বাংলা নিউজ > ক্রিকেট > Vijay Merchant Trophy: বাবা বিধ্বংসী ব্যাটার, ছেলে দুরন্ত বোলার, বিজয় মার্চেন্টের ৫ ম্যাচে ২৪ উইকেট জুনিয়র সেহওয়াগের
পরবর্তী খবর
Vijay Merchant Trophy: বাবা বিধ্বংসী ব্যাটার, ছেলে দুরন্ত বোলার, বিজয় মার্চেন্টের ৫ ম্যাচে ২৪ উইকেট জুনিয়র সেহওয়াগের
1 মিনিটে পড়ুন Updated: 06 Jan 2025, 11:58 AM ISTAbhisake Koley
Vijay Merchant Trophy: বিজয় মার্চেন্ট ট্রফিতে বল হাতে চমক বীরেন্দ্র সেহওয়াগের ছোট ছেলে বেদান্তর।
Ad
বিজয় মার্চেন্টে ট্রফির ৫ ম্যাচে ২৪ উইকেট বেদান্ত সেহওয়াগের। ছবি- সোশ্যাল মিডিয়া।
বাবা বীরেন্দ্র সেহওয়াগ মারকাটারি ব্যাটার হলেও বলের হাত মন্দ ছিল না। টেস্টে ও ওয়ান ডে, উভয় ফর্ম্যাটেই জাতীয় দলের হয়ে ৮ হাজারের বেশি রান রয়েছে সেহওয়াগের। পাশাপাশি অফ-স্পিন বোলিংয়ে টেস্টে ৪০টি ও ওয়ান ডে ক্রিকেটে ৯৬টি উইকেট নিয়েছেন তিনি। তবে ছেলে বেদান্ত সেহওয়াগ কেরিয়ারের শুরুর দিকেই বল হাতে নজর কাড়লেন।
বীরেন্দ্র সেহওয়াগের ছোট ছেলে বেদান্ত মাত্র ১৪ বছর বয়সেই হেডলাইনে চলে আসেন। দিল্লির হয়ে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে মাঠে নামেন বেদান্ত। তিনি ৫ ম্যাচের ৮টি ইনিংসে বল করে তুলে নেন সাকুল্যে ২৪টি উইকেট।
এবারের বিজয় মার্চেন্ট ট্রফিতে সাকুল্যে ১৮১.২ ওভার বল করেছেন বেদান্ত। রান খরচ করেছেন ৪৬৪। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২ বার। বোলিং গড় ১৯.৩৩। বোলিং স্ট্রাইক-রেট ৪৫.৩৩। ওভার প্রতি ২.৫৫ রান খরচ করেছেন বেদান্ত। টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় ১১ নম্বরে রয়েছেন তিনি।
টুর্নামেন্টে দিল্লির হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন বেদান্তই। দিল্লির আর কোনও বোলার ১০টির বেশি উইকেট নিতে পারেননি। আধিয়ান বালি, ধ্রুব বিন্দ্রা ও নকুল যাদব দিল্লির হয়ে টুর্নামেন্টে ১০টি করে উইকেট নিয়েছেন।
বেদান্ত ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৯ ওভার বল করে ৮টি মেডেন-সহ ৫৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। তিনি দ্বিতীয় ইনিংসে ১৯.১ ওভার বল করে ৭টি মেডেন-সহ ৬১ রানের বিনিময়ে ৫টি উইকট দখল করেন। সুতরাং, দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট নেন তিনি।
বেদান্ত সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২১.১ ওভার বল করে ৯টি মেডেন-সহ ৩৭ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন। তিনি দ্বিতীয় ইনিংসে ১৯ ওভার বল করে ৫টি মেডেন-সহ ৫৬ রানের বিনিময়ে ২টি উইকট দখল করেন। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে ম্য়াচে মোট ৭টি উইকেট নেন তিনি।