অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ০-৩ ব্যবধানে হেরেছে পাকিস্তান। হোবার্টে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই পরাজয়ের ম্য়াচে পাকিস্তানের হয়ে অভিষেক করেছিলেন জাহানদাদ খান। তবে অভিষেক ম্যাচেই তাঁর সঙ্গে এমন কিছু ঘটেছিল, যার পরে তাকে টুইটারে ট্রোল করা হচ্ছে। লাইভ ম্যাচ চলাকালীন জাহানদাদের প্যান্ট খুলে যায়। বল ধরার পরিবর্তে তাকে প্যান্ট সামলাতে দেখা যায়। জেনে নেওয়া যাক জাহানদাদের সঙ্গে কী ঘটেছিল?
জাহানদাদ খানের প্যান্ট খুলে যায়
আসলে, অস্ট্রেলিয়ান ইনিংসের প্রথম ওভারে শাহিন আফ্রিদির বলে বাউন্ডারি লাইনের দিকে ছুটে যান জাহানদাদ খান। সেই সময়ে তিনি চার বাঁচাতে দৌড়াচ্ছিলেন। এমন সময়ে তিনি বুঝতে পারেন যে দৌড়ালে কখনই বলটি ধরতে পারবেন না। সেই কারণেই বল ধরতে গিয়ে ডাইভ দিলেন তিনি। তবে এরপরেও সেই বল ধরতে পারেননি তিনি। বলটি বাউন্ডারি পেরিয়ে যায়। তবে এই সময়ে এমন একটি ঘটনা ঘটে যা জাহানদাদ খানের জন্য খুবই লজ্জাজনক ছিল। আসলে ডাইভিং করার সময় জাহানদাদের প্যান্ট কোমর থেকে নেমে যায় এবং প্যান্টটি খুলে যায়। এরপর বল ধরার বদলে প্যান্টের নিয়েই চাপে পড়ে যান জাহানদাদ খান। তিনি প্যান্ট নিয়ে টানাটানি শুরু করেন। জাহানদাদের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে কারণ সে তার প্যান্ট শক্ত করে বাঁধেনি এবং এর ফল তাঁকে ভোগ করতে হয়েছে।