
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Alex Carey Incredible catch: অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর চতুর্থ ম্যাচে এক অবিশ্বাস্য ক্যাচ ধরলেন। ক্রিকেট ভক্তদের দারুণ একটা মুহূর্ত উপহার দিলেন। এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরে ইংল্যান্ডের ফিল সল্টকে সাজঘরে ফিরিয়ে দেন অ্যালেক্স ক্যারি। অনেকেই এই ক্যাচটি টুর্নামেন্টের সেরা ক্যাচ বলছেন। শনিবার ম্যাচের শুরুতেই অ্যালেক্স ক্যারির এই অবিশ্বাস্য কীর্তি গাদ্দাফি স্টেডিয়ামের দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেয়।
এদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এর পর, ইংল্যান্ডের ইনিংসের দ্বিতীয় ওভারে দেখা যায় এই চোখ ধাঁধানো মুহূর্ত।
আরও পড়ুন …. ভিডিয়ো: প্রতিটি ম্যাচে ওদের জবাব দিচ্ছে! গিলের প্রশংসায় পঞ্চমুখ অশ্বিন, তবে টেস্টে....
বেন ডোয়ারশুইস ১৩০.৫ কিমি গতির ফুল-লেংথ ডেলিভারি লেগ-স্টাম্পে করলে ফিল সল্ট সেটিকে মিড-অনের উপর দিয়ে সীমানার বাইরে পাঠানোর চেষ্টা করেন। ব্যাটের মাঝখানে বল লাগায় তিনি নিশ্চিত ছিলেন যে এটি বাউন্ডারি পেরোবে। কিন্তু অ্যালেক্স ক্যারির পরিকল্পনা ছিল একেবারেই অন্যরকম। মিড-অনে দাঁড়িয়ে থাকা অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার ডানদিকে দৌড়ে যান, নিখুঁত টাইমিংয়ে লাফিয়ে এক হাতে বলটি শূন্য থেকে টেনে নেন।
আরও পড়ুন …. ভারত কচুকাটা করলেও টিভি ভাঙবে না পাকিস্তানে, যা আর্থিক হাল...., খোঁচা প্রাক্তনীর
অ্যালেক্স ক্যারি’র অ্যাথলেটিসিজম, চটপটে প্রতিক্রিয়া এবং নিখুঁত দক্ষতার জন্য ধারাভাষ্যকাররা তার ক্যাচের ভূয়সী প্রশংসা করেন। হতভম্ভ ফিল সল্ট শুধু অবিশ্বাস নিয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটতে থাকেন। অন্যদিকে তখন অ্যালেক্স ক্যারির সতীর্থরা তাকে ঘিরে উল্লাসে মেতে ওঠেন। এই দারুণ আউট অস্ট্রেলিয়ার প্রথম গ্রুপ বি ম্যাচে আধিপত্য বিস্তারের সূচনা করে দিয়েছে। অনেকেই বলেন এটি হল টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ।
দেখুন সেই ক্যাচের ভিডিয়ো-
আরও পড়ুন …. IND vs PAK: ভারতকে হারাতে অনুশীলনে 'সিক্রেট ওয়েপন' আনল পাকিস্তান! নেমে পড়লেন ইমামও
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ টস জিতে বোলিং নেন। এর কারণ হিসেবে তিনি বলেন, পিচ ভালো দেখাচ্ছিল এবং অনুশীলনের সময় শিশির পড়েছিল, তাই পরে রান তাড়া করার সুযোগ নিতেই বোলিংয়ের সিদ্ধান্ত। এছাড়া, বাঁহাতি পেসার ডোয়ারশুইস এবং স্পেন্সার জনসনের সুইং বোলিং কাজে লাগানোর পরিকল্পনাও ছিল তার।
টসের সময় বলেন স্মিথ বলেন, ‘পিচটি বেশ ভালো দেখাচ্ছে। অনুশীলনের সময় শিশির ছিল, তাই আমরা পরে রান তাড়া করতে চাই। আমাদের একাদশ: শর্ট, হেড, আমি (স্মিথ), মার্নাস, ইংলিস, ক্যারি, ম্যাক্সওয়েল, ডোয়ারশুইস, এলিস, স্পেন্সার জনসন এবং জাম্পা।’ তবে, ম্যাচের প্রথম পাওয়ারপ্লের সবচেয়ে বড় আকর্ষণ ছিল অ্যালেক্স ক্যারির অভাবনীয় ক্যাচ। এই ক্যাচটি ইতোমধ্যেই আসরের সেরা ক্যাচের অন্যতম দাবিদার হয়েছে। আর এই ক্যাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে দারুণ ভাবে ভাইরাল হচ্ছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports