ভারতীয় দলের স্টারবয় বিরাট কোহলি। আইপিএলে বুড়ো বয়সে এসেও এখনও কোহলিই রয়েছে অরেঞ্জ ক্যাপের দৌড়ে। সেই কোহলি এবার জানালেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তিনি যখন খেলতে এসেছিলেন অনিল কুম্বলে বা রাহুল দ্রাবিড় নন, তাঁর ব্যাটিংয়ে সব থেকে বেশি প্রভাব ফেলেছিলেন এক প্রোটিয়া ক্রিকেটার। সম্প্রতি আরসিবির এক পডকাস্টে কথা বলছিলেন বিরাট কোহলি। সেখানেই তিনি জানান,আরসিবিতে নিজের থেকে যাওয়ার কারণ। নতুন জায়গায় যাওয়ার থেকেও যে সম্পর্কের বাঁধনে তিনি আরসিবির সঙ্গে জড়িয়ে পড়েছেন, সেই সম্পর্ককে টিকিয়ে রাখতেই চেয়েছিলেন বিরাট, তাই আর দল ছাড়া হয়ে ওঠেনি ১৮ বছরেও।
বিরাট কোহলি জানাচ্ছিলেন আরসিবিতে শুরুর দিকে তিনি প্রোটিয়াদের তারকা ব্যাটার মার্ক বাউচারের সঙ্গে মাঝেমধ্যে গল্ফ খেলতেন, কিন্তু গলফে বল মারার পর জঙ্গলে গিয়ে বল খুঁজে আবার সেটাকে তাক করে হিট করার কাজটা তাঁর কাছে বেশ কঠিনই হয়ে যেত, তাই সেই খেলায় আর মনযোগ দেননি।
বাউচারের পরামর্শে উন্নতি বিরাটের
কোহলিকে বলতে শোনা যায়, ‘শুরুর দিকে আমি যে সমস্ত ক্রিকেটারদের সঙ্গে খেলেছি, তাঁদের মধ্যে মার্ক বাউচার সব থেকে প্রভাব ফেলেছিল আমার ওপর। ও খুঁজে বের করেছিল আমার দুর্বলতার দিকহুলো। ও আমায় বলেছিল, যে আমায় যদি আরও উচ্চপর্যায় যেতে হয়, তাহলে সেগুলো শুধরে নিয়ে কি কি করতে হবে। আমি ওকে তখনও জিজ্ঞাসাই করিনি এসব কিছু। মার্ক আমায় বলেছিল, ও যখন ৩-৪ বছর পর ভারতে ধারাভাষ্যের কাজ করতে আসবে, তখন যদি ও আমায় জাতীয় দলের হয়ে খেলতে না দেখে তাহলে ও বুঝবে যে আমি আমার নিজের প্রতি অন্যায় করেছি। ওর এই কথাটা আমায় সত্যিই অবাক করে দিয়েছিল ’।