আফগানিস্তানের বিরুদ্ধে চাপের মুখে অর্ধশতরানের ইনিংস খেলে ভারতকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তাঁর ২৮ বলে ৫৩ রানের ইনিংসের সুবাদে রশিদ খানের দলকে জয়ের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারে ভারত।
Ad
T20 WC-এর ইতিহাসে সূর্য ১৮৩ স্ট্রাইকরেটে প্রথম ইনিংসে ব্যাট করে গড়ে ফেললেন রেকর্ড, ছাপিয়ে গেলেন আফ্রিদি, ডি'ভিলিয়ার্সকে। ছবি: এপি
আইসিসির টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায়, শেষ কয়েক মাস ধরে টানা শীর্ষে রয়েছেন ভারতের ডানহাতি ব্যাটার সূর্যকুমার যাদব। ভক্তরা তাঁকে আদর করে 'স্কাই' বলে ডাকেন। চলতি টি-২০ বিশ্বকাপে আইসিসির বিচারে শীর্ষ ব্যাটার সূর্যর উপর প্রত্যাশার চাপ রয়েছে প্রবল। গ্রুপ পর্বে তিনি আমেরিকার বিরুদ্ধে ম্যাচে নিউ ইয়র্কের কঠিন উইকেটে অর্ধশতরান করে ফর্মে থাকার একটা ইঙ্গিত দিয়েছিলেন। সুপার এইট পর্বের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে এক মারকাটারি ইনিংস খেলে তিনি বুঝিয়ে দিলেন টি-২০ ফর্ম্যাটে কতটা গুরুত্বপূর্ণ ব্যাটার তিনি। আর বৃহস্পতিবারের এই ইনিংস খেলে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য নজির গড়ে ফেলেছেন সূর্য। পিছনে ফেলে দিয়েছেন শাহিদ আফ্রিদি, এবি ডি'ভিলিয়ার্সের মতো তারকাদের।
এদিন ব্রিজটাউন কেনসিংটন ওভালে সুপার এইটের ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত। আর প্রথম ইনিংসে ব্যাট করে টি২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি স্ট্রাইক রেটে রান করার নজির গড়েছেন সূর্যকুমার যাদব। এদিন ভারতের ব্যাটিং অর্ডারে চার নম্বরে ব্যাট করতে আসেন তিনি। এসেই প্রথম থেকে বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন তিনি। মাত্র ২৮ বলে ৫৩ রানের একটি মারকাটারি ইনিংস উপহার দিয়েছেন তিনি। তিনি এদিন ব্যাট করেছেন ১৮৯.২৮ স্ট্রাইক রেটে। তবে টি২০ বিশ্বকাপে প্রথম ইনিংসে সূর্য ১৮৩ স্ট্রাইক রেটে রান করার নজির গড়েছেন। সেই সঙ্গে তিনি ছাপিয়ে গিয়েছেন সকলকে।