একশো আটাশ বছর পরে অলিম্পিক্সে ক্রিকেট ফিরছে। আর সেটা সম্ভব হচ্ছে বিরাট কোহলির জন্য - ‘ব্র্যান্ড’ বিরাট কোহলির জন্য। এমনই জানালেন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আয়োজক কমিটির প্রধান নিকোলো ক্যাম্পরিয়ানি। তিনি জানালেন, শুধু ক্রিকেট নয়, বিশ্বের ক্রীড়ামহলের ‘আইকন’ হলেন বিরাট। বিশেষত সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তার সঙ্গে বিশ্বের তাবড়-তাবড় ক্রীড়াবিদরাও টেক্কা দিতে পারেন না। এমনকী লেব্রন জেমস, টম ব্রেডি, টাইগার উডসের মতো বিশ্বের সর্বকালের অন্যতম সেরা তিন ক্রীড়াবিদের থেকেও বেশি সংখ্যক মানুষ সোশ্যাল মিডিয়ায় বিরাটকে ‘ফলো’ করেন বলে জানান লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আয়োজক কমিটির প্রধান।
লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হবে কিনা, তা নিয়ে ভোটাভুটির আগে সোমবার মুম্বইয়ে ক্যাম্পরিয়ানি বলেন, ‘এখন আমার বন্ধু বিরাটের কথা ভাবছি। বিশ্বের সব অ্যাথলিটদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ওঁর ফলোয়ার সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। ওঁর ৩১৪ মিলিয়ন ফলোয়ার্স আছে। যা লেব্রন জেমস, টম ব্রেডি, টাইগার উডসের মিলিত ফলোয়ার্স সংখ্যার থেকেও বেশি। যা বাস্তবেই ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স, আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি এবং ক্রিকেট মহল - সকলের জন্য লাভজনক।'
আরও পড়ুন: Los Angeles Olympics 2028 Cricket- ১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট! জায়গা পেল আরও চারটি খেলা
২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আয়োজক কমিটির প্রধান আরও বলেন, ‘চিরাচরিতভাবে যে দেশগুলি ক্রিকেট খেলে আসে, সেটার বাইরেও ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য (অলিম্পিক্সে) ক্রিকেটকে তুলে ধরা হবে। যে মহল এবং সমর্থকদের কাছে এখনও পৌঁছাতে পারেনি অলিম্পিক্স, তাঁদের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্য থাকে। কীভাবে একজনের কারণে অন্যরা লাভবান হতে পারেন।’
তবে আদৌও ২০২৮ সালের অলিম্পিক্সে বিরাট খেলতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ আছে। যা টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে। কারণ আপাতত বিরাটের বয়স ৩৪। আগামী ৫ নভেম্বর তাঁর বয়স ৩৫ হবে। অর্থাৎ ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের বয়স ৪০ পেরিয়ে যাবে। বিরাট চূড়ান্ত ফিট হলেও ২০২৮ সাল পর্যন্ত ক্রিকেট খেলবেন কিনা, তা নিয়ে ধন্দ আছে। তবে তাঁর ‘ব্র্যান্ড’ যে কাজটা করেছে, সেটা ক্রিকেটের সামনে সম্ভাবনার দরজা খুলে দিল।
আরও পড়ুন: IND vs PAK Controversy: ১৬ বছরের ছেলেকে দেশ, রং, ধর্ম নিয়ে গালাগালি; পাকিস্তানের মুখোশ খুললেন লক্ষ্মণ