আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে কোন দলের বিরুদ্ধে খেলতে হবে, তা এখনও জানতে পারল না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টানা চারটি ম্যাচে হেরে গিয়ে আইপিএলের লিগ তালিকায় প্রথম দুটি স্থানের মধ্যে শেষ করে প্রথম কোয়ালিফায়ারে খেলার বিষয়টি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। আপাতত যা পরিস্থিতি, তাতে কেকেআরের পরে (কেকেআর যে শীর্ষস্থানে শেষ করবে, তা নিশ্চিত হয়ে গিয়েছে) দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ আছে তিনটি দলের সামনে - রাজস্থান, সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। পুরোটাই নির্ভর করছে অঙ্কের উপর। নিজেদের ম্যাচ জিতলেও তিনটি দলকেই অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে।
প্রথম কোয়ালিফায়ারে KKR-র বিরুদ্ধে খেলার জন্য RR-র সহজ অঙ্ক
কেকেআরের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে জিততে হবে। তাহলে ১৮ পয়েন্টে পৌঁছাবে। সেইসঙ্গে আশা করতে হবে যে সানরাইজার্স যেন একটি ম্যাচে হেরে যায়। তাহলে ১৬ পয়েন্টের বেশি হবে না প্যাট কামিন্সদের। আর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করে প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের বিরুদ্ধে খেলবে রাজস্থান।
দ্বিতীয় স্থানে কে শেষ করবে? RR নাকি SRH?
শেষ ম্যাচে রাজস্থান জিতল। শেষ দুটি ম্যাচে জিতল সানরাইজার্স। তাহলে দু'দলেই পয়েন্ট ১৮ হবে। সেক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে যে কোন দল দ্বিতীয় স্থানে শেষ করবে। আপাতত যা পরিস্থিতি, তাতে শেষ ম্যাচে ২০০ রান করে ৫০ রানে জিতলেও রাজস্থানের নেট রানরেট হবে +০.৪৩৫। শেষ দুটি ম্যাচ মিলিয়ে মোট ২৫ রানে জিতলে সেটা টপকে যাবে সানরাইজার্স (প্রতিটি ম্যাচে ২০০ রান করবে ধরে)।
কীভাবে প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবে CSK?
রুতরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনিদের সামনেও প্রথম কোয়ালিফায়ারে খেলার একটা সুযোগ তৈরি হয়ে গিয়েছে। সেজন্য প্রথমেই গ্রুপ লিগের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) হারাতে হবে। তারপর অন্য দলের উপর তাকিয়ে থাকতে হবে তাঁদের। সেই অঙ্ক মিলে গেলে তবেই প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবে। কিন্তু আরসিবির বিরুদ্ধে হারলে সিএসকে কোনওভাবেই প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবে না।
আরও পড়ুন: IPL 2024: বুমরাহকে টপকে বেগুনি টুপির দখল নিলেন হার্ষাল! কমলা টুপির দৌড়ে রিয়ান-সঞ্জুর লম্বা জাম্প
১) শেষ ম্যাচে হেরে গেল রাজস্থান। বাকি থাকা দুটি ম্যাচের মধ্যে একটিতে জিতল সানরাইজার্স। তাহলে দু'দলের পয়েন্ট ১৬ পয়েন্ট হয়ে যাবে। আর চেন্নাইও ১৬ পয়েন্টে থাকবে। তখন নেট রানরেটের নিরিখে নির্ধারিত হবে যে কোন দল দ্বিতীয় স্থানে শেষ করবে। আপাতত রাজস্থান এবং সানরাইজার্সের থেকে নেট রানরেটের নিরিখে এগিয়ে আছে চেন্নাই।
২) শেষ ম্যাচে হেরে গেল রাজস্থান। সানরাইজার্সও শেষ দুটি ম্যাচে হেরে গেল। তাহলে রাজস্থান ১৬ পয়েন্টে আটকে থাকবে। ১৪ পয়েন্টে থাকবে সানরাইজার্স। আর শেষ ম্যাচ জিতে চেন্নাই ১৬ পয়েন্টে পৌঁছে গেল। সেক্ষেত্রে চেন্নাই প্রথম কোয়ালিফায়ারে খেলবে। কারণ আপাতত রাজস্থানের থেকে চেন্নাইয়ের নেট রানরেট ভালো।