ১০১ রান করে আউট হলেন মিলার। পরিবর্তে ক্রিজে এলেন তাবরেজ শামসি। ৪৮ ওভার শেষে ৯ উইকেটে ২০৩ রান দক্ষিণ আফ্রিকার। ৩ বলে ৩ রান রাবাদার। ৪ বল খেললেও আপাতত রানের খাতা খোলেননি শামসি।
16 Nov 2023, 06:12 PM IST
সেঞ্চুরি মিলারের, দ্বিশতরান দক্ষিণ আফ্রিকার
সেঞ্চুরি করে ফেললেন ডেভিড মিলার। ৪৮তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নিজের শতরান পূরণ করলেন, সঙ্গে দলকে ২০০ পার করালেন মিলার। ৮টি চার এবং পাঁচটি ছক্কার হাত ধরে ১১৫ বলে শতরান পূরণ করলেন মিলার।
16 Nov 2023, 06:08 PM IST
আউউউটটটট… কেশব মহারাজকে ফেরালেন স্টার্ক
বড় ঝটকা খেল প্রোটিয়ারা। ৪৭তম ওভারে কেশব মহারাজের উইকেট হারানোটা নিঃসন্দেহে বড় ধাক্কা হয়ে গেল। এই উইকেটের জন্য হয়তো ২৫-৩০ রান কম হবে প্রোটিয়াদের। যেটা এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। ৮ বলে ৪ করে আউট হলেন কেশব। তিনি স্টার্কের বলে দায়িত্বজ্ঞানহীন শট খেলে স্মিথকে ক্যাচ দেন। পরিবর্তে ক্রিজে এলেন কাগিসো রাবাদা। ৪৭ ওভার শেষে ৮ উইকেটে ১৯৬ রান দক্ষিণ আফ্রিকার। ১১৪ বলে ৯৫ রান মিলারের। ৩ বলে ৩ রান রাবাদার।
16 Nov 2023, 05:50 PM IST
আউউউটটটট… কোয়েটজিকে ফেরালেন কামিন্স
সপ্তম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। কোয়েটজিকে ফেরালেন কামিন্স। ৩৯ বলে ১৯ করে কট বিহাইন্ড হন কোয়েটজি। পরিবর্তে ক্রিজে এলেন কেশব মহারাজ। ৪৪ ওভার শেষে ৭ উইকেটে ১৭৪ রান প্রোটিয়াদের। ১০৫ বলে ৮১ রান মিলারের। ২ বলে ১ রান করলেন কেশব মহারাজ।
16 Nov 2023, 05:28 PM IST
১৫০ পার দক্ষিণ আফ্রিকার
৩৯তম ওভারে ১৫০ পার করে গেল দক্ষিণ আফ্রিকা। ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৬ উইকেটে ১৫৪ রান। ৮৬ বলে ৬৬ রান মিলারের। ৩০ বলে ১৭ রান কোয়েটজির।
16 Nov 2023, 05:26 PM IST
৩৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩৪/৬
৩৫ ওভার শেষে ৬ উইকেটে ১৩৪ রান দক্ষিণ আফ্রিকার। ৭৭ বলে ৫৫ রান মিলারের। ১৫ বলে ৮ রান কোয়েটজির।
16 Nov 2023, 05:22 PM IST
চার হাঁকিয়ে হাফসেঞ্চুরি মিলারের
দক্ষিণ আফ্রিকার ল্যাজেগোবরে দশার মাঝেও মিলার হাফসেঞ্চুরি করে ফেললেন। ৬৯ বলে তিনি ৫০ পূরণ করেন। চার হাঁকিয়ে হাফসেঞ্চুরি করেন মিলার। তাঁর এই ইনিংসে রয়েছে চারটি ৪ এবং তিনটি ছক্কা। ৩২ ওভার শেষে ৬ উইকেটে ১২৫ রান দক্ষিণ আফ্রিকার। ৭২ বলে ৫৩ রান মিলারের। ২ বলে ১ রান কোয়েটজির।
16 Nov 2023, 05:17 PM IST
পরপর ২ উইকেট নিয়ে ফের প্রোটিয়াদের চাপে ফেললেন হেড
ক্লাসেন আর জানসেনকে পরপর আউট করে ফের প্রোটিয়াদের চাপে ফেলে দিলেন ট্র্যাভিস হেড। ৩১তম ওভারের প্রথম বলে ২ বলে পরপর ২টি চার হাঁকান ক্লাসেন। তবে চতুর্থ বলেই ক্লাসেনকে বোল্ড করেন হেড। চারটি চার, ২টি ছক্কার হাত ধরে ৪৮ বলে ৪৭ করে সাজঘরে ফিরলেন ক্লাসেন। পরিবর্তে আসা মার্কো জানসেনকে পরের বলেই এলবিডব্লিউ করলেন হেড। জানসেন রিভিউ নিয়েও প্রাণে বাঁচতে পারলেন না। প্রথম বলেই শূন্য করে সাজঘরে ফেরেন জানসেন। ক্রিজে এলেন নতুন ব্যাটার কোয়েটজি। ৩১ ওভার শেষে ৬ উইকেটে ১১৯ রান দক্ষিণ আফ্রিকার। মিলার করেছেন ৬৭ বলে ৪৮ রান। কোয়েটজি ১ বল খেললেও আপাতত রানের খাতা খোলেননি।
16 Nov 2023, 05:09 PM IST
১০০ করে ফেলল নিউজিল্যান্ড
২৮ ওভারে ৪ উইকেটে ১০০ করে ফেলল নিউজিল্যান্ড। ক্লাসেন-মিলার জুটি মিলে কিছুটা ভরসা দিচ্ছেন দক্ষিণ আফ্রিকাকে। ৫৯ বলে ৪০ করে লড়াই চালাচ্ছেন মিলার। ৪০ বলে ৩৬ রান ক্লাসেনের।
16 Nov 2023, 04:46 PM IST
২৭তম ওভারে এল ১৪ রান
২৭তম ওভারে এল ১৪ রান। জাম্পাকে দু'টি ছক্কা হাঁকান ক্লাসেন। ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৯৫ রান। ৫৫ বলে ৩৬ রান মিলারের। ক্লাসেনের সংগ্রহ ৩৮ বলে ৩৫ রান।
16 Nov 2023, 04:37 PM IST
২৫ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ ৭৯/৪
ক্লাসেন, মিলারের হাত ধরে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা। তবে এখন উইকেট পড়লেই কিন্তু সব আশা শেষ হয়ে যাবে প্রোটিয়াদের। তাই উইকেট ধরে রেখে ক্লাসেন আর মিলারকে স্কোরবোর্ডে রান যোগ করত হবে। ২৫ ওভার শেষে ৪ উইকেটে ৭৯ রান দক্ষিণ আফ্রিকার। ৪৮ বলে ৩৩ রান মিলারের। ৩৩ বলে ২২ রান ক্লাসেনের।
16 Nov 2023, 04:17 PM IST
২০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬৭/৪
২০ ওভারে শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৪ উইকেটে ৬৭ রান। ৩১ বলে ২৯ রান করেছেন মিলার। ২০ বলে ১৪ রান ক্লাসেনের।
16 Nov 2023, 04:06 PM IST
৫০ পার করল প্রোটিয়ারা
৪ উইকেট হারানোর পর ১৭তম ওভারে কোনও মতে ৫০ পার করে গেল দক্ষিণ আফ্রিকা। ১৭ ওভার শেষে ৪ উইকেটে ৫৫ রান প্রোটিয়াদের। এই ওভারে প্রথম ছক্কা হল। জাম্পাকে ছয় মারলেন মিলার। ১৭ বলে ১৯ রান মিলারের। ১৬ বলে ১২ রান ক্লাসেনের।
16 Nov 2023, 04:00 PM IST
১৫ ওভারে প্রোটিয়াদের স্কোর ৪৬/৪
১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৪৬ রান। ৯ বলে ১১ রান ক্লাসেনের। ১২ বলে ১১ রান মিলারের।
16 Nov 2023, 03:58 PM IST
বৃষ্টি বন্ধ হয়ে খেলা ফের শুরু
বৃষ্টি বন্ধ হয়ে ফের খেলা শুরু হয়ে গিয়েছে। এবার কি ঘুরে দাঁড়াবে দক্ষিণ আফ্রিকা?
16 Nov 2023, 03:53 PM IST
খেলা শুরু হবে ৩.৫৫-তে
বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। ভেজা আউটফিল্ড শুকিয়ে খেলা শুরু হবে আবার ৩.৫৫-তে। বৃষ্টি শুরুর আগে ১৪ ওভার খেলা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৪৪।
16 Nov 2023, 03:28 PM IST
বৃষ্টিতে বন্ধ খেলা
১৪ ওভার খেলা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৪৪। ৭ বলে ১০ করে অপরাজিত রয়েছেন মিলার। আর ৮ বলে ১০ করেছে ক্লাসেন। এই অবস্থায় বৃষ্টি নেমেছে। খেলা বন্ধ রয়েছে। পিচ ঢেকে দেওয়া হয়েছে।
16 Nov 2023, 03:18 PM IST
আউউউউটটটট… সাজঘরে ফিরলেন দাসেন
দলের মাত্র ২৪ রান। চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। হেজেলউডের বলে সাজঘরে ফিরলেন রাসি ভ্যান ডার দাসেন। ৩১ বলে মাত্র ৬ রান করে স্মিথের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন দাসেন। পরিবর্তে ক্রিজে এলেন ডেভিড মিলার। ১২ ওভার শেষে ৪ উইকেটে ২৮ রান দক্ষিণ আফ্রিকার। ক্লাসেন করেছেন ২ বলে ১ রান। মিলারের সংগ্রহ ১ বলে ৪ রান।
16 Nov 2023, 03:11 PM IST
আউউউউটটটট… তৃতীয় উইকেট পড়ল, আউট মার্করাম
ওয়ার্নার ডাইভ দিয়ে মার্করামের দুরন্ত ক্যাচ নিলেন। ২০ বলে ১০ করে সাজঘরে ফিরলেন মার্করাম। স্টার্ক এই নিয়ে দ্বিতীয় উইকেট নিলেন। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাচার এনরিখ ক্লাসেন। ১১ ওভার শেষে ৩ উইকেটে ২২ রান দক্ষিণ আফ্রিকার। ২৭ বলে ৫ রান দাসেনের। ক্লাসেন ১ বল খেললেও, রানের খাতা খোলেননি।
16 Nov 2023, 03:06 PM IST
প্রথম পাওয়ার প্লে-তে প্রোটিয়াদের স্কোর ১৮/২
১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে মাত্র ১৮ রান দক্ষিণ আফ্রিকার। ২৭ বলে ৫ রান দাসেনের। ১৫ বলে ৬ রান মার্করামের।
16 Nov 2023, 03:03 PM IST
৯ ওভারে এল প্রথম বাউন্ডারি
৯ ওভারে এল প্রথম বাউন্ডারি। নবম ওভারের চতুর্থ বলে ইনিংসের প্রথম বাউন্ডারি হাঁকান মার্করাম। এই ওভারে এল ৭ রান। ৯ ওভার শেষে ২ উইকেটে ১৭ রান দক্ষিণ আফ্রিকার। ২৭ বলে ৫ রান দাসেনের। ৯ বলে ৫ রান মার্করামের।
অষ্টম ওভার শেষ। আট ওভারের মধ্যে কোনও বাউন্ডারি মারতে পারেনি প্রোটিয়ারা। বিশ্বকাপের প্রথম কোনও দল, যারা আট ওভারেও মারতে পারল না কোনও বাউন্ডারি। ৮ ওভার শেষে ২ উইকেটে ১০ রান দক্ষিণ আফ্রিকার। ২৫ বলে ৪ রান দাসেনের। ৫ বলে ১ রান মার্করামের।
16 Nov 2023, 02:39 PM IST
আউউউটটট… সাজঘরে ফিরলেন ডি'কক
দ্বিতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ১৪ বলে ৩ রান করে হেজেলউডের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ডি'কক। মিড অনে ডি'কক ক্যাচ তুললে প্যাট কামিন্স বল লক্ষ্য করে পিছনের দিকে পিছোতে পিছোতে ক্যাচটি ধরেন। দুরন্ত ক্যাচ। চাপে পড়ল প্রোটিয়ারা। পরিবর্তে ক্রিজে এলেন এডেন মার্করাম। ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৮ রান। দাসেন করেছেন ১৬ বলে ৩ রান। মার্করাম ২ বল খেললেও রানের খাতা খোলেননি।
16 Nov 2023, 02:34 PM IST
৫ ওভারে হল না কোনও বাউন্ডারি, খারাপ শুরু করল প্রোটিয়ারা
৫ ওভারে হল না কোনও বাউন্ডারি, খুব খারাপ শুরু করল প্রোটিয়ারা। ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে মাত্র ৮ রান। ১০ বলে ৩ রান ডি'ককের। দাসেন করেছেন ১৬ বলে ৩ রান।
16 Nov 2023, 02:18 PM IST
৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪/১
৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৪ রান। ৭ বলে ২ রান ডি'ককের। দাসেন ৭ বল খেললেও রানের খাতা খোলেননি।
16 Nov 2023, 02:09 PM IST
আউউউউটটট… ফের নিরাশ করলেন তেম্বা বাভুমা
এই বিশ্বকাপে তেম্বা বাভুমা বারবার হতাশই করেছেন। সেমিফাইনালেও তিনি নিরাশ করলেন। প্রথম ওভারেই ৪ বল খেললেও, শূন্য হাতে সাজঘরে ফিরলেন বাভুমা। প্রথম ওভারের শেষ বলে মিচেল স্টার্কের ডেলিভারিতে খোঁচা মেরে কট বিহাইন্ড হন বাভুমা। পরিবর্তে ক্রিজে এলেন হেজেলউড। প্রথম ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ১ রান। ২ বলে ১ রান করেছেন কুইন্ট ডি'কক।
16 Nov 2023, 02:02 PM IST
খেলা শুরু
দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নেমেছেন কুইন্টন ডি'কক এবং তেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক প্রথম ওভারে বল করতে এসেছেন।
অস্ট্রেলিয়া দলে ২টি পরিবর্তন। মার্কাস স্টইনিসের জায়গায় এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং মিচেল স্টার্ক দলে ঢুকেছেন শন অ্যাবটের জায়গায়। দক্ষিণ আফ্রিকা দলে এটি পরিবর্তন। লুঙ্গি এনগিদির জায়গায় এসেছেন তাবরেজ শামসি।
16 Nov 2023, 01:40 PM IST
টস জিতল দক্ষিণ আফ্রিকা
টস জিতল দক্ষিণ আফ্রিকা। তারা প্রথমে ব্যাটিং নিল। তেম্বা বাভুমা বলেছেন, আবহাওয়ার পরিস্থিতি নিয়ে চিন্তা রয়েছে তাঁর। তবে তিনি দলের শক্তি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। প্যাট কামিন্সও বলেছেন, টস জিতলে তিনিও ব্যাটিংই নিতেন। এদিকে বাভুমা নিজে ১০০ শতাংশ ফিট না হয়েও কেন খেলছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। টস করতে এসে প্রোটিয়া অধিনায়ক নিজেই জানান, তিনি পুরো ফিট নন। ল্যাংড়াতে ল্যাংড়াতেই টস করতে এসেছেন বাভুমা।
16 Nov 2023, 12:56 PM IST
ইডেনের মাঠ পুরো কভার করা, বৃষ্টিও হচ্ছে মাঝেমাঝে
ইডেনে অনুষ্ঠিত সেমিফাইনালে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাবে কি? বৃষ্টি কিন্তু মাঝেমাঝেই হচ্ছে। পুরো কভার করে রাখা হয়েছে পিচ এবং আউটফিল্ড।
16 Nov 2023, 12:43 PM IST
ওডিআই পরিসংখ্যানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
ওয়ানডে পরিসংখ্যানে কিন্তু এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত ১০৯ বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। যার মধ্যে প্রোটিয়ারা ৫৫ বার জয় পেয়েছে, অন্যদিকে অস্ট্রেলিয়া ৫০ ম্যাচে জয় পেয়েছে। তিনটি ম্যাচ টাই হয়েছে। আর একটি ম্যাচে কোনও ফল আসেনি।
16 Nov 2023, 12:33 PM IST
বিশ্বকাপে যুযুধান দুই পক্ষ
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা- এই দুই দল বিশ্বকাপে ৭ বার মুখোমুখি হয়েছে। যেখানে দুই দলই তিনটি করে ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ টাই হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচটি টাই হয়েছিল এই দুই দলের মধ্যে। পয়েন্ট টেবলে এগিয়ে থাকায়, ম্যাচ টাই হলেও ফাইনালের উঠেছিল অস্ট্রেলিয়া।
16 Nov 2023, 11:54 AM IST
বৃষ্টিতে পণ্ড হবে খেলা
কলকাতায় দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাসে অনুযায়ী, নিম্নচাপের জেরে কলকাতা-সহ রাজ্যের ৯ জেলায় বৃহস্পতিবার বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। ম্যাচ আদৌ দেখা যাবে তো, দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা। বৃহস্পতিবার সকাল থেকেই মুখভার আকাশের। আলিপুর আবহাওয়া দপ্তর মারফৎ জানা গিয়েছে, আজ থেকে শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর ও হাওড়া। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম। শনিবার উপকূল সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ইডেনের সেমিফাইনাল বৃষ্টিতে আজ পণ্ড হলে, শুক্রবার রিজার্ভ ডে রয়েছে। আর দু'দিনই কোনও ভাবে খেলা না হলে, তবে দক্ষিণ লিগ টেবলে অজিদের থেকে এক ধাপ উপরে দুই নম্বরে থাকার সুবাদে ফাইনালে চলে যাবে।
16 Nov 2023, 11:47 AM IST
অস্ট্রেলিয়ার লিগ পর্বের পারফরম্যান্স
বিশ্বকাপের শুরুতেই নিজেদের প্রথম দুই ম্যাচ পরপর হেরে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে হেরেছিল। দু'টি বাজে হারের পর যখন সকলে ধরেই নিয়েছিল, এই বিশ্বকাপে অজিরা খারাপ ভাবে লিগ পর্ব থেকেই ছিটকে যাবে, তখন তৃতীয় ম্যাচ থেকে ঘুরে গাঁড়ায় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা হারিয়ে তারা জয়ে ফেরে। পরপর সাত ম্যাচ জিতে তিনে থেকে সেমিফাইনালে উঠে যায় অজিরা।
16 Nov 2023, 11:41 AM IST
দক্ষিণ আফ্রিকার লিগ পর্বের পারফরম্যান্স
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শুরু থেকে বেশ ভালো ছন্দে ছিল। গোটা লিগ পর্বেই তারা ভালো খেলেছে- দু'বার বাদে। প্রথম বার নেদারল্যান্ডসের কাছে হেরে পচা শামুকে পা কেটেছিল। দ্বিতীয় বার ভারতের কাছে ৮৩ রানে অলআউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। হেরেছিল ২৪৩ রানে। ৯ ম্যাচের মধ্যে বাকি সাত ম্যাচ অবশ্য জিতেছে প্রোটিয়ারা। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে তারা লিগ পর্ব শেষ করে।
16 Nov 2023, 11:01 AM IST
ষষ্ঠ বার ট্রফির খোঁজে অস্ট্রেলিয়া
পাঁচ বার অস্ট্রেলিয়া শিরোপা জিতে গিয়েছে। এবার ষষ্ঠ বার ট্রফির খোঁজে রয়েছে তারা। আর সেই লক্ষ্য নিয়েই ইডেনে নামবে প্যাট কামিন্স ব্রিগেড। প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে উঠতে তাই মরিয়া অস্ট্রেলিয়া।
16 Nov 2023, 11:01 AM IST
চোকার্স তকমা ঘোচানোর লড়াই প্রোটিয়াদের
বিশ্বকাপে চার বার ১৯৯২, ১৯৯৯, ২০০৭ এবং ২০১৫ সাল সেমিফাইনালে খেলেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোনও বারই ফাইনালের টিকিট পায়নি তারা। এর মধ্যে দু'বারই হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। এবার চোকার্স তকমা ঘোচাতে মরিয়া প্রোটিয়ারা। সেই সঙ্গে অজিদের বিরুদ্ধে ১৯৯৯ এবং ২০০৭ সালে হারের বদলা নেওয়ার লক্ষ্যও থাকবে।